You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৫
তুমি কি জানো !
আমার হৃদয়ে এত ক্ষত কেন?
অবেলায় গাছের ফুলগুলো ঝরে পড়েছে কেন?
পাখির কলকাকলির কলরবে------
সমুদ্রের ঢেউ এত গর্জে ওঠে কেন?
তুমি কি জানো !
আমার মনে কে রংধনুর রং একে দেয়?
আমার হৃদমাঝারে কে বাঁশি বাজায়?
আমার নিজস্বতাকে নিয়ে,
কে স্বপ্নের দেশে পাড়ি দেয়?
তুমি কি জানো !
দারুন লিখেছেন আপু।
ধন্যবাদ ভাইয়া।