লাইফস্টাইল: ফসলের মাঠে ধান কাটতে গিয়ে কিছু ফটোগ্রাফি।
আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি ক্ষেতে ধান কাটতে গিয়ে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী করেছিলাম মূলত সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।
বর্তমানে আমাদের এলাকায় ধান কাটার মৌসুম শুরু হয়ে গেছে। এই ধান কাটা শেষে জমিতে কৃষকরা আলু রোপন করবেন। পরশুদিন আমি গবাদিপশুর খাবারের জন্য খড় আনতে গিয়েছিলাম , অল্প পরিমাণ ধান কেটে সাইকেলে করে নিয়ে এসেছিলাম। সেগুলো বাসায় নিয়ে এসে মাড়াই করে গবাদি পশুকে খেতে দিয়েছিলাম। মাঠে ধান কাটার শেষে আমি আমাদের ছোট নদী এবং বিলে গিয়ে কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম।
আমি যখন উপরের ফোটোগ্রাফিটা করেছিলাম তখন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কথা মনে পড়ে গিয়েছিল। কবিতাটি আমরা ছোটবেলায় অনেক পড়েছিলাম। এখনো মাঝে মাঝে মুখ দিয়া আপনা আপনি আমরা এই কবিতাটি বলে থাকি। কবিতাটির নাম হচ্ছে আমাদের ছোট নদী। আমার এই ফটোগ্রাফিতে কবিতাটির সব চিত্রই যেন ফুটে উঠেছে। নদীর দুই ধারে কাশবন, নদীর পানি হাঁটু পর্যন্ত রয়েছে এবং নদীর মাঝদিয়া রাখাল গরু পার করতেছে। নদীর হাঁটু জল পানি পার হয়ে আমি নদীর ওপারে গিয়েছিলাম আরো কিছু ফটোগ্রাফি করার জন্য।
নদীর উপারে গিয়ে আমি দেখতে পেলাম চারিদিকে ধানক্ষেতের মাঝে একটি টিনের বাড়ি এবং চারদিকে গাছপালা দিয়া ভরা। আসলে বাড়িটি টিনের হলেও বাড়ির চারদিকের পরিবেশ আমাকে অনেক মুগ্ধ করেছিল। বাড়িটির চারপাশে নদী-নালা ,খাল বিল ,ফসলের মাঠ সবই রয়েছে। বাড়িটির ফটোগ্রাফি শেষে আমি পাশে থাকা বিলে কিছু ফুল দেখতে পেয়েছিলাম সেগুলোর ফটোগ্রাফি করার জন্য আমি বিলে নেমেছিলাম।
বিলের মাঝে নামার পর আমি দেখতে পেলাম বিলের মধ্যে অনেক কচুরিপানার ফুল হয়েছে যা দেখতে অসাধারণ লাগতেছে। কচুরিপানার ফুলের কারণে বিলের সৌন্দর্য অনেক গুণে বেড়ে গিয়েছে। এখানে আমি কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই কচুরিপানা বেশিরভাগ পুকুরে, বিলে ,নদী-নালার পানির মধ্যে দেখতে পাওয়া যায়। ফুলগুলোর পাপড়ি গুলো বেশিরভাগ সাদা বর্ণের এবং মাঝে মাঝে সাদা বর্ণের মাঝে নীল বর্ণের মাঝে হলুদ হয়ে থাকে যা দেখতে অবশ্য ভালই লাগে।
এবার উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি মূলত এক ধরনের কচুরিপানাই। এই কচুরিপানাটির নামটি অবশ্য আমার স্মরণ নেই। এই পানাটি বেশিরভাগ ফসলের জমিতে জন্মাতে দেখা যায়। শুকনো বিলেও এই পানা জন্মায়। এই পানার ফুলগুলো নীল বর্ণের হয়ে থাকে। এই পানার ফটোগ্রাফির চেয়ে উপরের কচুরিপানার ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। বিলের মাঝে ফটোগ্রাফি আমি শেষ করে হাতে একটি কচুরিপানার ফুল নিয়ে আমি ধান ক্ষেতের মাঝে চলে আসি।
হাতে থাকা কচুরিপানার ফুলটি দিয়ে আমি কয়েকটি সেলফি নিয়েছিলাম। এই ফুল দিয়ে সেলফি উঠালে অবশ্য ফটো ভালোই দেখা যায়। এই ফুলের পাপড়ি দিয়া আমি ফসলের মাঠ এবং আমবাগান কে পিছনে ফেলে উপরের ফটোগ্রাফিটি করেছিলাম। সেই দিন আকাশটাও ভালো ছিল অনেক এ কারণে আমার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে বলে আমি মনে করি। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার এই ফটোগ্রাফি গুলো। বর্তমানে আপনারাও এমন ফটোগ্রাফি করতে পারবেন আপনাদের বাসার আশপাশের খাল বিলে গিয়ে।
আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Device | Tecno spark 20c |
---|---|
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। কস্তুরী ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😍
ফসলের মাঠে ধান কাটতে গিয়ে অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আমিও সুযোগ পেলেই কাজের ফাকে ফাকে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপনার করা কচুরিপানার ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রৌদ্রোজ্জ্বল দিনের প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ সুন্দর লাগছে দেখতে। কচুরিপানা ফুলের ফটোগ্রাফি টা চমৎকার হয়েছে। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে দারুন এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
গ্রাম বাংলার প্রকৃতি থেকে ধারণ করা অনেক সুন্দর কিছু ঘটনাটি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের গ্রাম বাংলা ছবি দেখলে আসলে মনের মাঝে ভালো লাগা কাজ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথমত ফসলের মাঠের এই ছবিগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে এবং খুব সুন্দরভাবে আজকে আপনি পুরো বর্ণনাটা একটা দারুন ভাবে শেয়ার করেছেন। এই ধরনের পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।