এসো নিজে করি--"ভেজ চাউমিন রেসিপি"
নমস্কার
এসো নিজে করি--ভেজ চাউমিন রেসিপি:
অনেকদিন ধরেই রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।কারণ রেসিপি মানেই সময়সাপেক্ষ,তারপরও আজ একটি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েই গেলাম।আসলে তেলে ভাজা জিনিস খেতে আমরা সকলেই কম-বেশি পছন্দ করি।আর চাউমিন তার মধ্যে অন্যতম বলা যায়।দুপুরের টিফিন থেকে শুরু করে বিকেল কিংবা রাতের জলখাবার হিসেবে চাউমিনের নাম কিন্তু এসেই যায়।সেটা হোক ভেজ কিংবা নন ভেজ।কিন্তু আমি আজ তৈরি করেছি ভেজ চাউমিন,সেটাও আবার একটু শুকনো টাইপের করে।দোকানের চাউমিন জল জল বা তেল তেলভাবে তো আমরা সবসময় খেয়ে থাকি।আজ না হয় বাড়িতে স্বাস্থ্যকরভাবে বানিয়েই ফেললাম।যাইহোক এই চাউমিন রেসিপিটি তৈরির পর দেখতে যেমন সুন্দর লাগছিলো, খেতেও তেমনি সুন্দর হয়েছিল।এর স্বাদ অনেকটাই দোকানের মতোই লোভনীয় খেতে হয়েছিল।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন চাউমিন রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.গাজর-1/2 টি
3.পেঁয়াজ- 3 টি
4.কাঁচামরিচ - 5 টি
5.বরবটি-1/2 মুঠি
6.লবণ- 1.5 টেবিল চামচ
7.গরম মসলা গুঁড়া- 1/3 টেবিল চামচ
8.লাল মরিচ গুঁড়া - 1 টেবিল চামচ
9.জিরে গুঁড়া-1/2 টেবিল চামচ
10.সয়া সস-2 টেবিল চামচ
11.টমেটোর সস- 4 টেবিল চামচ
12.সাদা তেল-60 গ্রাম
13.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি প্রয়োজন মতো কাঁচা সবজি নিয়ে নিলাম।
ধাপঃ 2
এখন একটা বটির সাহায্যে সবজিগুলো কেটে কুচিয়ে নিলাম।তারপর জল দিয়ে ধুয়ে নিলাম।
ধাপঃ 3
এরপর চাউমিনগুলি প্যাকেট থেকে বের করে নিলাম।
ধাপঃ 4
এবারে চুলায় মিডিয়াম আঁচে একটি পরিষ্কার কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে মিশিয়ে নেব ।
ধাপঃ 5
এরপর জল হালকা গরম হয়ে গেলে সাদা তেল মিশিয়ে নিলাম কিছুটা।যাতে চাউমিনগুলি দলা পেকে না যায়।তো এখন চাউমিনগুলি গরম জলে দিয়ে সেদ্ধ করে নেব।
ধাপঃ 6
এখন চার থেকে পাঁচ মিনিট নেড়েচেড়ে চাউমিনগুলি সেদ্ধ করে নিলাম।
ধাপঃ 7
এবারে চাউমিনগুলি একটি ঝাকিতে ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে একটির সঙ্গে আরেকটি লেগে না যায়।
ধাপঃ 8
এরপর চুলায় পুনরায় কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম।
ধাপঃ 9
এবারে তেল হালকা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে বরবটি দিয়ে দিলাম।
ধাপঃ 10
এখন বরবটি হালকা ভেজে নিয়ে গাজর দিয়ে দিলাম।
ধাপঃ 11
এরপর দুটি সবজি হালকা সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে দিলাম এর মধ্যে।
ধাপঃ 12
এখন গুঁড়া মসলাসহ সমস্ত মসলা পরিমাণ মতো দিয়ে দিলাম বরবটি ও গাজর ভাজির মধ্যে।
ধাপঃ 13
এরপর সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করা চাউমিনগুলি ঢেলে দিলাম।
ধাপঃ 14
এবারে চাউমিনগুলি সবজির সঙ্গে মিক্সড করে নিলাম।
ধাপঃ 15
এখন পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম চাউমিনের মধ্যে।
ধাপঃ 16
এবারে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম চাউমিনের মধ্যে।
ধাপঃ 17
এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম একত্রে।তারপর একটি পাত্রে চাউমিনগুলি নামিয়ে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম চাউমিনের উপর থেকে।তো তৈরি করা হয়ে গেল আমার "ভেজ চাউমিন রেসিপি"।
পরিবেশন:
এখন এটি গরম গরম পরিবেশন করতে হবে।এটি দেখতে যেমন সুন্দর লাগছিলো তেমনি খেতেও দারুণ মজাদার হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভেজ চাউমিন রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে এবং ইউনিক মনে হচ্ছে। এভাবে কখনো রেসিপি তৈরি করা হয়নি। ধাপগুলো দেখে তৈরি করার ইচ্ছা জাগলো।
বেশ কিছু দিন পর রেসিপি তৈরি করার চেষ্টা করেছেন। ভেজ চাউমিন রেসিপি খেতে ভীষণ মজাদার লাগে। এধরনের লোভনীয় খাবার গুলো দেখলে তো লোভ সামলানো মুশকিল। অনেক সুন্দর করে রেসিপি উপস্থাপন করেছেন। আমিও শিখে নিলাম ধন্যবাদ আপনাকে।
আপু আপনি অনেক সময় নিয়ে যত্ন সহকারে ভেজ চাউমিন রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ভেজ চাওমিন এমন একটি খাবার যা সব পরিবেশেই ব্যবহার করা যায়। এই ভেজ চাওমিনটাও আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে ভেজ চাউমিনটা অনেক সুস্বাদু হয়েছিল । আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ভেজ চাউমিন রেসিপি তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা ভেজ চাউমিন রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেসিপি টি সম্পন্ন করেছেন। বেশ দারুন হয়েছে আপু।
ঠিক বলেছেন আপু তেলে ভাজা খাবার আমরা কমবেশি সবাই পছন্দ করি। তা যদি এরকম ভেজিটেবল চাউমিন হয় তাহলে তো কথাই নেই। চাউমিন খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে এরকম ভেজিটেবল দিয়ে রান্না করি। আপনার চাওমিনের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। দেখতেও লোভনীয় লাগছে।