You are viewing a single comment's thread from:

RE: ছুটির দিনে বাবার সাথে বাচ্চাদের কাটানো দিনটি

in আমার বাংলা ব্লগyesterday

আপনার বর্ণনা অনুযায়ী আপনার বাচ্চারা খুবই কম সময় পায় বাবার সঙ্গে সময় কাটানোর।আসলেই ছুটির দিনে এক অন্যরকম আনন্দ কাজ করে সকলের মনে।তবে সপ্তাহে দুইদিন ছুটি থাকে জেনে ভালো লাগলো, আশা করি দারুণ সময় পার করেছে দুজনে মিলে।বড় বড় লঙ্কাগুলি খেতে ঝাল লাগে না?

Sort:  
 yesterday 

আপু এটি কাঁচা মরিচ নয়, নামটি ভুলে গিয়েছি।স্বাদে একটু টকটক, খেতে দারুন স্বাদের।

 yesterday 

বুঝলাম, অনেক ধন্যবাদ আপু।

 13 hours ago 

না ওইগুলোকে চিলি পেপার বলে। Chilli pepper. রাজস্থানী গুজরাটি বা সাউথ ইন্ডিয়াতে তুমি গেলে দেখবে ওরা সবাই মিরচি ভাজি বা ভরওয়া মিরচি খায়। সেগুলো আসলে এরকমই ক্যাপসিকাম এর মতন অনেকটা তবে লম্বা লম্বা বড় বড় ফোলাফোলা লঙ্কার মত হয়। এর আচারও হয়।

 12 hours ago 

আচ্ছা দিদি,চায়নারাও খুব খায় দেখেছি ভিডিওতে এগুলো।