আবেগের কবিতা || শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ7 months ago

Birthday 3-3.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের এই আনন্দময় মুহুর্তে- হৃদয়ের উষ্ণ ভালোবাসা নিয়ে, প্রিয় কমিউনিটির সবাইকে জানাচ্ছি ৩য় জন্ম দিনের শুভেচ্ছা। আমার বাংলা ব্লগের পথ চলার আজ তিন বছর পূর্ণ হলো, হৃদয়ের অনুভূতির রঙিন সফলতা আজ নতুনভাবে ভেসে বেড়াবে রঙিন আকাশে। যার অনুভূতির কিয়দাংশ প্রকাশ করার চেষ্টা করেছি আজকের অনুভূতির কবিতার মাধ্যমে।

হৃদয়ের এক শিহরণের নাম আমার বাংলা ব্লগ, ভালোবাসার পূর্ণতার নাম আমার বাংলা ব্লগ, স্বপ্নের সীমানায় রঙিন চঞ্চলতায় ভেসে বেড়ানোর নাম আমার বাংলা ব্লগ, সফলতার শীর্ষে বিচরণের নাম আমার বাংলা ব্লগ, হৃদয়ের অনুভূতির মুগ্ধতার চন্দ্রিমা উদ্যানের নাম আমার বাংলা ব্লগ, শত আবেগের মিশ্রণ আর অনুভূতির পূর্ণতার নাম আমার বাংলা ব্লগ। স্বাধীন সত্বায় স্বকীয়তায় চঞ্চল থাকার নাম আমার বাংলা ব্লগ, মাতৃভাষায় নিজেকে প্রকাশ করার নাম আমার বাংলা ব্লগ।

কথার সৌন্দর্যে কিংবা অনুভূতির ছন্দ তারায় প্রকাশ পাচ্ছে যার কাব্যিক ভালোবাসা, হৃদয়ের রংয়ে রঙিন মুগ্ধতার মায়ায় সাজানো কৃতজ্ঞতার সকল ভাবনা, পূর্ণতার সাথে এগিয়ে চলা- শুভ হোক তোমার অগ্রযাত্রা-শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ-আমার রঙিন দুনিয়া। আনন্দময় এই সুন্দর মুহুর্তে আমার হৃদয়ের অনুভূতিতে সাজানো ক্ষুদ্র প্রয়াস, কবিতার ছন্দে-শব্দের মাধুর্যে সাজানো আজকের কবিতা, চলুন পড়ে দেখি-

Celebration 3 birthday.png

আমি নির্বাক- নিশ্চল, ভয়ার্ত
তোমার রূপের শংকায়,
আমি চঞ্চল-অস্থির, আন্দোলিত
তোমার প্রেমের আচ্ছন্নতায়।

আমি মুগ্ধ- নির্মল, আলোকিত
তোমার হাসির মুগ্ধতায়,
আমি শিহরিত-নির্ভীক, উন্মত্ত
তোমার কায়ার মায়ায়।

আমি বিমল-বিস্মিত, বিদ্রোহী
তোমার স্পর্শের কামনায়,
আমি কম্পিত-স্পন্দিত, উদ্দীপিত
তোমার প্রেমের ছায়ায়।

আমি প্রজ্বলিত-প্রকাশিত, বর্ধিত
তোমার সতেজ মমতায়,
আমি বিহ্বল-বিভোর, অভিভূত
তোমার আন্তরিক কোমলতায়।

আমার আমি-সর্বদা বিলীন, বিজয়ী
তোমার হৃদয়ের নির্জন গহীনে,
আমার আমি- সর্বদা স্বাতন্ত্র, ভাস্বর
তোমার ভালোবাসার নির্মল পরশে।

তুমি বাংলা-তুমি মাতৃভাষা
তুমি হৃদয়ের গভীরে থাকা মমতা,
তুমি সংস্কৃতি-তুমি সংযোগ
তুমি মুগ্ধতায় ভরা আমার বাংলা ব্লগ।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

