You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে :জীবন থেকে নেওয়া

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

অসাধারণ ও বাস্তবধর্মী কবিতা দাদা।কবিতাটির গভীরতা অনেক, তবে আমার সল্প জ্ঞানে যা বুঝেছি তা হলো---কখনো কবিতার মাঝে ফুটে উঠেছে বেকার যুবকের হতাশা, অপেক্ষা ও ব্যর্থ ভালোবাসার কথা।কিন্তু দিনের শেষে সব মানুষ বড়োই একা ,শুধুই একজন ভালো মানুষ চিনে তাকে দেখে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।প্রত্যেক মানুষের মধ্যে আলাদা আলাদা চিন্তাধারা ও জীবনকাহিনী লুকিয়ে আছে।সকল মানুষের সব আশা পূরণ হয় না সে কোনো না কোনোভাবে শত আনন্দের মধ্যে ও দুঃখকে খুঁজে পায়।তবুও সংগ্রামের মধ্যে দিয়ে বেঁচে থাকার প্রবল ইচ্ছা নিয়ে সুন্দর সকালে নতুনভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করে।

জানি না কতটুকু ঠিক বললাম! ধন্যবাদ দাদা।