বর্ণ বৈষম্য সম্পর্কে পাঠ্যবইতে অনেক পড়েছি। আমার জানা ছিল ব্রহ্মার শরীরের উপরের অংশ থেকে তৈরি হয়েছে ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, তারপর বৈশ্য এবং একেবারে শেষে পায়ের অংশ থেকে তৈরি হয়েছে শূদ্র জাতি। কোথায় যেন পড়েছিলাম এমনটা। আমার ধারণা ছিল এ বর্ণপ্রথা হিন্দু ধর্ম গ্রন্থের দ্বারা স্বীকৃত কিন্তু এখন জানতে পারলাম যে পুরোটাই বানোয়াট। নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সুবিধাবাদী কিছু মানুষ তৈরি করেছে এই প্রথা। সত্যি বলতে কি এই প্রথার মধ্যে আমি মানুষকে হেয় করা বা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা ছাড়া ভাল কোন কিছু দেখতে পাই না। আপনি একজন উন্নতমানের আধুনিক সুশিক্ষা সম্পন্ন মানুষ, তাই হয়তো এমন বলতে পারছেন। আপনার জাতির অন্যান্য মানুষের ধারণা হয়তো ভিন্ন। যাই হোক মনুষ্যত্বের জয় হোক এটাই কামনা। ভালোবাসা রইল দাদা।❤️❤️👍
Thank You for sharing Your insights...