আজ কিছুটা $PUSS কিনেছি।

in আমার বাংলা ব্লগ2 months ago
আজ কিছুটা $PUSS কিনেছি

7YHZyBadGPMHF2XKgfZXx3oMrJwWNvgxqAsBdVAuTc61TPYubb3EKwXArUs8px2rcXjNb6iVQVgemgChuhshQrGaK8td6ouhJACbSjUvDg...QPB58sVA4gj9Xyk3kfFvZrG8wFfsd5bHEyr34ctB3T74cVUeXJPT6rdSoPy1pBrqYeqZsdEoHxXXyBoF2LdUnYDenWAvV5FWzD623MmhHNiSACun3FT6xk2dX.webp

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন, আশাকরি সবাই ভালো আছেন। যাইহোক আজ আবারো চলে এলাম পোস্ট করতে। আসলে প্রতিদিন বিভিন্নরকম টপিক নিয়ে পোস্ট করি, আজ চিন্তা করলাম একটু $PUSS নিয়ে লিখা লিখি করি।

পুশ আমাদের কমিউনিটির একটি কয়েন, যা রাতারাতি বহু মানুষকে বড়লোক করে তুলেছে। আর আমরা যারা একটু পরে বিষয়টি বুঝতে পেরেছিলাম, তারা তেমন বেশি সুবিধা করতে পারিনি। যাইহোক পরের দিকে কিছুটা পুশ কেনার চেষ্টা করেছিলাম এবং মাঝখানে সামান্য কিছু সেল দিয়েছি। একটা কয়েনে বাই সেল দুটো থাকাই ভালো, কি বলেন আপনারা? 😀

যাইহোক আমার এতো টাকা পয়সা নেই বাপু, তাই দুপুরের দিকে হঠাৎ চিন্তা করলাম সামান্য কিছু পুশ কিনলে মন্দ হয়না। তাছাড়াও কয়েকদিন দায়টা বেশ বেড়ে এখন কিছুটা কমে ঘোরাঘুরি করছে, তাই এই সুযোগে সামান্য পরিমাণ পুশ কিনে নিলাম।

Screenshot_2024-10-16-15-29-17-98_14cd42ba48af7d14f644fc85fa6fb9a2.jpg

আমার মেক্সি এক্সচেঞ্জে মাত্র পাঁচ ডলার ছিল, আর সেটা দিয়েই চেষ্টা করলাম পুশ কেনার।

Screenshot_2024-10-16-15-30-37-95_14cd42ba48af7d14f644fc85fa6fb9a2.jpg

মেক্সি এক্সচেঞ্জে একটা সমস্যা আমি দেখেছি তা হলো এতো সহজে কনভার্ট হতে চায় না। তাইতো ডিরেক্ট মার্কেট প্রাইসে কিনে নিলাম।

Screenshot_2024-10-16-15-31-14-70_14cd42ba48af7d14f644fc85fa6fb9a2.jpg

পাঁচ ডলার একত্রিশ সেন্টে আটশো নব্বই পুশ কয়েন পেলাম। যাইহোক সামান্য হলেও কিছুটা কয়েন দখলে রাখতে পেরেছি এটাই বড় বিষয়। যাইহোক আমাদের সবার উচিত অল্প অল্প করে কয়েন কেনা। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন।
সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।



First_Memecoin_From_Steemit_Platform.png



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 2 months ago 

আজকে কিছুটা হলেও আপনি পুস কয়েন কিনেছেন জানতে পেরে অনেক ভালো লাগলো। এই পুস কয়েন স্বপ্নের কয়েন। আশা করছি স্বপ্ন পূরণের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।

 2 months ago 

যে পরিমাণই হোক, কিছুটা যে পুস কিনে রাখতে পেরেছেন তার জন্য খুব ভালো লাগলো। পুস এমনই একটি কয়েন যা ধীরে ধীরে কেনা বেচার মধ্যে দিয়ে আমাদের সংগ্রহ করতে হবে। তবে আমার মতে হোল্ডে রাখার চেষ্টা করুন ভাই, ভবিষ্যতে আরো ভালো ফল পাবেন বলেই আশা রাখছি।

 2 months ago 

একদমই ঠিক বলেছেন মাঝে মধ্যে বাই সেল করা উচিত। পুষ কয়েন কিনেছেন দেখে ভীষণ ভালো লাগলো। এভাবে অল্প অল্প করে কি কিনে হোল্ড করুন। পুষ কয়েন এর ভবিষ্যৎ উজ্জ্বল। পুষ কয়েন নিয়ে আমরা সকলেই আশাবাদী।

 2 months ago 

কমবেশি সেটা বড় কথা নয় কিনতে হবে এটা বড় কথা। আবারো নতুন করে পুষ কয়েন কিনেছেন এটা জানতে পেরে বেশ ভালো লাগলো। তবে আমার মতে এভাবেই হোল্ড করে রাখতে হবে হয়তো বা পরবর্তীতে ভালো কিছু আশা করা যেতে পারে।

 2 months ago 

ঐটা এক্সচেঞ্জ এর সমস্যা না ভাই। যখন বায়ার বা সেলার কম থাকে তখন প্রাইজ মুভ করে খুবই কম। ঐ অবস্থায় মার্কেট প্রাইজে বাই সেল করা ভালো। গতকাল তো অনেক টা ডাউন দিয়েছিল পুশ। যাইহোক আবার পুশ কিনেছেন দেখে বেশ ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।।

 2 months ago 

আজ আপনি পুস কয়েন কিনেছেন এটা জানতে পেরে অনেক ভালো লাগলো। তবে এটা একদম ঠিক কথা বলেছেন ভাই মাঝে মধ্যে আমাদের বাই সেল করা উচিত। পুস কয়েন নিয়ে আমাদের সকলের অনেক আশা।

 2 months ago 

আজকে আপনি আবারও সুযোগ বুঝে পুস কিনেছেন দেখে ভালো লাগলো। আসলে আমরা সুযোগ বুঝে যদি এই কয়েন কিনে রাখতে পারি তাহলে আমাদের জন্য অনেক অনেক ভালো হয়। আপনি কিন্তু ভালো ও বুদ্ধিমানের কাজ করেছেন।

 2 months ago 

আপনি বেশ ভালো করেছেন আজকে। যেহেতু এখন বাজার একটু কম তাই সুযোগ বুঝে আপনি পুশ কিনে ফেলেছেন। আমার হাতে টাকা থাকলে ঠিক আমিও তাই করতাম। সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আজ কিছুটা $PUSS কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। $PUSS এর দাম এখন উঠানামা করছে। তাই সুযোগ বুঝে বাই সেল করতে হবে। $PUSS আমাদের কমিউনিটির কয়েন। তাই অল্প অল্প কিনে রাখলে আমাদের জন্য ভালো হবে। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো, ভাই ধন্যবাদ আপনাকে।