নামা বাজার,সাভার @ gentleman74 | ১০% বেনিফিশিয়ারি "লাজুক খ্যাক" এর
সালাম এবং নমস্কার !
আশা করি সবাই ভালো আছেন।
সাভার ঢাকার পার্শ্ববর্তী একটি থানা শহর। এই শহরে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি - গার্মেন্টস শিল্প। ২০১৭ সাল থেকে ঢাকার মধ্যবর্তি ট্যানারী শিল্পগুলোর ও স্থান হয়েছে এখানে। উদ্দেশ্য ছিল মৃতপ্রায় বুড়িগঙ্গাকে বাঁচানো। বুড়িগঙ্গা কিছুটা বেচেছে ঠিকই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পানি পরিশোধন না করে ফেলে দিলে যে বিলটি মরে যেতে পারে তার নাম - নামাখাল।
খুশির সংবাদ এই যে - সাভারে waste water treatment plan হয়েছে। এখনও সব ইন্ডাস্ট্রি এইটার আওতায় না আসলেও । এসে যাবে আশা করা যায়।আমদের হয়ত বুড়িগঙ্গার মত দশা দেখতে হবে না আর কোনো নদীর । আমাদের উন্নতি হবে পরিবেশের কথা মাথায় রেখে। তবেই আমরা এসডিজি ২০৩০ লক্ষ্য পূরণে এগিয়ে থাকব।
নৌকায় ঘুরলাম এখানে। বিশুদ্ধ পানিতে নৌকা চলল। দেখলাম জেলে মাছ ধরছে ভেসালে। মাঝি মামা হাক দিয়ে বলল - " জলিল, আছিস?"
দূরের থেকে একটা কণ্ঠ ভেসে উঠল - "ক্যাডা, মুজিবর!"
"হ। মাছ উঠতাছে কেমন?"
" আলহামদুলিল্লাহ। নামায় দিয়ে আয়! তামুক টানি।"
একদম গল্পে যেমন মাঝি - জেলের কথা শুনি অনেকটা তেমন।
স্বাভাবশত গল্প জুড়েছিলাম মাঝি মামার সাথে।
"মামা , আপনি কি শুধু নৌকাই চালান।"
মাঝি মামা তার কথার ঝুলি খুলল যেন,"না মামা। দিনে তেলের কলে কাজ করি। সূর্য পড়লে নৌকা চালাই।"
"নদী পারাপার হয় মানুষ?"
মামা বৈঠা বাইতে বাইতে বললেন," না মামা নদী আর কেউ পার হয় না। এখন ব্রিজ হয়ছে না। বাপের সময় নৌকায় কদর ছিল। এখন আর নাই। আপনাদের মত কিছু মানুষ ঘুরতে আসে। এই"
আমি মাত্র ১০০ টাকার বিনিময়ে ৩০মিনিট নৌকায় চড়লাম আর বোনাস পেলাম অমূল্য গ্রামীণ সেই হাজার বছরের প্রাচীন বাঙালি চিত্রের স্বাদ।
@rme
@moh.arif
@shuvo35
@blacks
@winkles
@beautiful.world
@boss75
@shy-fox
আই মজিবর তামুক টানি, প্রকৃতির শক্তি যেন অসাধারণ এবং গ্রাম বাংলার বৈচিত্র কে ধারণ করেন।
নদীমাতৃক দেশে মাঝে ভাটিয়ালি ভাওয়াইয়া গান এবং তাদের মাছ ধরার দৃশ্য গুলো যেন আমার বাঙালির গৌরব উজ্জ্বল করে তোলে আগে একটি বই এবং অসাধারণ।
গল্পটি ছোট হলেও সারমর্ম অনেক বিশাল এবং দীর্ঘতম বাঙালির সভ্যতা কে ধারণ করেন।
সুন্দর ছিল আপনার 100 টাকার 30 মিনিটে নৌকা ভ্রমনের কাহিনী গুলো
আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ তোমাকে। ছবি তেমন সুন্দর হয়নি তবে ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
চমৎকার ফটোগ্রাফি। দারুন উপস্থাপনা। শুভেচ্ছা অবিরাম ভাই।
এই প্রথম নামাখাল সম্পর্কে জানতে পারলাম।ফটোগ্রাফিগুলো সুন্দর ছিল ভাইয়া।ধন্যবাদ
