You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭১

in আমার বাংলা ব্লগ25 days ago

অনুগল্প:

সেই কবে থেকে বলছি সাইকেল চালানো শিখবো, তবে তাতে আবার নাকি কয়েক ফোঁটা রক্ত ঝরাতে হবেই হবে।এর মধ্যে আমাদের মমতা পিসি আবার সরকারি সাইকেল দিয়েও দিয়েছেন স্কুলে পড়ার সময়ে।এখন সেই সাইকেল খানিক মেরামত করে নেওয়ার কাজ বাকি,ঠিক করেই শিখে নেব এমন ভাবনা আমার মনে।সরকারি সাইকেল দেখলেই মানুষ হাজার টাকা হাতে গুঁজে কিনে নিতে চায়।তেমনি এমন কয়েকজনের দৃষ্টি থেকে আমার সাইকেল ও বাদ পড়েনি।কিন্তু আমি বিক্রি করিনি,আমার সাইকেল চালানো শেখা হয়নি মাঠ বের হলেই মাঠে সাইকেল চালানো শিখে নেব সাইকেল ঠিক করে।ইতিমধ্যে কয়েকজন আমাদের চেনা বিবাহিত বৌদি পাঁচিলের গাঁয়ে ধাক্কা খেয়েও সুন্দর সাইকেল চালানো শিখে গিয়েছে।☺️☺️কিন্তু আমার স্বপ্ন সেই স্বপ্ন-ই রইয়ে গিয়েছে।সাইকেল মেরামত করা তো হলো-ই না আর সঙ্গে সাইকেল চালানো শেখাটাও।তবে কোনো একদিন অবশ্যই এই স্বপ্ন পূরণ করবো আমি।।