স্বরচিত কবিতা: কবে তুমি খোলা মনে হাসবে?
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি লেখা হয়েছে আঘাতকে কেন্দ্র করে।কথায় বলে--যাকে তুমি সবথেকে বেশি বিশ্বাস করবে,ভালোবাসবে সেই তোমাকে বেশি কষ্ট/আঘাত দেবে।এখানে ভালোবাসার মানুষ বলতে শুধুমাত্র সঙ্গীকে কখনোই বোঝানো হয়নি সেটা কাছের যে কেউ হতে পারে।আর এই আঘাত দেওয়ার পিছনে কিছুটা সমাজের প্রভাবও বিদ্যমান থাকে।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
কবে তুমি খোলা মনে হাসবে?
অনেকটা সম্মান আর আমার ক্ষুদ্র মায়াজাল,
তোমার কষ্টগুলি প্রতিনিয়ত দেখেছি চোখের সম্মুখে
খুবই কম মূল্য তুমি পেয়েছো সততা আর পরিশ্রমে।
আমি অনুভব করি, কবে তুমি খোলা মনে হাসবে?
ঠিক কবে এই রক্তক্ষরণের দিনগুলো শেষ হবে?
কবেই বা এই পরিশ্রমভরা কষ্টগুলোর অবসান ঘটবে?
সব প্রশ্নের একটিই উত্তর যেন মুখ লুকিয়ে
অপেক্ষায় অপেক্ষায় দিবানিশি কাটে,
প্রতীক্ষারত চারাগুলি এখন অনেকটাই স্বনির্ভর
শুধুই কষ্টগুলোর ঘোর নির্বাসন দিয়ে প্রয়োজন সামাজিক সম্মান।
অবিদ্যমানতা নেই খাদ্যের, জ্বালানি কিংবা খড়-কুটোর
টানাটানি কেবল মানসিকতা আর সুন্দর পরিবেশের,
ভাবুক মানুষের কলহভরা সেই উপদেশের
আছে শুধুই শূন্যেভাসমান চিন্তাহীন উড়ন্ত মানুষের।
এখানে গভীরতার অর্থ কেউ খোঁজে না
সাদা জীবনের মধ্যে ধূসর কালো জীবনের ছাই ওড়ে,
তোমার প্রতিভা চুরি করে তোমাকেই চোখ রাঙাবে
মিথ্যে আর প্রতারণার সাগরে গা ভাসিয়ে করবে একরাশ সমালোচনা।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টাস্ক প্রুফ:
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আপু আপনি বলেন যে আপনি ভালো লেখক না কিন্তু সবসময় খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে ভালোই লাগে। আপনার আজকের কবিতাটি খুবই সুন্দর হয়েছে। তাছাড়া ঠিকই বলেছেন ভালোবাসার শুধু কাছের মানুষকে বোঝায় না। সবার ক্ষেত্রেই ভালোবাসা কথাটি প্রযোজ্য। যাই হোক ভালো লাগলো কবিতাটি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুবই দারুণ একটা কবিতা লিখেছেন আপনি। আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে যখন সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারি। আমি নিজেও মাঝে মাঝে কবিতা লিখার অনেক বেশি চেষ্টা করি। কিন্তু আপনাদের মত হয়তো এত সুন্দর হয় না। প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা কবিতা আবৃত্তি করতে পেরে। কবিতা মনের কথা বলে। মনের আবেগ অনুভূতি খুব সুন্দর ভাবে ব্যক্ত করা যায় কবিতার লাইনে লাইনে। বেশি দারুন ছিল কবিতাটা।
আপনার লেখা কবিতা আমার অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর কবিতা লেখেন, কবিতার ভাষাগুলো অসাধারণ হয়। আজকের কবিতার ভাষা আমার কাছে অনেক ভালো লেগেছে।
সমাজের কিছু মানুষের বাস্তব কথাগুলিকে তুলে ধরেছেন আপনি আপনার কবিতার মাধ্যমে। আসলেই কিছু মানুষ রয়েছে যাদেরকে আপনি আপন ভেবে মনে ঠাঁই দিবেন তারাই আপনাকে দিনশেষে আঘাত করে চলে যাবে। আপনার মনে বসে আপনার অর্জিত বিদ্যা ব্যবহার করে শেষে আপনাকে সেই বিদ্যার জোরে আপনাকেই আঘাত করে বিদায় নিবে এমনকি আপনার বিষয়ে মন্দ কথা বলতে দ্বিধাবোধ করবে না। এটাই হলো সব থেকে বড় সত্য যা আপনার কবিতায় স্পষ্ট ভাবে প্রকাশ পেয়েছে। এরকম বাস্তবধর্মী কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
যাকে বেশি বিশ্বাস ও ভালোবাসা যায় সেই বেশি কষ্ট দেয় একদম ঠিক বলেছেন আপু।
আপনি প্রকৃতি ও বাস্তবতা নিয়ে লিখতে ভালোবাসেন জেনে অনেক ভালো লাগলো। তবে আজকের কবিতাটিও অসম্ভব পরিমাণ ভালো লেগেছে আমার।প্রতিটি লাইন যেন হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
দিদি আপনি সব সময় খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন যেগুলো অনেক ভালোলাগে পড়তে। আঘাতকে কেন্দ্র করে কবিতাটা লেখায় আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এরকমটা টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে অনেক সুন্দর হয়। আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।
সত্যি অসাধারণ।দারুন লিখেছেন আপনি কবিতা টা আপু। পড়ে বেশ লাগল। সাথে সাথে নিজের মধ্যে অন্যরকম একটা অনূভুতি তৈরি হলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।