( এসো নিজে করি ) আর্ট : সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট।
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।
আজকে আরেকটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর্ট করতে এবং আর্ট পোস্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সবাই অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকে আমাদের কমিউনিটিতে। আমিও মাঝে মাঝে আপনাদের মাঝে আর্ট শেয়ার করে থাকি। তবে আজকে আমি একটা প্রাকৃতিক দৃশ্যের আর্ট আপনাদের মাঝে শেয়ার করব। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সবাই পছন্দ করে। আমি নিজেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি পছন্দ করি আর কোথাও সুন্দর পরিবেশ দেখলে সেখানে দাঁড়িয়ে যাই সেই দৃশ্যটা সেই মুহূর্তটা উপভোগ করার জন্য। আজকে আমি আপনাদের মাঝে চেষ্টা করছি একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট শেয়ার করার জন্য। এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমি আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি গ্রামীন দৃশ্য ঘরবাড়ি গাছপালা নদী এসব কিছু। আসলে অনেকদিন ধরেই এরকম একটা আর্ট করার ইচ্ছে ছিল সেজন্য আজকে করে ফেললাম।
আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।
আর্টের বিবরণ:-
•আর্ট পেপার
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল
•স্কেল
•রবার
ধাপ:-১
এই প্রাকৃতিক দৃশ্যটি আর্ট করার জন্য আমি আর্ট পেপারের মধ্যে প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি।
ধাপ:-২
এখন আমি আর্ট করব আকাশ। সেজন্য আমি হালকা নীল রঙ দিয়ে আর্ট এর উপরের অংশটা রং করে নিলাম।
ধাপ:-৩
সূর্যাস্তের মুহূর্তে আকাশটা একটু লাল আর কমলা রং হয়ে উঠে। সেজন্য আমি আকাশের মধ্যে হলুদ কমলা রং দিয়ে রং করে নিলাম।
ধাপ:-৪
এরপর আমি হলুদ রং দিয়ে আকাশের মধ্যে একটা সূর্য আর্ট করলাম। তারপর আমি নদী আর্ট করে নিব সেজন্য হালকা নীল রং এবং নীল রং দিয়ে নদী আর্ট করে নিয়েছি। এরপর সাদা রং দিয়ে উপরে আর্ট করলাম।
ধাপ:-৫
এরপর আমি আর্টের বাকি অংশটা সবুজ রং দিয়ে রং করে নিলাম।
ধাপ:-৬
এখন আমি ঘর গুলোর মধ্যে রং করব। একটি ঘরের মধ্যে আমি কফি কালারের রং নিয়ে আর্ট করে নিলাম।
ধাপ:-৭
এখন নিয়ে নিলাম লাল রঙের পোস্টার রং। বাকি দুটো ঘরের মধ্যে আমি লাল রং দিয়ে রং করে নিলাম।
ধাপ:-৮
এরপর আমি দুটো ঘরের মধ্যেই কিছু ছোট ছোট ডিজাইন যোগ করেছি। যেমন ঘরের ছালের উপরে গোলাপি এবং হলুদ রং দিয়ে কিছু ডিজাইন করলাম।
ধাপ:-৯
এখন আমি ঘরের ভিতরের অংশ এবং ঘরের দরজা জানালা গুলোর মধ্যে আমার পছন্দমত রঙ দিয়ে আর্ট করে নিলাম।
ধাপ:-১০
একটি ঘরের সামনে একটি রাস্তা আর্ট করেছি। রাস্তার মধ্যে আমি দুটো রঙের সমান নয় রং করে নিলাম।
ধাপ:-১১
এখন আমি একটি অংশে কালো রং দিয়ে গাছ আর্ট করেছি এবং গাছের ডালে পাতাগুলো কালো রং দিয়ে আর্ট করেছি।
ধাপ:-১২
এরপর আমি সবুজ ও হালকা সবুজ রং দিয়ে পাতার মধ্যে ডিজাইন করে নিলাম।
ধাপ:-১৩
বাকি একটি ঘরের রং সাইডে একটা বড় গাছ আর্ট করেছি। গাছের ডালপালা সব আমি কালো কফি এবং হলুদ রং দিয়ে ডিজাইন করেছি। গাছের পাতায় আমি লাল গোলাপি রং দিয়ে ডিজাইন করলাম।
ধাপ:-১৪
সূর্যের নিচে এবং গাছের আশেপাশে আমি কালো রং দিয়ে কিছু ঘাস আর্ট করেছি।
ধাপ:-১৫
ঘাস গুলোর মধ্যে আমি সবুজ ও হালকা সবুজ রং দিয়ে ডিজাইন করে নিয়েছি।
ধাপ:-১৬
