You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৪

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যারিকেনের স্বচ্ছ কাচগুলিতে জমেনা কালি
গোধূলী সন্ধ্যেগুলি হয়েছে চোরা বালি,
নতুনের মাঝে হারিয়ে গেছে চেনা-অচেনারা
হেঁটে চলেছি দূরের গন্তব্যে হয়ে মাতোয়ারা।

রঙিন ছেলেবেলাগুলিতে জমেছে ধুলো
কেমন ছিল ছেলেবেলার খেলাগুলো,
আজো কী আছে সমস্ত ঘোড়া দৌড়
কাঠি লজেন্সের সেই পুতুলমেলার ভোর?