স্বরচিত কবিতা: কবে তুমি খোলা মনে হাসবে?

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।দুইদিন ধরে এতটাই মাথাব্যথা করছে যে ফোনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতেই পারছি না।ফলে পোষ্ট, কমেন্ট কিছুই করতেও পারিনি,যাইহোক আজ চলে আসলাম তাই সকাল সকাল আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

pexels-photo-4130120.jpeg
সোর্স

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটি লেখা হয়েছে আঘাতকে কেন্দ্র করে।কথায় বলে--যাকে তুমি সবথেকে বেশি বিশ্বাস করবে,ভালোবাসবে সেই তোমাকে বেশি কষ্ট/আঘাত দেবে।এখানে ভালোবাসার মানুষ বলতে শুধুমাত্র সঙ্গীকে কখনোই বোঝানো হয়নি সেটা কাছের যে কেউ হতে পারে।আর এই আঘাত দেওয়ার পিছনে কিছুটা সমাজের প্রভাবও বিদ্যমান থাকে।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

কবে তুমি খোলা মনে হাসবে?


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

অনেকটা ভালোবাসি তোমায়
অনেকটা সম্মান আর আমার ক্ষুদ্র মায়াজাল,
তোমার কষ্টগুলি প্রতিনিয়ত দেখেছি চোখের সম্মুখে
খুবই কম মূল্য তুমি পেয়েছো সততা আর পরিশ্রমে।
আমি অনুভব করি, কবে তুমি খোলা মনে হাসবে?
ঠিক কবে এই রক্তক্ষরণের দিনগুলো শেষ হবে?
কবেই বা এই পরিশ্রমভরা কষ্টগুলোর অবসান ঘটবে?
সব প্রশ্নের একটিই উত্তর যেন মুখ লুকিয়ে
অপেক্ষায় অপেক্ষায় দিবানিশি কাটে,
প্রতীক্ষারত চারাগুলি এখন অনেকটাই স্বনির্ভর
শুধুই কষ্টগুলোর ঘোর নির্বাসন দিয়ে প্রয়োজন সামাজিক সম্মান।
অবিদ্যমানতা নেই খাদ্যের, জ্বালানি কিংবা খড়-কুটোর
টানাটানি কেবল মানসিকতা আর সুন্দর পরিবেশের,
ভাবুক মানুষের কলহভরা সেই উপদেশের
আছে শুধুই শূন্যেভাসমান চিন্তাহীন উড়ন্ত মানুষের।
এখানে গভীরতার অর্থ কেউ খোঁজে না
সাদা জীবনের মধ্যে ধূসর কালো জীবনের ছাই ওড়ে,
তোমার প্রতিভা চুরি করে তোমাকেই চোখ রাঙাবে
মিথ্যে আর প্রতারণার সাগরে গা ভাসিয়ে করবে একরাশ সমালোচনা।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 5 days ago 

টাস্ক প্রুফ:

GridArt_20241229_073031838.jpg

IMG_20241229_073103.jpg

 5 days ago 

আপু আপনি বলেন যে আপনি ভালো লেখক না কিন্তু সবসময় খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে ভালোই লাগে। আপনার আজকের কবিতাটি খুবই সুন্দর হয়েছে। তাছাড়া ঠিকই বলেছেন ভালোবাসার শুধু কাছের মানুষকে বোঝায় না। সবার ক্ষেত্রেই ভালোবাসা কথাটি প্রযোজ্য। যাই হোক ভালো লাগলো কবিতাটি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

খুবই দারুণ একটা কবিতা লিখেছেন আপনি। আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে যখন সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারি। আমি নিজেও মাঝে মাঝে কবিতা লিখার অনেক বেশি চেষ্টা করি। কিন্তু আপনাদের মত হয়তো এত সুন্দর হয় না। প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

 5 days ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা কবিতা আবৃত্তি করতে পেরে। কবিতা মনের কথা বলে। মনের আবেগ অনুভূতি খুব সুন্দর ভাবে ব্যক্ত করা যায় কবিতার লাইনে লাইনে। বেশি দারুন ছিল কবিতাটা।

 5 days ago 

আপনার লেখা কবিতা আমার অনেক ভালো লাগে। এত সুন্দর সুন্দর কবিতা লেখেন, কবিতার ভাষাগুলো অসাধারণ হয়। আজকের কবিতার ভাষা আমার কাছে অনেক ভালো লেগেছে।

 5 days ago 

সমাজের কিছু মানুষের বাস্তব কথাগুলিকে তুলে ধরেছেন আপনি আপনার কবিতার মাধ্যমে। আসলেই কিছু মানুষ রয়েছে যাদেরকে আপনি আপন ভেবে মনে ঠাঁই দিবেন তারাই আপনাকে দিনশেষে আঘাত করে চলে যাবে। আপনার মনে বসে আপনার অর্জিত বিদ্যা ব্যবহার করে শেষে আপনাকে সেই বিদ্যার জোরে আপনাকেই আঘাত করে বিদায় নিবে এমনকি আপনার বিষয়ে মন্দ কথা বলতে দ্বিধাবোধ করবে না। এটাই হলো সব থেকে বড় সত্য যা আপনার কবিতায় স্পষ্ট ভাবে প্রকাশ পেয়েছে। এরকম বাস্তবধর্মী কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 5 days ago 

যাকে বেশি বিশ্বাস ও ভালোবাসা যায় সেই বেশি কষ্ট দেয় একদম ঠিক বলেছেন আপু।
আপনি প্রকৃতি ও বাস্তবতা নিয়ে লিখতে ভালোবাসেন জেনে অনেক ভালো লাগলো। তবে আজকের কবিতাটিও অসম্ভব পরিমাণ ভালো লেগেছে আমার।প্রতিটি লাইন যেন হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 5 days ago 

দিদি আপনি সব সময় খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন যেগুলো অনেক ভালোলাগে পড়তে। আঘাতকে কেন্দ্র করে কবিতাটা লেখায় আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। এরকমটা টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে অনেক সুন্দর হয়। আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।

 4 days ago 

ভাবুক মানুষের কলহভরা সেই উপদেশের
আছে শুধুই শূন্যেভাসমান চিন্তাহীন উড়ন্ত মানুষের।
এখানে গভীরতার অর্থ কেউ খোঁজে না

সত্যি অসাধারণ।দারুন লিখেছেন আপনি কবিতা টা আপু। পড়ে বেশ লাগল। সাথে সাথে নিজের মধ্যে অন‍্যরকম একটা অনূভুতি তৈরি হলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।