প্রতিযোগিতা - ৬৬ || "শীতকালীন কিছু ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যদিও আমি পূর্বে ফটোগ্রাফি করা পছন্দ না করলেও এখন বেশ ভালো লাগে।তবে আমি এই ফটোগ্রাফি বিষয়ে একেবারেই দক্ষ নই, আমাদের কমিউনিটিতে অনেকেই প্রফেশনাল টাইপের ফটোগ্রাফি করে থাকেন।তাদের ফটোগ্রাফির কাছে আমার ফটোগ্রাফি একেবারেই নগণ্য।তবুও আমি চেষ্টা করেছি দেরিতে হলেও প্রতিযোগিতায় অংশ নিতে।কারন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার বরাবরই ভালো লাগে।আর এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমাদের কমিউনিটির সকল এডমিন ও মডারেটরদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।আমি এখানে শীতের সকালবেলাকার বেশ কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি।তো চলুন শুরু করা যাক---

শীতকালীন কিছু ফটোগ্রাফি:

শীতকাল আমার খুবই প্রিয়।কারন এই সময় যেমন ভ্রমনের জন্য উপযোগী, তেমনি নানারকম মজার মজার খাবার খাওয়ার তৃপ্তি,সঙ্গে লম্বা ঘুমের প্রশান্তি মেলে।হরেক রকম পিঠা-পুলি,শাক-সবজির বাহার শেষ করে নানা ধরনের ফুলের সমাহার এই শীতকালেই দেখতে পাওয়া যায়।সবমিলিয়ে যেন প্রকৃতি এক নতুন রূপে সেজে ওঠে।যদিও শীতকাল কিছু মানুষের জন্য অভিশাপস্বরূপ।তবে অধিকাংশ ভালো কিছুই এই শীতকালকে ঘিরে।

(শিশির ভেজা মাকড়সার জাল)

IMG_20241219_065159.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

শীতকালের ভোরে প্রচুর পরিমাণে মাকড়সার জাল দেখা যায়।যে জালগুলি মাকড়সা বুনে থাকে নিপুণতার সঙ্গে পোকামাকড় শিকার করে খাবার জন্য।গাছের ডালে কিংবা পাতায় বড় বড় মাকড়সার জাল বুনতে দেখা যায় কিন্তু মাটিতে অসংখ্য ছোট ছোট মাকড়সার জাল দেখা যায়।আমি এখানে ছোট মাকড়সার জাল মাটি থেকে তোলার চেষ্টা করেছি, যেটায় প্রচুর পরিমাণে শিশির বিন্দু জমেছিলো।

(কুয়াশায় মোড়ানো ভোর)

IMG_20241219_065509.jpg

IMG_20241219_065249.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

শীতের ভোর মানেই কুয়াশার চাদরে ঢাকা।দূরের গ্রাম কিংবা বাড়িঘরগুলি কুয়াশার চাদরে ঢেকে গেছে।গ্রামটি কুয়াশায় মোড়ানো এক ধোঁয়াময় জগতের সৃষ্টি করেছে।গাছের মাথাগুলি স্বউচ্চে দাঁড়িয়ে রয়েছে কালো রঙে।

(উদ্ভিদের উপর জমা শিশিরকণা)

IMG_20241219_065352.jpg

IMG_20241219_065337.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

শীতকালের সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে শিশির কণা জমে থাকা ঘাস কিংবা বিভিন্ন ছোট বড় উদ্ভিদের পাতার উপর।তেমনি ঘাসের উপর ও উদ্ভিদের পাতার উপর জমে থাকা শিশিরকণাগুলি জমা হয়ে বিন্দুর আকার ধারণ করেছে আর টুপটুপ করে মাটিতে ঝরে পড়ছে।

(শীতকালে গ্রামীণ জনজীবন ও সূর্যোদয়)

IMG_20241219_065222.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

শীতকালে গ্রামীন জনজীবন অনেকটা কর্মমুখর বা কর্মব্যস্ত হয়ে থাকে।কারন এই সময় মানুষ মাঠে নানা ধরনের ফসলের কাজ করে থাকে,তেমনি ফসল কেটে বাঁধার কাজ করছে একজন আদিবাসী মহিলা।দূরের কুয়াশা বিদায় নিয়ে ধীরে ধীরে মিষ্টি সূর্য উঁকি দিচ্ছে আকাশে।

(শীতের দুটি ফুল)

IMG_20241219_065409.jpg

IMG_20241219_065430.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

শীতকালে হাজারো ফুলের সমাহার দেখা যায়।তার মধ্যে সকলের পরিচিত গাঁদা ফুল অন্যতম।আমি এখানে একটি বড় গাঁদার ছবি সংগ্রহ করেছি এবং শীতকালীন জনপ্রিয় সবজি শিম ফুলের ছবি সংগ্রহ করেছি। আমাদের শিম গাছে সবে ফুল ফুটছে,পরবর্তীতে ফলে পরিণত হবে।

(ধোঁয়ামাখা শীতের প্রকৃতি)

IMG_20241219_065300.jpg

ডিভাইস: poco m2
লোকেশন

শীতের সকালের প্রকৃতি ধোঁয়াময়।ক্যানেলের জল থেকে কুন্ডলি পাকিয়ে উড়ে যাচ্ছে কুয়াশাগুলি।মনে হচ্ছে মাটির নিচের গর্ত থেকে উঠে প্রকৃতিতে জমাট বাঁধছে সাদা রঙের কুয়াশাগুলি।দূরের খেজুর গাছগুলো অধীর আগ্রহে দাঁড়িয়ে অপেক্ষা করছে গাছিদের জন্য।কিন্তু বর্তমানে গাছিদের বড্ড বেশি অভাব।

(শীতের রক্তিম সূর্যাস্ত)

IMG_20241219_065132.jpg

ডিভাইস: redmi note 10 pro max
লোকেশন

শীতের বিকেলগুলি আলাদা অনুভূতির সৃষ্টি করে।কারন সন্ধ্যার ঠিক আগে সূর্য লাল আভাময় প্রকৃতির সৃষ্টি করে, উজ্জ্বল গোলাকার সূর্যটি ধীরে ধীরে প্রকৃতির থেকে মুখ লুকিয়ে নিয়ে অন্ধকারে ছেয়ে দেয়।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়প্রতিযোগিতা - ৬৬শীতকালীন কিছু ফটোগ্রাফি
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2 এবং redmi note 10 pro max
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান,পালসিট

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 5 days ago 

টাস্ক প্রুফ:

GridArt_20241219_230900731.jpg

IMG_20241219_205035.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

আপনার ফটোগ্রাফি অসাধারণ ছিল । শীতের প্রকৃতি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক দিন পরে মাকড়সার জাল দেখতে পেলাম। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

শীতকালীন ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে দিদি। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শীতকালীন ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ দিদি সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 5 days ago 

অনেক সুন্দর করে আপনি বেশকিছু শীতকালীন দৃশ্যের ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো একেবারে মুগ্ধ হওয়ার মতো ছিল। যতই দেখছিলাম ততই খুব ভালো লাগছিল। শীতের সময় বিভিন্ন রকম দৃশ্যগুলো দেখলেই মনটা ভরে যায়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লেগেছে।

 5 days ago 

শীতকালের দারুন দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে। ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে। শীতের সকালে ঘাসের ডগাই শিশির ফোঁটা দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। শীতের বিকেলের রক্তিম সূর্যের সূর্যাস্তের মুহূর্ত দেখতে বেশ ভালো লাগলো। সুন্দর কয়েকটি ফটোগ্রাফি সহ বিস্তারিত বর্ণনা করেছেন। পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো।

 5 days ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। আপনি শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে শীতকালের দৃশ্য গুলো খুবই ভালোভাবে উপভোগ করা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলেন। শীতের প্রকৃতির দৃশ্য গুলো যেন ফুটিয়ে তুলেছেন এই পোস্টের মাধ্যমে।

 3 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। শীতকালের দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।প্রত্যেকটি ফটোগ্রাফি মুগ্ধ করার মত ছিল। অনেক ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।