অসম্ভব সুন্দর কবিতা।দারুণ অর্থবহ ফুটে উঠেছে।বৃষ্টির জলের সঙ্গে অশ্রুর জলের অফুরন্ত মিল তুলে ধরা হয়েছে।যেখানে বৃষ্টির জলের ফোঁটার কোনো রং,বর্ন, স্বাদ ও গন্ধ নেই তেমনি অশ্রুর জলেও নেই।বৃষ্টির টিপটিপ শব্দের মাঝে অশ্রুর হাহাকার ভরা কান্না কোথায় লুকিয়ে যায়।নিজের চোখের জল ও বৃষ্টির জলে মিশে একাকার হয়ে ঝরে পড়ে।সেই জল নদীতে গিয়ে মিশে যায়।খুবই সুন্দর লেখনী।ধন্যবাদ দাদা।