বর্ষাকালে মাঠের প্রাকৃতিক সৌন্দর্য (প্রথম পর্ব) ২০২৪

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি আমার অঞ্চলের মাঠ-ঘাট, নদীর প্রাকৃতিক সৌন্দর্যের কিছু অংশ তুলে ধরতেছি। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

IMG_20240703_141442_493.jpg

বর্তমানে চলতেছে বর্ষার মৌসুম। আমাদের এইদিক টানা এক সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে। আজকে আকাশ অবশ্য মেঘলা ছিল। বৃষ্টি আসার উপক্রম ছিল কিন্তু বৃষ্টি আসেনি, পরে পরিষ্কার হয়।

IMG_20240703_144445_413.jpg

আজকে আকাশ পরিষ্কার থাকায় আমি ও আমার কয়েকজন ভাতিজাকে সঙ্গে নিয়ে মাঠে পানি দেখার জন্য ঘুরতে বের হয়েছিলাম। মাঠে আসার পর আমরা দেখতে পেলাম জমির মধ্যে প্রচুর পরিমাণে ছোট পানা জন্মাইছে। বেশিরভাগ ছোট পানা গুলোতে ফুল ফুটেছে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লেগেছিল।

IMG_20240703_141941_473.jpg

ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ায় আমরা কয়েকটি ফুল ছিড়ে মুঠোফোন এ পিকচার ধারণ করি। পিকচার ধারণ শেষে আমরা আখিরার নদীতে পানি দেখার জন্য হাঁটতে শুরু করি।

IMG_20240703_142639_154.jpg

নদীতে আসার পর দেখলাম নদীতে অনেক পানি হয়েছে। পানি দেখে আমি আর আমার ভাতিজারা গোসল করার লোভ সামলাতে পারলাম না। পরিশেষে একের পর একজন নদীতে লাফ দেওয়া শুরু করলাম।

IMG_20240703_153325_313.jpg

নদীর ধারে আকাশমনি গাছ সারি সারি ছিল। কয়েকজন মিলে আমরা সেই গাছের শেষ চুড়ায় উঠে লাফ দিলাম। সেই শৈশব কালে কত গাছ থেকে লাফ দিয়ে গোসল করেছিলাম তার ঠিক নেই। গাছ থেকে লাফ দিয়ে গোসল করার মজাই আলাদা।

Screenshot_20240703-204526~2.jpg

দীর্ঘ এক ঘন্টা গোসল করেছিলাম। গোসল শেষে আমরা বাসায় চলে আসি। আজকের দিনটি অনেক ভাল ছিল। আসলে বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায়। যা মানুষের মনকে প্রফুল্ল করে তোলে।

IMG_20240703_150331_436.jpg

আপনারা যারা প্রকৃতি প্রেমি লোক আছেন। এই বর্ষায় আপনাদের মাঠ-ঘাট এ ঘুরতে যেতে পারেন। অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ধন্যবাদ।