You are viewing a single comment's thread from:

RE: মোখলেস ভাই || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

সবার প্রথমে আমি মোখলেস ভাইয়ের সুস্থতা কামনা করছি ৷তিনি যে আসলে সাবলিল চিন্তা ধারার মানুষ তাতে কোনো সন্দেহ নেই ৷আর এভাবেই ভালো থাকা যায়৷ মোখলেস ভাই দোকানের ব্যাবসা করছে ৷

ভাই আপনি ঠিক বলেছেন বর্তমান শহরে মানুষ যন্ত্রের চেও বেশি গতি তে চলছে ৷যদি দিন রাত একি হয় তাহলে আরো বেশি ভালো হতো ৷শুধু ছুটছে সুখ আর স্বাদ ছন্দে জীবন কাটানোর জন্য ৷কিন্তু আসলে কি সেই সুখ স্বাদ ছন্দে জীবন কাটাতে পারছে ৷সেই প্রশ্ন টা থেকেই গেলো৷

তবে আমার কাছে আপনার লেখা পড়ে যেটা মনে হচ্ছে ৷শহরের সব মানুষের চেয়ে মোখলেস ভাইয়ে অনেক সুখি মানুষ ৷যে কি না সাবলিল চিন্তা ধারার মাঝে বিরাজমান৷এতেই সুখী ৷
ভালো লাগলো মোখলেস ভাইয়ের গল্প শুনে ৷

Sort:  
 2 years ago 

এইটা ঠিক মোখলেস ভাই বেশ সুখী মানুষ একদিক থেকে কারণ তার আহামরি কোন চাহিদা নেই ।