You are viewing a single comment's thread from:

RE: কবিতা "আমার ক্যালেন্ডার এখন মৃত্যু উপত্যকা"

in আমার বাংলা ব্লগ8 months ago

আপনার মনের গভীর ব্যথা ও কষ্ট নিয়ে লেখা আজকের কবিতাখানি যখন পড়ছিলাম তখন চোখের কোণ আপনিই ভিজে গেল।আমার হারানো প্রিয়জনের কথাগুলোও মনে জেগে উঠছিলো।আসলে প্রিয়জন হারানোর যন্ত্রনা মৃত্যুসম কষ্টের।যা মনকে রক্তাক্ত করে দিয়ে সারাজীবন বয়ে বেড়াতে হয়।আর ক্যালেন্ডারগুলি রক্তময় কালিতে ছেয়ে যায় ধীরে ধীরে।তবুও এই কঠিন পরিস্থিতিকে আমাদের মেনে নিতে হবে।মনকে শক্ত করতে হবে অন্য প্রিয়জনকে আগলে রাখার জন্য।ধৈর্য্য ধারণ করুন দাদা,আমরা সবসময় আপনার পাশে আছি।এটা কখনোই ঠিক হওয়ার নয় জানি তবুও আশা করি সব কঠিন পরিস্থিতি পেরিয়ে যাবে।।

New to Steemit?