"বেথলেহেমে যীশুর জন্মের আরো কিছু দৃশ্যের ফটোগ্রাফি"
নমস্কার
বেথলেহেমে যীশুর জন্মের আরো কিছু দৃশ্যের ফটোগ্রাফি :
ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়।এই দিনে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল একটি মেষ পালক বা গোয়ালঘরে।যেখানে সে মাতা মরিয়ম ও পিতা জোসেফের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন।
যিশু খ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন, যা জেরুজালেম থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত।অনেকেই মনে করেন জেরুজালেম কিন্তু তা নয়।যীশু খ্রীষ্টের জন্মের খবর পেয়ে হেরোদ তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের পাঠিয়ে দেন।
ঈশ্বরের দূতেরাও এখানে যীশুকে দেখতে আসেন।তো এই দিনে আমি গিয়েছিলাম বর্ধমান শহরের চার্চগুলি দেখতে।আর দুটি ঐতিহ্যবাহী চার্চ দেখিও বটে।যীশুর জন্মে পবিত্র ভূমির তারাগুলোও যেন খসে পড়েছিল মাটিতে।যেহেতু যীশুর জন্ম গোয়ালঘরে হয়েছিল তাই সেখানে অনেক প্রাণীর দৃশ্যও দেখা যায়।
এখানে সুন্দর কিছু মূর্তি তৈরি করা রয়েছে।যেমন উট, ছাগল,গরু,ভেড়া,ঘোড়া ইত্যাদি।এই দৃশ্যগুলি রাতের আলোকসজ্জাতে দারুণ ফুটে ওঠে।উটের পিঠে সুন্দর একটি সিংহাসনের দৃশ্যও দেখা যায়।
ঈশ্বরের দূত হিসেবে পরী নেমে আসে পৃথিবীতে।যীশুকে অনেকেই মেরে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয়।যিশুর জীবনের প্রত্যেকটি মুহূর্ত খুবই কঠিনভাবে পার করতে হয়েছে।যীশুর জীবনে বারবার প্রতারণার ঘটনা ঘটতে দেখা যায় তা তার বই পড়লে বেশ বোঝা যায়।
এই স্থানে অনেকেই ছবি তুলেছিলো নিজেদের।যদিও আমার তোলা হয়নি,কারণ আমি তাড়াতাড়ি করেই চার্চের ভিতরে জুতা খুলে প্রবেশ করেছিলাম।বিকেলের দিকে ভিড় হচ্ছিলো মানুষের, তাছাড়া এই চার্চের ভিতরে মাঠে মেলা বসেছিলো।বেশ কিছু দোকান বসেছিলো সেখানে।
যীশু এক আলোক বিন্দু হয়ে এসেছিলো অলৌকিকভাবে।যে মূলত ঈশ্বরের সন্তান, অনেক দুঃখ-কষ্ট সহ্য করেও কিভাবে সামনে এগিয়ে পথ চলতে হয় তা তার জীবনী পড়লে বেশ বোঝা যায় স্পষ্টভাবে।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
টাস্ক প্রুফ:
এমন কিছু জিনিস রয়েছে যেগুলো মানুষকে বোঝানোর জন্য বা ইতিহাস জানানোর জন্য সুন্দর কিছু উপস্থাপনা তৈরি করে জানার সুযোগ করে দেওয়া হয়। ঠিক তেমনি বড়দিনের জন্য অনেক স্থানে অনেক কিছুর ব্যবস্থা করে থাকে। এই থেকে যিশুর জন্ম নিয়ে অনেক কিছু জানা যায়। ঠিক তেমনি আজকে আপনি আমাদের মাঝে সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন। পাশাপাশি অনেক তথ্য শেয়ার করেছেন। খুব ভালো লাগলো এত কিছু জানতে পেরে।
আপনার সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।