সত্যিই দাদাভাই আপনার উপর অনেক দায়িত্ব রয়েছে। সত্যি মাঝে মাঝে ভাবি আপনি একা মানুষ কি করে এত কিছুর সামলে নেন। আশা করছি আপনার তিনটি একটিভ কমিউনিটির মত, বাকি তিনটি কমিউনিটিও পুরোদমে একটিভ হয়ে যাবে। যারা এ সকল কাজে নিয়োজিত আছে, আশা করছি তারা এই তিনটি কমিউনিটির বাকি কাজগুলো খুব সুন্দর ভাবে দায়িত্ব নিয়ে সম্পন্ন করতে পারবে। আর আপনি তো রয়েছেনই। এভাবেই অনেক দূর এগিয়ে যান দাদাভাই। অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো আপনার জন্য এবং আপনার সবগুলো কমিউনিটির জন্য।