সচেতনতা মূলক পোস্ট:- হঠাৎ দূর্ঘটনায় আগুনে হাত পুড়েছে || আগুনে পুড়লে করনীয় কাজ।

in আমার বাংলা ব্লগ2 years ago

" সচেতনতা মূলক পোস্ট "

হঠাৎ আগুনে হাত পুড়েছে আমার


হঠাৎ অনাকাঙ্খিত দূর্ঘটনা.gif

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দিয়ে তৈরি


" সুত্রপাত "

শুভ দুপুর আমার বাংলা ব্লগ পরিবার। আশাকরি সবাই ভালো আছেন। আমি খুব বেশি ভালো নেই, যাক পুরো বিষয়টি খুলে বলছি। গতকাল হঠাৎ দুপুরের দিকে আমাদের বিদ্যুৎ পরিবহনের জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়‌ এর ফলে ঢাকাসহ সারাদেশে বিদ্যুত চলে যায় একসাথে। কিছুক্ষণ পর মোবাইল নেটওয়ার্ক সমস্যা করতে শুরু করে আর বিকেলের দিকে আমাদের পুরো বিল্ডিংয়ের পানি ফুরিয়ে আসতে শুরু করে। বিকেলে জানতে পারলাম বিদ্যুৎ হয়তো রাতে আসতেও পারে নাও আসতে পারে।

সবমিলিয়ে একটা অপ্রীতিকর পরিস্থিতিতে পরে গেলাম। সন্ধ্যার পর আরো খারাপ অবস্থা, একেতো অন্ধকার এরপর আবার গরম, বাচ্চাদের হাঁসফাঁস শুরু হয়ে গেছে। এদিকে আমরা পানি সবসময়ই ফুটিয়ে খাই। চুলায় গ্যাস থাকায় আমার স্ত্রী পানি চাপিয়ে দিল। কিছুক্ষণ পর পানি ফুটতে শুরু করলে আমি অন্ধকারে চুলা নিভাতে গিয়ে বেখেয়ালে পাতিলে হাতের কব্জির উপরের অংশে ছ্যাকা খাই এবং কিছুটা ফুটন্ত পানি ছিটকে এসে হাতে পরে যায়। মূহুর্তের মধ্যে হাত মনে হচ্ছিল ঝলসে গেছে। তাড়াতাড়ি হাতে পানি ঢালা শুরু করলাম। বেশ কিছুক্ষণ পানি ঢালার পর দ্রুত ঔষধের দোকানে ছুটে গিয়ে পুড়ে যাওয়ার বার্না ক্রিম লাগিয়ে দিলাম।

IMG20221004214139.jpg

IMG20221005094054.jpg

এক্ষেত্রে আমার স্ত্রী বারবার বলছিল পেষ্ট এবং ডিম ভেঙে লাগিয়ে দিতে কিন্তু আমি তা করলাম না। কারন আমার ফাস্ট এইডের উপর ট্রেনিং নেয়া আছে। সেখানে শিখেছি আগুনে পুড়লে প্রথমে যদি পানি ঢালা হয় তাহলে ক্ষত কম হয়, ভেতরে মাংস ঝলসে যাবার সম্ভাবনা কম থাকে। তাছাড়াও জ্বালা পোড়া বেশ কম হয়। আর কোন অবস্থাতেই টুথপেস্ট, কিংবা ডিম লাগানো যাবেনা। সবথেকে ভালো হয় সিলভার সালফাডায়াজিন ক্রিম লাগিয়ে দেয়া। আর বেশি পুড়েছে বুঝতে পারলে দ্রুত হাসপাতালে যাওয়া।

IMG20221005114359.jpgIMG20221005114415.jpg

রাতে ভীষণ জ্বালাপোড়া করেছে এবং তেমন ঘুমুতে পারিনি রাতে। এখন কিছুটা স্বাভাবিক রয়েছে তবে কয়েকটি বড় ফোসকা পড়েছে। আশাকরি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। দোয়া করবেন সবাই। এখন কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো যা আমরা ভুল করি।

" আগুন পুড়লে করনীয় কাজ "

IMG20221005094220.jpg

  • প্রথমেই পানি ঢালতে হবে অনবরত। কোন অবস্থাতেই হাত দিয়ে আক্রান্ত জায়গায় ঘষা দেয়া যাবেনা। কারন এতে চামড়া উঠে যাবার সুযোগ থাকে। যতবেশি পানি দেয়া যাবে, এতে ক্ষত কম হবে এবং মাংস ঝলসে যাবার সম্ভাবনা কম থাকবে‌। পানি দেয়ার ফলে জ্বালাপোড়া কম হবে। অন্তত ২০ থেকে ৩০ মিনিট পানি ঢালতে পারলে ভালো হয়।

  • কোন অবস্থাতেই টুথপেস্ট, লবণ মেশানো পানি, ভাতের মাড়, ডিম কিংবা তেল এগুলো দেয়া যাবেনা। এতে গভীর ক্ষত এবং জ্বালাপোড়া বেড়ে যাবার সম্ভাবনা থাকে। আর সবথেকে বড় বিষয় ইনফেকশন বা সংক্রমণ দেখা দিতে পারে।

  • দ্রুত সিলভার সালফাডায়াজিন ক্রিম লাগিয়ে দিতে হবে। এক্ষেত্রে বার্না ক্রিম খুব ভালো কাজ করে এবং আমি নিজেও এর উপকার পেয়েছি। অন্য কোন ক্রিম এখানে লাগানো যাবেনা।

