দাদা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।আপনার বাল্যকালের হোলি খেলার গল্প পড়তে আমার বেশ মজা লাগছিল।সত্যিই কি অবস্থায় না হয়েছিল আপনার সেদিন গোপীর আক্রমণে ভেবেই হাসি পাচ্ছে।ছেলেবেলাটা সত্যিই মধুর হয় বন্ধুদের সঙ্গে।তবে আবারো যে আপনি দল গঠন করে রং খেলায় মেতে উঠেছিলেন এটি খুবই ভালো স্মৃতি বহন করেছে।তাছাড়া এইরকম পরিস্থিতিতে আমার মা-বাবা ও কোনো বায়না শুনতো না ,উল্টে কষে দিত দুই এক থাপ্পড় সজোরে ঠিক আপনার মায়ের মতো।অথচ যারা অন্যায় করেছে তাদের কিছুই হতো না।খুবই মনে পড়ে এই স্মৃতিগুলো আমার ও।ভালো থাকবেন দাদা,ধন্যবাদ আপনাকে।