খুব সুন্দর হয়েছে আপু আপনার কবিতাটি।সেই ছোটবেলার বর-বউ সাজিয়ে খেলা করার শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেল।দিনগুলো সব হারিয়ে গেছে জীবন থেকে।
ভালবাসায় তিক্ততা আসবে,মানুষ দুটোর মাঝে ভুল বোঝাবুঝি আসবে,কখনো বা আবার বিচ্ছেদের মত কঠিন একটা সিদ্ধান্তের মুখোমুখি দাড়াবার পরিস্থিতিও আসতে পারে। তাই বলে যে ভালবাসাটা মিথ্যা ছিল কিংবা ভুল ছিল তা কিন্তু নয়।
আপনার সঙ্গে আমি সহমত আপু,একদম ঠিক বলেছেন।তাছাড়া আপনার অনুভূতিগুলো খুব সুন্দর ও বাস্তবিক ছিল।ধন্যবাদ আপনাকে।
আশা করছি ভালো আছেন দিদি। সুন্দর করে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।