||শেয়ার করছি , আমার বাংলা ব্লগ মিউনিটিতে কাজ করার আমার অনুভূতি|| By @ fensi46[10% Beneficiary @shy-fox]

06-06-2022

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমি ও আল্লাহর রহমতে সবার দোয়াই অনেক ভালো আছি। আমি@fensi46 বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস করি।আমি বগুড়া আজিজুল হক কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি।চাকুরির প্রত্যাশী হয়ে বসে আছি এবং আমার বাংলা ব্লগের সাথে লেগে আছি।। আমার বাংলা ব্লগে কাজ করার বিশেষ অনুভূতি গুলো আজ আপনাদের মাঝে শেয়ার করবো তার আগে আমার বাংলা ব্লগের সকল মডারেটর ভাইয়া ও আপুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার বাংলা ব্লগ নিয়ে এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। নিজের মনের গভীরে থাকা অনুভূতি গুলো আজ প্রকাশ করতে পেরে নিজেকে নিজের কাছে আজ গর্বিত মনে করছি।

দেখতে দেখতে আমাদের সকলের প্রিয় ও ভালোবাসার পরিবার (আমার বাংলা ব্লগ ) এক বছরে পদার্পণ করল। বাংলা ব্লগ শুধু একটি কমিউনিটির নাম না বাংলা ব্লগ আমাদের আবেগের নাম, বাংলা ব্লগ আমাদের ভালবাসার নাম, বাংলা ব্লগ আমাদের একটি পরিবারের নাম।বাংলা ব্লগ নামটি মিশে গেছে আমাদের রক্তের সাথে। বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেক সদস্য আমরা একে অপরের ভাই বোন। বাংলা ব্লগ কমিউনিটর সকল এডমিন এবং মডারেটর আমাদের পথ প্রদর্শক। এবং বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় @rme দাদা আমাদের সকলের অভিভাবক এবং চালিকাশক্তি ।আমাদের সকলের প্রিয়, প্রাণের স্পন্দন @rme দাদার সততা ভালোবাসা ও মমতার কারণেই আমরা এতদূর আসতে পেরেছি।ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের rme দাদাকে যিনি আমাদেরকে বাংলা ভাষায় লেখার সুযোগ করে দিয়েছে।@rme দাদার অক্লান্ত পরিশ্রমের কারনেই আজ আমার বাংলা ব্লগ কমিউনিটি শ্রেষ্ঠত্ব অর্জনের দ্বারপ্রান্তে।আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় ছোট দাদাকে।আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি বছর কেটে যাওয়া উপলক্ষে কমিউনিটির সকল সদস্য,সকল এডমিন এবংমডারেটরদের জানাই অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা।দাদা এবং দাদার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার অনুভূতি সম্পর্কে এখন আপনাদের মাঝে কিছু মনের কথা শেয়ার করার চেষ্টা করবো।

আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে@alomgirkabir50এর হাত ধরে এসেছি।সে আমার সম্পর্কে আপন ছোট ভাই হয়।মূলত তারই কথায় অনুপ্রাণিত হয়ে আমি এ প্লাটফর্মে কাজ করার অনুপ্রেরণা পেয়েছিলাম। আমার বাংলা ব্লগ নামে এতো সুন্দর
কমিউনিটি আছে এটা আমার জানা ছিল না। মাতৃভাষা বাংলাএই বাংলা ভাষাকে নিজের মতো করে লিখে বাংলা ব্লোগিং করতে পারবো তা কখনো ভাবতে পারি নি। বাংলা ভাষায় ব্লোগিং করে আমরা অনেকে স্বাবলম্বী হতে পেরেছি। সব কিছু আমাদের সবার প্রিয় rme দাদার সহানুভূতি ও ভালোবাসার কারণেই পেয়েছি। আপনার মতো এতো সুন্দর মনের মানুষ পেয়ে ধন্য হয়েছি দাদা ধন্য হয়েছি। আমার বাংলা ব্লগের সাথে ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। দীর্ঘ আট মাস হয়ে গেল আমি এই বাংলা ব্লগ পরিবারের সাথে সম্পৃক্ত।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মানুষ মনে করি কারণ, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিজের ভাষা, নিজের মায়ের ভাষা, নিজের দেশের ভাষা, বাংলা ভাষায় নিজের মনের ভাব প্রকাশ অর্থাৎ লেখালেখি করার সুযোগ পেয়েছি।আমরা অনেকেই বিভিন্ন ধরনের ইন্টার্নেশনাল সাইটে কাজ করতে চাই, কিন্তু সেখানে শুধু ইংরেজি ভাষার প্রচলন আছে বিধায় আমরা সেখানে নিজেদের ইচ্ছামত কাজ করতে পারি কিন্তু সেখানে সুবিধা অর্জন করতে পারি না। নিজের ভাষায় মাতৃভাষা বাংলায় লেখা লেখি করার মজাই আলাদা। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিজের ভাষায় কাজ করতে পারছি৷ এবং নিজের সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারছি।আমরা আসলেই অনেক ভাগ্যবান কারণ আমরা নিজের ভাষা বাংলায় একটি ইন্টার্নেশনাল প্লাটফর্মে কাজ করতে পারছি।আরেকটি বিষয় না বললেই নয়, আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্ত্ক নিজের মায়ের ভাষা বাংলাকে যত্ন সহকারে নতুনভাবে উপস্থাপন করছি।আমরা সকলে rme দাদার কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমরা শুধুমাত্র দাদার কারণেই বাংলা ভাষাকে বিশ্বদরবারে এত সুন্দরভাবে তুলে ধরতে পারছি।বাংলা ভাষায় লেখালেখি করার সুযোগ পেয়েছি বিধায় আমরা বাংলা ভাষা শুদ্ধ ভাবে প্রয়োগ করতে পারছি এবং প্রয়োগ করার চেষ্টা প্রতিনিয়তই করে যাচ্ছি।বাংলা ভাষায় এত বড় একটি ইন্টারন্যাশনাল প্লাটফর্মে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় দাদাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

