You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৫
শহরতুলিটা আজ আঁধারে ঢাকা
কারো গল্প শোনার নেই কেউ,
ভালোবাসাগুলি ভুগছে দুর্বলতায়
চিন্তার ভাঁজ,বইছে নাটকের ঢেউ।
বন্ধনগুলি বিচ্ছিন্নতায় ধুকছে
হৃদয়টা মরুভূমির মতো হাহাকারে ফুঁসছে,
ভালোবাসার স্থিরতা বজায় রেখো
হিংস্রতার মাঝেও তুমি প্রফুল্লে থেকো।।
চার দেয়ালের মাঝে সবাই বন্দী। হাজার লোকের ভিড়ে সবাই একা। হয়তো অচেনা শহরে কেউ কারো কথা শোনে না। অসাধারণ লিখেছেন আপু।
অনেক সুন্দর মন্তব্য করেছেন, আসলেই বাস্তবতা এমনই।ধন্যবাদ আপনাকে।
অসাধারণ হইছে আপু, বেশ সুন্দর লিখেছেন আপনি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
দিদি আপনার অনু কবিতাগুলো পড়লে সত্যি মুগ্ধ হয়ে যায়। এক কথায় অসাধারণ লিখেছেন পড়ে ভালো লাগলো।
আপনার উৎসাহভরা মন্তব্য দানের জন্য ধন্যবাদ দাদা।