You are viewing a single comment's thread from:

RE: সংগ্রামে প্রণয় (My Original Bengali Poetry "Love in Conflict")

in আমার বাংলা ব্লগ3 years ago

কবিতাটি খুবই যুক্তিসঙ্গত ও নিজস্ব বাস্তবধর্মী।আমি এটি পড়ে যেটা বুঝলাম -- সবার মনে ভালোবাসা নামের একটি ফুল থাকে।কিন্তু তার সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা হয় নি অর্থাৎ ভালোবাসার মূল্যায়ন করা হয় নি।ফলে আমরা অনেকসময় ভালোবাসায় ব্যর্থ ও অবাঞ্ছিত হই।কিন্তু একদল মানুষ সমালোচনায় ব্যস্ত থাকে সর্বদা এবং ভালোবাসার মানুষটিও স্বার্থপরতার পরিচয় দেয়।তখন আমাদের মনে শুধু আঘাতে আঘাতে হিংসার সৃষ্টি হয়।হিংসা, দাম্ভিকতা মানুষকে ধ্বংসের পথ দেখায় এবং নিঃস্ব করে দেয়।আমরা সমালোচনার মাঝে আবার নতুন ভাবে বাঁচতে বা জেগে উঠতে পারি শুধুই দরকার বিশ্বস্ত একটি ভালোবাসার মানুষকে।
আমার সারমর্ম লেখাতে ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দাদা।ধন্যবাদ আপনাকে।