এরপর আমি ঘাসের মধ্যে কিছু ফুল আর্ট করে নেব। ফুল আর্ট করেছি আমি লাল, গোলাপি ও হলুদ রঙ দিয়ে।
শেষ ধাপ:-
আর এখানেই আমি আমার আজকের প্রাকৃতিক দৃশ্যের আর্ট সম্পন্ন করেছি। চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর করে একটা প্রাকৃতিক দৃশ্যের আর্ট শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আর্ট করা এই প্রাকৃতিক দৃশ্যটি ভালো লাগবে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
শ্রেণী | আর্ট |
---|---|
আর্টিস্ট | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।
https://x.com/APatwary88409/status/1855092152264802334?t=ISSkB7gH56l4J7GaLgF-Ow&s=19
আপু আপনার তৈরি করা প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ হয়েছে আপনার আর্ট। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। উপস্থাপনা ও দারুন হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
বাহ্ আপনি অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট আমাদের মাঝে শেয়ার করছেন।প্রাকৃতিক দৃশ্যের মধ্যে গ্রামীণ পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে গ্রামীণ পরিবেশটা তুলে ধরছেন।খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আপনি অঙ্কন করেছেন। গ্রামীন এই প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গ্রামের এরকম সৌন্দর্য সবাইকেই খুব মুগ্ধ করে। পুরো দৃশ্যটা আপনি অনেক নিখুঁতভাবে আর সময় নিয়ে অংকন করেছেন। আপনার পেইন্টিং গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আপনার দক্ষতা মূলক কাজের প্রশংসা করাই লাগছে।
কি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য এঁকে ফেললেন আপু। পোস্টার কালার দিয়ে এত সুন্দর করে একটি প্রাকৃতিক সৌন্দর্য আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ছবিটি খুব ডিটেলে এঁকেছেন। আপনার ছবি আঁকার দক্ষতা এই ছবিটির মাধ্যমে আবার প্রকাশিত হলো। খুব যত্ন করে এঁকেছেন ছবিটা।
ঠিক বলেছেন আপু এই ব্লগে সবাই খুব সুন্দর সুন্দর আর্ট শেয়ার করে। প্রাকৃতিক দৃশ্যের আর্টগুলো ছোটবেলায় অনেক এঁকেছি। এখনও দেখতে খুব ভালো লাগে। আপনার আজকের প্রাকৃতিক দেশে আর্টটি বেশ চমৎকার হয়েছে। অনেক বেশি কালারফুল হয়েছে তার জন্য এত ভালো লাগছে দেখতে।
বেশ সুন্দর মনোরম একটি প্রাকৃতিক দৃশ্য এর আর্ট করে আমাদেএ সাথে শেয়ার করেছেন আপু। আসলেই প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে! আর সূর্যাস্তের সময় আকাশ যেমন নানা রঙে রঙিন হয়ে উঠে, আপনি ও একই ভাবে সেই রঙিন আকাশ আপনার আর্টে উপস্থাপন করেছেন সুন্দর ভাবে। সব মিলিয়ে সুন্দর উপস্থাপনা আপু।
অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার চমৎকার এই আর্ট করতে দেখে আমি যেমন আইডিয়া পেয়েছি তেমনি নতুন একটা কৌশল বুঝতে পারলাম। কারণ ছবি অঙ্কন করার মধ্যেও সুতক্ষতা প্রয়োজন। যেকোনোভাবে কিন্তু ছবি অঙ্কন করা যায় না। আগে থেকে ঘরে চিত্র একে নেওয়া, এরপর রং করার মধ্য দিয়ে সৌন্দর্য সৃষ্টি করা। সব মিলে বেশি দারুণ।
আপু আপনার প্রকৃতির দৃশ্য কিন্তু সত্যি দারুন হয়েছে। আপনি বেশ দক্ষতার সাথে আপনার ক্রেয়েটিভিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। সত্যি বলতে এমন গ্রামের দৃশ্য দেখে কিন্তু যে কেউ মুগ্ধ হয়ে যেতে পারে। ধন্যবাদ সুন্দর এই দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।