You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৬৩
সময়ের আঘাতে বিধ্বস্ত আমি
যন্ত্রণা সয়েছি নীরবে,
ভালোবাসার অভিনয়ে বিষণ্ণ আমি
হতাশা লুকিয়েছি আড়ালে।
কথার বিষাক্ততায় নির্জীব আমি
কেঁদেছি লুকিয়ে নীরবে,
হতাশার চাদরে ঢেকেছে ভালোবাসা
বেঁচে আছি সুখস্মৃতি ভেবে।