কাঠের টুকরোর মধ্যে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট।

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি কাঠের টুকরোর মধ্যে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট।। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000049087.jpg

আজকে আরেকটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেকদিন ধরে রং দিয়ে আর্ট করা হয় নাই সেজন্য ভাবলাম আজকে একটা রং দিয়ে আর্ট করি। আর আমি সুন্দর একটি আর্ট করেছি। আজকে কাঠের টুকরোর মধ্যে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছি। আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে। আজকে ভাবলাম ভিন্ন রকম একটা আর্ট করি সেজন্য একটা কাঠের টুকরার মধ্যে আর্ট করলাম। কাঠের টুকরো মধ্যে কখনো আর্ট করা হয়নি অন্যান্য জিনিসের মধ্যে আর্ট করেছি। তাই ভাবলাম একটা কাঠের টুকরোর মধ্যে আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করি।আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

• কাঠের টুকরো
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল
•স্কেল
•রবার

1000048846.jpg

ধাপ:-১

প্রথমে আমি কাঠের টুকরোর মধ্যে কমলা রং দিয়ে আর্ট করে নিলাম।

1000048847.jpg

1000048848.jpg

ধাপ:-২

এরপর আমি হলুদ রং দিয়ে আর্ট করে নিলাম।

1000049094.jpg

1000048852.jpg

ধাপ:-৩

এখন আমি কিছু অংশ সবুজ রং দিয়ে আর্ট করলাম এবং বাকি অংশ আমি হলুদ ও কমলা রং দিয়ে আর্ট করলাম।

1000048853.jpg

1000048854.jpg

ধাপ:-৪

এরপর আমি কমলা রং দিয়ে ঘরের উপরের অংশ আর্ট করে নিলাম। তারপর কালো রং দিয়ে ঘরের মধ্যে এবং গাছের মধ্যে ডিজাইন করলাম।

1000048855.jpg

1000049095.jpg

ধাপ:-৫

এরপর আমি সবুজ রং দিয়ে গাছের পাতা এবং লাল রঙ দিয়ে একটা গাছ আর্ট করে নিলাম। এরপর কিছু অংশে সাদা রং দিয়ে আর্ট করলাম।

1000048860.jpg

1000048863.jpg

ধাপ:-৬

এরপর আমি গাছের নিচের অংশে কমলা ও গোলাপি রঙ দিয়ে ফুল আর্ট করলাম।

1000048864.jpg

1000048865.jpg

শেষ ধাপ:-

আর এভাবেই আমি একটি কাঠের টুকরো মধ্যে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করে নিলাম। চেষ্টা করেছি কাঠের একটি টুকরোর মধ্যে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে ফুটিয়ে তোলার। আশা করছি আমার আজকের এই আর্ট টি আপনাদের কাছে ভালো লাগবে। আর্ট টি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

1000049088.jpg

1000049089.jpg

1000049092.jpg

1000049090.jpg

1000049087.jpg

1000049086.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 21 hours ago 

এরকম আর্ট গুলো দেখলে মনের মাঝে এমনিতেই শান্তি চলে আসে। সত্যিই আপু আপনার আর্ট করার দক্ষতা অত্যন্ত নিপুন। প্রত্যেকটি প্রসেসকেও খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমি তো আপনার আর্ট দেখে আপনার ফ্যান হয়ে গেলাম। অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী আর্ট দেখার জন্য।

 23 hours ago 

সম্পুর্ন হওয়ার পর অসম্ভব সুন্দর লাগছে এই আর্ট ওয়ার্ক টা।

আমি ভাবছি কত সময় লেগেছে এটা করতে!

এগিয়ে যান।


<ক্ষুদে স্বাস্থ্যবার্তা

সাধারণত দেখা যায় যে পুরুষের তুলনায় মহিলাদের বার বার প্রশ্রাবের ইনফেকশান (Recurrent UTI) হয়। কি কারন?

কারন গুলো হচ্ছেঃ

  • মেয়েদের পেশাবের রাস্তা লম্বায় ছোট। তাই ব্যাক্টেরিয়া সহজেই পেশাবের থলি বা আরো উপরে চলে যেতে পারে।
  • পেশাবের রাস্তার মুখ এবং পায়খানার রাস্তার মুখ কাছাকাছি। পায়খানার রাস্তার ব্যাক্টেরিয়াগুলো সহজেই পেশাবের রাস্তায় ঢুকে যায়।
  • পুরুষের প্রস্টেট থেকে একটা ফ্লুয়িড (Prostatic fluid) আসে যা ব্যাক্টেরিয়াকে ধবংস করতে সহায়তা করে। মেয়েদের এটা থাকে না।
  • শারীরিক মেলামেশার সময় মেয়ের পেশাবের রাস্তার কিছু ক্ষত হতে পারে
 23 hours ago 

কাঠের টুকরোর উপর খুব সুন্দর একটা আর্ট করেছেন। কাঠের টুকরোর উপর কখনো পেইন্টিং ট্রাই করিনি। পুরো পেইন্টিং এর কালার কম্বিনেশনটা চমৎকার লাগছে দেখতে। এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 22 hours ago 

কাঠের টুকরোর মাঝে চমৎকার সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন দারুণ হয়েছে আপনার আর্ট টি। আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 21 hours ago 

ওয়াও আপু, কী দারুণ ছবি এঁকেছেন। কাঠের টুকরোর ওপরে অনেক ধরণের পেন্টিং হয় আমি দেখেছি। কিন্তু কোনদিন ট্রাই করিনি। আপনার পেইন্টিং টি সত্যিই দারুণ লাগছে। অনেক সময় ধরে দেখলাম।

 yesterday (edited)

1000049072.jpg

1000049120.jpg

 19 hours ago 

সামান্য একটি কাঠের টুকরার মধ্যে আপনি খুব সুন্দর একটি দৃশ্য অঙ্কন করলেন। আমার তো বিশ্বাস হচ্ছে না এত সুন্দর ভাবে করেছেন আপনি। মনে হচ্ছে না আপনি কাঠের টুকরোর মধ্যে করেছেন। বিশেষ করে আপনি প্রাকৃতিক দৃশ্য গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললেন। অনেক ভালো লেগেছে এতো সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 19 hours ago 

প্রাকৃতিক দৃশ্য আর্ট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এত সুন্দরভাবে আপনি প্রকৃতির দৃশ্য ফুটিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো।

 17 hours ago 

আপনার করা আর্ট গুলো অদ্ভুত রকমের সুন্দর হয়। খুবই জীবন্ত লাগে আমার কাছে। আপনি সব সময় খুব সুন্দর সুন্দর আর্ট করে আমাদের সাথে শেয়ার করে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয় কাঠের টুকরোর উপর দারুন একটি আর্ট করে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। আর্ট দেখে মনে প্রশান্তি আসলো। খুব সুন্দর হয়েছে আপু।