ডাই: নতুন বছর উপলক্ষে একটি কার্ড তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার,১ জানুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকল সদস্যদের জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি এই কামনাই করি। নতুন বছরে পুরনো সব অতীত ভুলে নতুন করে শুরু করার চেষ্টা করি। কেমন আছেন আপনারা সবাই। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আজকে ২০২৫ সাল জানুয়ারি মাসের প্রথম দিন তাই নতুন বছরে এই নতুন দিনের উপলক্ষে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কার্ড তৈরি করেছি। নতুন বছরের এই শুভেচ্ছার কার্ড দিয়ে আপনাদের সবাইকে জানাই happy new year 2025। গতকাল আমি যখন এই কার্ডটি তৈরি করেছিলাম তখন আমার তো ভীষণ ভালো লাগছিল।
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নম্বর | নাম |
---|---|
১ | রঙিন কাগজ |
২ | গ্লিটার পেপার |
৩ | কাঁচি |
৪ | স্কেল |
৫ | গাম |
৬ | কলম |
ধাপ-১
প্রথমে আমি একটি নীল রংয়ের কাগজ নিয়ে নিলাম তারপর কাগজটির মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে মোটা করে নিলাম। এরপর লাল রঙের একটি গ্লিটার পেপার নিলাম। গ্লিটার পেপার এর ওপরে প্রথমে ঢেউ ঢেউ এঁকে নিলাম ।তারপর কাঁইচি দিয়ে কেটে নিলাম। এরপর নীল রঙের কাগজের উপর লাগিয়ে দিলাম।
ধাপ-২
তারপর কাগজের উপর দিকে স্কেল দিয়ে ছোট বড় সাইজের চারটি দাগ দিয়ে নিলাম। আর নিচের দিকে হ্যাপি নিউ ইয়ার লিখে দিলাম।
ধাপ-৩
এরপর গোলাপী রঙের কাগজ ব্যবহার করে চারটি ছোট আকৃতির লাভ তৈরি করলাম।
ধাপ-৪
তারপর লাভ চারটি দাগের নিচে গাম দিয়ে লাগিয়ে দিলাম। তারপর লাভ গুলোর মধ্যে ২০২৫ লিখে দিলাম।
ধাপ-৫
এরপর হলুদ রংয়ের কাগজ ব্যবহার করে আমি প্রজাপতি আকৃতির দুইটি ফুল তৈরি করলাম। তার সাথে কিছু হলুদ রঙের লাভ তৈরি করলাম। তারপর লাল রঙের গ্লিটার পেপার এর ওপর এলোমেলোভাবে সাজিয়ে দিলাম।
ধাপ-৬
এরপর চিকন করে গ্লিটার পেপার দিয়ে একটি লাভ তৈরি করে নিলাম তারপর সেটার মধ্যে আমার নাম লিখে সিগনেচার করে সম্পন্ন করলাম। আপনাদের কাছে আমার আজকের এই কার্ড কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।আপনি খুব সুন্দর ভাবে নতুন বছরের শুভেচ্ছা কার্ড তৈরি করছেন।আপনার তৈরি করা কার্ডটি দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
নতুন বছরের উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছি ভাইয়া ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর উপলক্ষে চমৎকার শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। প্রজাপতির দৃশ্য সেই সাথে 2025 সালের ঝুলন্ত অবস্থায় থাকা দৃশ্যটা বেশ ভালো লেগেছে। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
তৈরি করার পর ঝুলন্ত অবস্থায় 2025 সাল থেকে আমার ভীষণ ভালো লেগেছিল ভাইয়া ধন্যবাদ।
প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই৷ আগামী দিনগুলো চমৎকার কাটুক।
ধাপে ধাপে সুন্দর দেখিয়েছেন কার্ড বানানোর পদ্ধতি। তাছাড়া কার্ডটি দেখতেও দারুণ হয়েছে। ছোটবেলায় গ্রিটিংস কার্ড বানানোর কথা মনে পড়ে গেল৷
বেশ ভালোই হলো আপনার কিছু একটা মনে পড়ে গেল ছোটবেলার কথা। ধন্যবাদ আপু।
নতুন কাড বানিয়ে আপনি আমাদের কে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এতে করে আমাদের কাছেও অনেক ভালো লেগেছে। যেমন করে ভালো লেগেছে আপনার তৈরি করা কার্ডটিও। ধন্যবাদ আপু নতুন বছরে নতুন আমাদের জন্য কার্ড বানিয়ে শুভেচ্ছা দেওয়ার জন্য।
ধন্যবাদ আপু আমার কার্ডের মাধ্যমে আপনাদের কাছে শুভেচ্ছা পৌঁছে গেছে এটা জেনে আমার অনেক ভালো লাগছে।
নতুন বছর উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আপু। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। শুভেচ্ছা কার্ড তৈরি পদ্ধতি দারুন হয়েছে। প্রতিদিন ধাপে ধাপে পদ্ধতি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চেষ্টা করেছি আপু শুভেচ্ছা কার্ড তৈরি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
আমাদের ছেলেবেলায় গ্রিটিংস কার্ডের খুব প্রচলন ছিল। নতুন বছরে আমরা সব বন্ধুদের জন্য গ্রিটিংস কার্ড কিনতাম। আপনি খুব সুন্দর একটি গ্রিটিংস কার্ড তৈরি করেছেন নতুন বছর উপলক্ষে। বর্তমান বাচ্চারা আর গ্রিটিংস কার্ড দেয় না। তাই এই হারিয়ে যাওয়া শিল্প নিয়ে আপনার সুন্দর হাতের কাজ খুব ভালো লাগলো।
ঠিক বলেছিস ভাইয়া এই ধরনের শিল্পকর্ম গুলো প্রায় হারিয়ে গেছে। তবে আমরা চেষ্টা করলে আবারো শুরু করতে পারি।
এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই কার্ড তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের রঙিন কাগজ দিয়ে এই সুন্দর কার্ড তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপু।
আমার কাছেও এই ধরনের ডাই পোস্টগুলো গুলো তৈরি করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।