colored-pencils-2063__480.webp

সোস
“আমার,বাংলা,ব্লগ”এ তিনটি শব্দ যেন আমাদের রক্তে মিশে গেছে।আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেক সদস্যগণ একটি পরিবারের পরিণত হয়েছি।পরিবারের লোকজনের সাথে যেমন আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখি,তেমনই আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেক সদস্যগণের সাথে প্রতিনিয়ত আমরা একে অপরের সাথে যোগাযোগ রাখছি, তাদের খোঁজখবর নিচ্ছি, তাদের দুঃখ, কষ্ট, আনন্দের কথাবার্তা শুনছি এবং নিজের দুঃখ, কষ্ট, আনন্দের কথাবার্তা তাদের সাথে শেয়ার করছি। এ যেন এক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আছে। বিশেষ করে সকাল বেলা ঘুম থেকে চোখ মুছতে মুছতে শুভ সকালের বার্তা পৌঁছে দেয়।সত্য কথা বলতে আমরা সকালেই একটা গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছি।একটা পরিবারের সকল সদস্যদের সাথে দেখা সাক্ষাত করার জন্য মাঝে মাঝে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক তেমনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাতে এক মিলনমেলার আয়োজন করা হয়।যে মিলন মেলায় মিলিত হয় আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেক সদস্য, প্রত্যেক এডমিন-মডারেটর,এবং আমাদের সকলের প্রিয় বড় দাদা ও ছোট দাদা।এ যেন এক পরিবারের মিলন মেলার অনুষ্ঠান।

globe-304586_1280 (1).png

সোস

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এত সুন্দর একটি পরিবার পেয়েছি , যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।@rme দাদার মতো একজন মহৎমনের মানুষের সাথে এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির মতো একটি পরিবারের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান এবং গবিত মনে করছি। বড় কথা হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার সুবাদে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করে কাজে লাগাতে পারছি এবং অন্যের সৃজনশীলতা দেখে অনেক কিছু শিখতে পারছি। এখানে কাজ করার মাধ্যমে আমরা প্রতিনিয়ত লেখার পাশাপাশি অনেক কিছু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারছি।পরিশেষে আমি একটা কথাই বলবো আমার বাংলা ব্লগ কমিউনিটিতে বাংলা ভাষায় লেখালেখি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।বাংলা ব্লগ কমিউনিটির মতো একটি কমিউনিটি পেয়ে আমরা আসলে অনেক ভাগ্যবান।

আমার বাংলা ব্লগ পরিবার।
এ যেন এক রক্তের বন্ধন,
আমার বাংলা ব্লগ পরিবার।
এ যেন এক ভালোবসার স্পন্দন,
আমার বাংলা ব্লগ পরিবার।
এ যেন এক নিত্য নতুন আয়োজন।
আমার বাংলা ব্লগ পরিবার।
এ যেন এক ভালোবাসার বন্ধনে
আবদ্ধ সবার প্রিয় পরিবার
আমার বাংলা ব্লগ পরিবার।
এ যেন দাদার ভালোবাসায় পরিপূর্ণ,
মায়া,মমতায় গড়া সুবিশাল পরিবার,
আমার বাংলা ব্লগ পরিবার।
হবে একদিন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠত্বর,
এ যেন আমার অহংকার।