নোংরা পানির জন্যে বুড়িগঙ্গা নদী ধংস হয়ে গেছে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাই আপনার পোস্টটি সুন্দর হয়েছে। কিন্তু শায় ফক্স এর ভোট পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত আছে। যেটি আপনি পোস্টে গেলে দেখতে পারবেন। ন্যূনতম আড়াইশো ওয়ার্ড হতে হবে। আপনার পোস্ট টি একটু ছোট হয়ে গিয়েছে। তবে আপনার পোস্টে গুরুত্বপূর্ণ একটা জিনিস তুলে ধরেছেন। শিল্পায়নের নামে যে আমরা পরিবেশের ক্ষতি করছি। সেটা যে আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে সে চিন্তা করছিনা।ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ ভাই আপনাকে। এখনই শুধরে নেই।
আরেকটু বড় করে পোস্টটা করুন। আপনার লেখাটা সুন্দর হয়েছে।বিশেষ করে দুই মাঝির যে কথোপকথন সেটা একদম গল্পের মত হয়েছে।
রূপক দাদা। পোস্টকে এডিট করেছি।
পোস্টের ভাব ঠিক আছে এখন ও??
shy-fox এবং কমিউনিটির সাপোর্টের সাথে সাথে পাঠযোগ্য হওয়াও জরুরি কিনা!
সাই ফক্সের ভোট পাওয়ার জন্য চেষ্টা করবেন পোস্ট টা একটু বড় করে করতে। মারকডাউন এর ব্যবহার থাকলে পোস্টটা দেখতে সুন্দর হয়। আমি আগে যখন গুনে ছিলাম তখন আপনার পোস্টে ১২0 ওয়ার্ড ছিলো। এখন কত যোগ করেছেন?
১৫০ তো হবেই দাদা।
ভাই 150 ওয়ার্ড হবে না। আপনি ওই রুলস টা ভাল মত পড়ে দেখেন। ওখানে আড়াইশো ওয়ার্ড এর কথা উল্লেখ করা আছে। ধন্যবাদ।
120+150 দাদা। ২৫০ কোটা ধরার আপ্রাণ চেষ্টা করেছি।
আমার জানামতে ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট ছাড়া কোনো Garments কে পারমিট দেওয়া হয় না। আমি যেহেতু একজন টেক্সটাইল এর ছাত্র এটুকু আমার জানা আছে কিন্তু তারপরও অবৈধভাবে অনেক কলকারখানায় এই ওয়াটার ট্রিটমেন্ট ইউজ না করে সরাসরি নদীতে ময়লা পানি ফেলে, সেগুলো আমাদের সবার জন্য অনেক ক্ষতিকর, আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন কিন্তু রূপক ভাই যেটা বলেছে সেটি একটু মেনে চলার চেষ্টা করবেন, ধন্যবাদ।
বাসায় থেকে যখন ঢাকা যাই তখন সাভার পার হওয়ার সময় পচা পানি দূর্গন্ধ নাকে লাগে। পানি গুলো অনেক কালো।পরিবেশের অবস্থা খুব খারাপ।এখন কিছুটা স্বস্তি ফের শুরু করেছে।
আপু ঐটা ডাম্পিং সাইট এর গন্ধ। পানির না। পানি এখনও আছে ভালই
ও আচ্ছা। আমি ভাবছি পানির।সারা ঢাকার ময়লা তো ওখানেই ফেলায়
হা। আমিনবাজার থেকে শুরু। এই ডাম্পিং এর ও একটা সমাধান দরকার। খুব আর্জেন্ট।
100 টাকায় আধা ঘন্টা নৌকা ভ্রমণ করে অনেক চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখেছেন এবং উপভোগ করেছেন জেনে ভালো লাগলো। প্রথম ল্যান্ডস্কেপ ছবিটি অনেক চমৎকার ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য