যে পুরুষ চোখের জল লুকিয়ে
শুধু হাসিই উপহার দেয়,
বুঝবে সে আসলেই তোমাকে ভালোবাসে ।
কেননা নারী হৃদয়ের গোপন কান্না
শুধু নিজ হৃদয়ের সাথেই শেয়ার করে
আর তুমি তার সেই হৃদয়টাই ।
ভালোবাসা এমন একটি শব্দ যেটি গুণগতভাবে পরিমাপের আওতায় নিয়ে আসা যায় না কিন্তু খুব ভালোভাবে অনুভব করা যায়। ব্যাকুলতা এবং ভালোবাসার মানুষের জন্য ভালো কিছু করার চেয়ে প্রত্যয় তা দিয়েই আমরা বুঝতে পারি ভালবাসার গভীরতা। অনেক ভালো লেগেছে কবিতাখানি। এরকম কবিতা আরো ভবিষ্যতে দেখতে চাই যা জীবনের উপলব্ধি এবং জীবনকথা কে ফুটিয়ে তোলে। ধন্যবাদ।