আমার বাংলা ব্লগ কমিউনিটি একবছর পূর্তি হওয়ার আগেই যতোটুকু সফলতা অর্জন করেছে তা অনেক গর্ভের একটি বিষয়।ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে আমাদের বাংলা ভাষাকে বিশ্বদরবারে ভিন্নভাবে প্রতিষ্ঠিত করতে পারব।বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক ভালোবাসি এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেক সদস্য, প্রত্যেক এডমিন- মডারেটর এবং বিশেষ করে @rme দাদা ও ছোট দাদার হাত ধরে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই।সবার ভালোবাসা নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে আছি এবং থাকব। ইনশাআল্লাহ।

💔❤️আমার পরিচয়♥️💔

20220606_214110.png

আমার নাম মোছাঃ ফেনসি আক্তার। আমার ইস্টিমিট আইডি @fensi46 আমি বাংলাদেশে বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে ও বাংলা ভাষাকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি
ফটোগ্রাফি ও রান্না করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

💞বিশেষ করে আমার লেখা কে যারা সমথর্ন করছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার লেখা শেষ করছি💞।

❤️আমার পোস্ট ধৈর্যের সঙ্গে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ❤️

Sort:  
 3 years ago 

প্রসঙ্গ যখন আমার বাংলা ব্লগের তখন rme দাদার নাম প্রথমে থাকবে না তা কি করে হয়। সত্যি মানুষটাকে দেখে আমি প্রতিনিয়ত ইন্সপায়ার্ড হই। আর বাংলা ব্লগ এ নিয়ে আপনার লেখা কবিতার লাইনগুলো দুর্দান্ত ছিল।

ধন্যবাদ ভাইয়া আমার কবিতা আপনার কাছে ভালো লাগার জন্য। অনেক আবেগ অনুভূতি কবিতার ভাষায় প্রকাশ করতে পেরে আমি ও আনন্দিত ভাইয়া।

 3 years ago 

আমার বাংলা ব্লগে কাজ করার অনুভূতির কথা জানিয়েছেন আপনি।আপনার অনুভূতির কথা গুলো জেনে খুব ভালো লাগলো ।সবারই এরকম অনুভূতি আছে । আমার নিজেরও কিছু অনুভূতি জমে আছে আমি শেয়ার করব চিন্তা করছি । বিশেষ ভাবে ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য । ভালো থাকবেন আপু ।

জি ভাইয়া সবার অনুভূতি গুলো আলাদা আলাদা । পোস্ট করেন পড়ে নিবো এক সময়।সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার বাংলা ব্লগ। হ্যা বাংলা ব্লগ টা যেনো আমারই। খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। তবে @alomgir55 এই আইডিটি স্টিমিট এ নেই। মনে হয় ভুল টাইপ করেছেন। দেখে নিবেন একটূ।

ঠিক বলছেন ভাইয়া ভুল হয়েছে ঠিক করে দিয়েছি।ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর কমেন্ট করছেন।

 3 years ago 

দাদার অক্লান্ত পরিশ্রমে গড়া এই আমার বাংলা ব্লগে কাজ করে অনেকেই স্বাবলম্বী হয়েছে। আসলে এতে দাদাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না বরং দাদার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনি আপনার বাংলা ব্লগে কাজ করার অনুভূতি প্রকাশ করেছেন খুবই ভালো লাগছে আপনার এই অনুভূতি পড়ে। এখানে আমরা সবাই সবার সহযোগী।

সত্যি ভাইয়া আমাদের দাদা অনেক অনেক বড়ো মনের একজন মানুষ। তাকে শুধু ধন্যবাদ দেওয়া ভুল হবে।সে আমাদের এমন একটি প্লাটফর্ম উপহার দিয়েছেন যা বলার বাহিরে। দাদার জন্য সবসময়ই দোয়া ভালোবাসা শ্রদ্ধা থাকবে অবিরাম অন্তহীন। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলেই ঠিক বলেছেন দাদা ছাড়া আমাদের আমার বাংলা ব্লগ এ নাম টি কখনোই আসতে পারত না। আর আমরাও নিজের ভাষায় মাথা উঁচু করে লিখতে পারতাম না। আজকের এত অনুভূতি সত্যি বলার বাইরে। আমার কাছে আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। তাছাড়া আপনি ছন্দ মিলিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন।

এই অনুভূতি গুলো এতো দিন জমা হয়ে ছিল আপু। এতো সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাদের মাঝে শেয়ার করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি আপু।কবিতাটা আমার অনুভূতির বহিঃপ্রকাশ। ধন্যবাদ আপু।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার প্রতি নিয়ত কুশলী দক্ষতা এবং আন্তরিকতা করার মাধ্যমে আমার বাংলা ব্লক কে উপহার দিচ্ছেন নতুনত্ব। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল সামনের দিকে আরো এগিয়ে যান।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার কবিতাটি বেশ ভালো হয়েছে । আপনার স্টিমিট জার্নির শুরু থেকে এ পর্যন্ত প্রায় সব কিছুই লিখেছেন । পোস্টটি ভাল ছিল । ধন্যবাদ আপনাকে ।