পেটের সমস্যা নিয়ে আমার চেম্বারে আগত কিছু রুগীর ছোট ছোট গল্প
একজন চল্লিশোর্ধ রুগী এসেছিলেন, সাথে আরো দুই জনকে নিয়ে। বিগত সপ্তাহখানেক ধরে পেটে ব্যথা। বেশ ভালই ব্যথা ছিল। পুরো পেটেই ব্যথা। উপরের পেটেই বেশী কিন্তু পরীক্ষা করার সময় পেটের অন্য জায়গাতেও ব্যথা অনুভব করছিলেন। ব্যথার সাথে সাথে একটু পর পর ঢেকুর উঠছিল। গ্যাস্ট্রিক এর ওষুধ, ব্যথার ওষুধ অলরেডি খাচ্ছিলেন। বমি ছিল না। ঐদিন সকালে পায়খানা হয়েছিল পেট পরিষ্কার হয়েই। সব কিছু মিলিয়ে আমার ডায়াগনোসিস ছিল গ্যাস্ট্রিক জনিতই ব্যথা। সাথে এপিন্ডিসাইটিসের একটু সন্দেহ ছিল। আল্টাসনোগ্রাফী করতে বললাম। গ্যাস্ট্রিকের এবং ব্যথার ইনজেকশান দিলাম। মুখে খাওয়ার ওষুধ এডজাস্ট করে দিলাম। আল্টাসাইন্ড করে আসলে বোঝা যাবে এপেন্ডিসাইটিস ছিল কিনা!
আরেকজন রুগী এসেছিলেন একটু ভিন্ন সমস্যা নিয়ে। সকালে নাস্তা করার পর বা চা খাওয়ার পর অন্তত ৩-৪ বার করে পায়খানা করা লাগেই! প্রায় দিন সকালেই এটা ঘটে। বেশ বিরক্ত তিনি বিষয়টা নিয়ে। সারাদিনে আর পায়খানায় যাওয়া লাগেনা উনার। দুধ এবং দুধজাতীয় সমস্ত কিছু খাওয়া বন্ধ রাখার পরামর্শ, এবং কিছু ওষুধ দিয়ে বিদায় করলাম।
আরেকজন রুগী এসেছিলেন দৌড়ানো পেট ব্যথা নিয়ে। তীব্র ব্যথা ছিল না। হালকা ব্যথা কিন্তু কোন একটা নির্দিষ্ট জায়গায় না। ব্যথা মুভ করে। একবার উপরের পেটে, আবার ডান পাশে। একটু পর নাভীর আশে পাশে, এরকম করে দৌড়ায় উনার ব্যথা। পেটে হাত দিয়ে পরীক্ষা করে মনে হলো বেশ গ্যাস জমে আছে পেটে। বদহজন বা ডিসপেপসিয়াই মনে হলো। কিছু ওষুধ পত্র দিয়ে বিদায় করলাম।
আরেকটা ৯ বছরের বাচ্ছা এসেছিল উপরের পেটের ব্যথা নিয়ে। সপ্তাহদুয়েক আগেও আরেকবার এসেছিল একই সমস্যা নিয়ে। আরেকজন ডাক্তার ওষুধ দিয়েছিল। কমেছিল ব্যথা। ওষুধ শেষ হওয়ার পর ব্যথা আবার বেড়েছে। H. Pylori পরীক্ষাটা করালাম। পজিটিভ আসলো। বাচ্ছাদের সাধারণত এই ব্যক্টেরিয়া পাওয়া যায় না। কিন্তু এই প্রথমবার কোন বাচ্ছার ক্ষেত্রে এটা পেলাম আমি। ডাবল এন্টিবায়োটিক এবং গ্যাসের ওষুধ দিলাম। বেশ খতরনাক ব্যক্টেরিয়া এটা।
আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকে লেখাটি তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভাল থাকুন সবাই।
ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর
ডা হাফিজ
Discord: hafiz34#3722
X: @hafiz2k21
ওমান
১৭ই ডিসেম্বর, ২০২৪
আপনার চেম্বারে আগত বেশ কিছু রোগীর সমস্যা শুনলাম। তবে বেশিরভাগ মানুষই গ্যাসের সমস্যায় ভুগছেন মনে হল। আজকালের খাবারের অভ্যেস এবং অতিরিক্ত তেল ঝাল মসলা বা বাইরের খাবার খাওয়ার কারণেই হয়তো এই সমস্যাগুলো বেশি দেখা যায় এছাড়াও জলের সমস্যা বা সময় জল কম খাওয়া। তবে শিশু বাচ্চাটির শরীরে পাওয়া যাওয়া ব্যাকটেরিয়ার কথা শুনে চিন্তিত লাগলো। আশা করি আপনার চিকিৎসায় বাচ্চাটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
হুম। খাবারের সমস্যা একটা বড় সমস্যা। এটার ভুমিকা আছে অবশ্যই।
গাইড লাইন অনুযায়ী চিকিৎসা দিলাম। দেখা যাক। ইনশাআল্লাহ ঠিক হবে।
ধন্যবাদ আপনাকে।
কাজের প্রমানঃ
CMC
DEX
X
নতুন আরো একটা টাস্ক সংযুক্ত করা হয়েছে পুশ এর পাশাপাশি সেটা হলো Super Walk সেটাও সম্পন্ন করার অনুরোধ করা হলো।