কেকটি দেখে ভাবলাম আপনার বোন মনে হয় যীশুখ্রিস্টের জন্মদিনেই জন্মগ্রহণ করেছিল, যেটা খুবই ভালো দিন।কিন্তু শেষের কথাগুলো পড়ে মজা লাগলো, কয়েকদিন পর পর বার্থডে কেক লাগে।☺️☺️এটা কিন্তু দারুণ, তাতে আপনাদেরও কেক খাওয়া হয়ে যায় ওই সুবাদে।যাইহোক শীতকালে সময় খুঁজে পাওয়া আসলেই মুস্কিল আপু,ইউনিভার্সিটির ক্লাস শেষ করে আমিও ঠিক কোনো সময় পাই না।টুকিটাকি শপিং দেখে ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে।