"এখনো কিছু জায়গায় রয়েছে সেই পুরোনো প্রথা"
নমস্কার
এখনো কিছু জায়গায় রয়েছে সেই পুরোনো প্রথা:
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আসলে অনেকদিন হলো শিক্ষনীয় বিষয় নিয়ে কিছুই লেখা হয়না।তাই আজ আমি আপনাদের সঙ্গে সেই মানুষদের পুরোনো ধ্যান-ধারণা সম্পর্কে অনুভূতি শেয়ার করবো।যেখানে মানুষ পুরোপুরি সেই প্রথাকে বিলুপ্ত করতে পারেনি বরং পুরোনো প্রথা এখনো চালু রেখেছে।।এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি। যাইহোক তো চলুন শুরু করা যাক----
চলছে পৌষ মাস।পিঠা পুলির আনন্দে চারিদিক রমরমা ভাব একেবারেই, কিন্তু দেখুন দূরের খেজুর গাছগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে গাছিদের অভাবে।ছোটবেলাকার সেই মাছি ভনভন করা রসের ভাড় থেকে আর খাওয়া জোটে না রস সাঁঝসকালে।এখনের দিনগুলো খুবই অদ্ভুতভাবে পাল্টে গেছে, পাল্টে গেছে মানুষের ধ্যান-ধারণা,আচার-আচরণ এবং রীতি-রেওয়াজের দাঁড়িপাল্লা।তারপরও কিছু ধ্যান-ধারণা মানুষের হৃদয়ে এখনো বসত করে, বসত করে মানুষের মস্তিষ্কে।চাইলেই আমরা বিলুপ্ত করতে পারি আবার না নিজের মতের প্রাধান্য।যাইহোক মাঠের ফসল বাড়ি তোলা শেষ হয়েছে, আর নতুন ধান বোনার সময় চলছে।সেই ধান বুনে কচি ধানের সবুজ রঙের পাতাগুলো মাথাচাড়া দিয়ে উঠবে মাটি ভেদ করে।
সমাজ কিংবা মানুষের মধ্যে পুরোনো চিন্তাগুলো সম্পূর্ণভাবে নির্মূল করা যায়নি।মানুষ পুরনোকে আগলে রাখতে বড্ড ভালোবাসে।যেমনটা-আমরা আমাদের পুরোনো স্মৃতি আগলে বেঁচে থাকতে চাই বছরের পর বছর।অথচ সেটার কতটুকু গুরুত্ব রয়েছে সেটা দেখার প্রয়োজন
মনে করি না।তাইতো এতটা আধুনিকতার যুগে দাঁড়িয়েও এখন বলদ দিয়ে লাঙলের চাষ করা হচ্ছে।বলদগুলি এখনকার সমাজ থেকেও মুক্তি পায়নি,যেখানে আধুনিকতার ছোঁয়ায় উন্নত সব প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।
পূর্বে একটা সময় ছিল, যখন বলদদের নিজের সন্তানতুল্য মনে করা হতো।বিনিময়ে সন্তানের দায়িত্ব পালন করতো বলদগুলি মৃত্যুর আগ পর্যন্ত।শরীরের পাজরগুলি গোনা গেলেও লাঙলের হাল ছাড়া বন্ধ হয়নি বলদের।যাইহোক যে প্রথা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।কিন্তু পরশুদিন হঠাৎ দেখলাম একজন দুটো বলদ গরু নিয়ে লাঙল দিয়ে জমি চাষ করছে।অল্প জায়গায় ধানের বীজ বপন করবে বলে কাদা করে নিচ্ছে লাঙল চাষ প্রথার পদ্ধতি অবলম্বন করে।যেটা এখন খুবই কম চোখে পড়ে, তেমনি কিছু কুসংস্কার রয়েছে যেটা আধুনিকতার মধ্যেও মানুষের আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে মস্তিষ্ক জুড়ে।তাই এই লাঙল প্রথাও টিকে রয়েছে কিছু মানুষের মনে, যেটা পুরোপুরি মুছে যায়নি গ্রামবাংলার থেকে।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for following our account.
টাস্ক প্রুফ: