You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯৫

in আমার বাংলা ব্লগ7 months ago

বিশাল পৃথিবীতে আমি খুঁজি
ভিড়ের যানজটে হৃদয়ের অন্ত্যমিল,
মানুষের ছল-চাতুরির উজ্জ্বলতায়
খুঁজে পেয়েছি শুধুই মিথ্যে অনুভূতির খিল।

সুবিশাল আকাশের নিচে তৃপ্তি মেলে
মনের নীরবতা ও ব্যাকুলতাকে সঙ্গে নিয়ে।
রাতের অন্ধকার বলে দেয় সেই একাকিত্বের অর্থ
তবুও এই পৃথিবী আমার,ভালোবাসার অনুভূতিরাই ব্যর্থ।।