  • বেশিরভাগ সময় ফোসকা পড়বে, এই ফোসকা গালিয়ে ফেলা যাবেনা। এতে ইনফেকশন বা সংক্রমণ দেখা দিতে পারে। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

  • যদি বেশি পুড়েছে বুঝতে পারেন তাহলে অবশ্যই দ্রুত হাসপাতালে নেয়ার ব্যাবস্থা করতে হবে।

" পরিশেষ "

আসলে ভীষণ খারাপ লাগছে হঠাৎ একটি দূর্ঘটনার শিকার হলাম। এটা একান্তই আমার অসতর্কতায় হয়েছে 😕 সবাইকে অনুরোধ করবো অন্তত রান্না ঘরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। আজকের পোস্টটি লিখতে বেশ কষ্ট হচ্ছিল, যাক শেষ করতে পেরেছি এটাই বড় বিষয়। সবার দোয়া কামনা করছি।

ছবির বিবরণ
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির অবস্থানসংযুক্তি

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago (edited)

আপনার হাত পুড়েছে যেনে ভীষণ খারাপ লাগলো। ঠিক বলেছেন কারেন্ট ছিলো না খুব বাজে অবস্থা ছিলো। আগুনে পুড়লে করনীয় কাজ গুলো অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আমাদের সব সময়ই সচেতন থাকতে হবে। আপনার জন্য দোয়া রইল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ 🤲।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুবই কষ্ট পেলাম ভাইয়া।।

আসলে বিদ্যুৎ না থাকা যে কতটা কষ্টের সবদিক থেকে সেটা আমরা কয়েক ঘণ্টাতেই হাড়ে হাড়ে টের পেয়েছি।।

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে আপনার সাথে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন পুরোপুরি ভাবে।।

আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা ল্যাব এবং শপে ঢুকতেই লিফলেট টানানো রয়েছে সেফটি ফাস্ট ওয়াক লাস্ট।।

এজন্যই বলি ভাই যখন যে কাজটি করেন না কেন সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে করবেন আপনার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন।।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
দোয়া করবেন, আশাকরি সুস্থ হয়ে উঠবো তাড়াতাড়ি। আসলে সতর্কতার সাথে সব কাজ করা উচিত। আমার একটু ভুলে বেশ কষ্ট করতে হলো।

 2 years ago 

ভাই আপনার এমন অবস্থা দেখে দেখার জন্য প্রস্তুত ছিলাম না। ওহ্ অনেকখানি পুড়ে গেছে। আপনার পুড়ে যাওয়ার পর সতর্কীকরণ অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন ঠিক আছে। তবে বাউন ইউনিট একটা জীবাণু নাসক ত্রিম যাতে ক্ষতস্থানে কোন রকম ইনফেকশন না হয় তার জন্য ব্যবহার করা। সবচেয়ে ভালো হচ্ছে পুড়ে যাওয়ার সাথে সাথে আপনি যদি কাটা যাওয়ার মলম দেন তাহলে সেটা আপনার গা শুকাতে অত্যন্ত বেশি কার্যকর। যদি কখনো ব্যবহার করে না থাকেন আপনি দ্রুত ব্যবহার করে দেখেন সবচেয়ে ভালো হবে। আমার পুরো শরীরে পোড়া, তাই পোড়া সম্পর্কে আমার অভিজ্ঞতা অনেকটা বেশি। দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য। দোয়া করবেন ভাই।

 2 years ago 

মহান সৃষ্টিকর্তা যেন আপনাকে দ্রুত সুস্থ করে দেয় সেই কামনাই করি। গতকাল বিদ্যুৎ না থাকার কারণে অনেক জায়গাতেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে।

আপনার এই পোস্টের মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম ভাইয়া। আপনি খুবই সুন্দর ভাবে আগুনে পুড়ে যাওয়া জায়গায় কি কি করণীয় তা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই।
আসলে বিদ্যুৎ না থাকায় গতকাল বেশ ভোগান্তি এবং এই দূর্ঘটনার শিকার হলাম। দোয়া করবেন ভাই।
আর অবশ্যই আগুনে পুড়লে এই করনীয় কাজগুলো করবেন।

 2 years ago 

ভাইয়া আপনার হাত পুড়ার কথা শুনে অনেক খারাপ লাগল। আসলে অনেক সময় তারাতাড়ি করতে গিয়ে এ ধরনের দুঘটনা বেশি ঘটে।যাইহোক বিপদ কখনো বলে কয়ে আসে না।আগুনে পুড়ার করনীয় গুলো পড়েবেশ ভালো লাগল। আসলে পানি ঢালতে হবে এটা জানা ছিল না। আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পেলাম। আপনি তারাতাড়ি সুস্থ হয়ে উঠবেন এই কামনা করি। ধন্যবাদ আমাদের মাঝে সচেতনতা মূলক পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

দোয়া করবেন আপু।
আসলে তাড়াহুড়ো আর অন্ধকার ছিল গতকাল, সবমিলিয়ে এই দূর্ঘটনা ঘটেছে 😕

 2 years ago 

আহারে ভাইয়া খুব খারাপ লাগলো। 😔আসলে দূর্ঘটনাগুলো এভাবেই হয়। 😥সাবধানে থাকবেন আশাকরি।ইনশা আল্লাহ সুস্থ হয়ে যাবেন।

 2 years ago 

দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি।
দূর্ঘটনা আসলে বেখেয়ালেই হয়।