আজকে হচ্ছে আমাদের সকলের প্রান প্রিয় কমিউনিটির জন্মদিন। শুভ জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর আবেগের কবিতা লিখেছেন ভাই। কবিতার পটভূমি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে কবিতার লাইন গুলো সাবলীল ভাষায় ছন্দ মিলিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই "আমার বাংলা ব্লগ" শুভ জন্মদিনে চমৎকার কবিতা উপহার দেওয়া জন্য।

 7 months ago 

অনেক ধন্যবাদ আপনাকেও মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 7 months ago 

এক কথায় কবিতা অসাধারণ হয়েছে ভাইয়া। আমি মনে করি আমার বাংলা ব্লগ নিয়ে যদি আমাকে পুরো একটা দিন বলতে দেওয়া হয় তাহলেও শেষ করতে পারবো না। কারণ এতগুলো স্মৃতি, এতগুলো আবেগ, এতগুলো ভালোবাসা জড়িয়ে আছে আমার বাংলা ব্লগের প্রতি। এভাবেই বেঁচে থাকুক হাজার বছর যুগ যুগ ধরে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে ভালো লাগলো পড়ে।

 7 months ago 

এটা একদমই সত্য বলেছেন, যতই বলি না কেন আমার বাংলা ব্লগের প্রশংসা শেষ হবার না। ধন্যবাদ

 7 months ago 

আজকে আমাদের সবার অনেক আনন্দের একটি দিন। কারণ আজকে আমাদের সকলের ভালোবাসার আমার বাংলা ব্লগের জন্মদিন। আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে আপনি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"।

 7 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ, মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 7 months ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বেশ সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইন মন কে করে তলে আরও উজ্জীবিত। আপনার কবিতা পড়ে কেন যেন প্রাণ ফেরে পেলাম । তবে সবচেয়ে বেশী ভালো লাগলো নীচের লাইন গুলো।

আমি প্রজ্বলিত-প্রকাশিত, বর্ধিত
তোমার সতেজ মমতায়,
আমি বিহ্বল-বিভোর, অভিভূত
তোমার আন্তরিক কোমলতায়।

 7 months ago 

সত্যি বলতে ভালোবাসার বিষয়টি এমনই হয়, হৃদয়ের রংয়ে রঙিন হয়। অনেক ধন্যবাদ আপনাকে

 7 months ago (edited)

আমার বাংলা ব্লগ মানে আমাদের কাছে অনেক কিছু। আমার বাংলা ব্লগের শুভ জন্মদিনে অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন ভাই পড়ে অনেক ভালো লাগলো। আপনার আজকের পুরো কবিতার প্রতিটি লাইন সমৃদ্ধ সব শব্দ দিয়ে তৈরি। আমার বাংলা ব্লগের শুভ জন্মদিন উপলক্ষে এই কবিতাটি আমার কাছে অসাধারণ লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইলো।

 7 months ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য, মন্তব্যের শুরুটা একটা ভুল আছে সেটা সংশোধন করে নেয়ার অনুরোধ করছি।

 7 months ago 

হুম ভাই সংশোধন করে নিয়েছি। মেইন শব্দটাই ভুল করছিলাম 🥹

 7 months ago 

ভাই আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কেননা আজ আমার বাংলা ব্লগের তৃতীয় বছর পূর্ণতাই খুব সুন্দরভাবে আপনি আবেগের বসে এই কবিতাটি লিখেছেন। সত্যি কথা বলতে কবিতাটি সেই হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি কবিতা আজকের এই সুন্দর দিনের মুহূর্তে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 7 months ago 

ভালোবাসা মানেই ভালোবাসা আর আমার বাংলা ব্লগ মানেই ভালোবাসায় রঙিন হওয়া।

 7 months ago 

কবিতাটি পড়ে হৃদয় ছুঁয়ে গেছে। কেউ যদি এই কবিতার লাইনগুলো মন থেকে উপলব্ধি করতে পারে প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা লেখেন। আসলে মাতৃভাষা এমন একটি ভাষা যার নেই কোন তুলনা। এমন একটি কমিউনিটি পেয়েছি যেখানে নিজের মাতৃভাষার মাধ্যমে সকল মনের ভাব প্রকাশ করা যায়। খুব সুন্দর ভাবে কবিতাটি আপনি উপস্থাপনা করেছেন। আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি জন্মদিন উপলক্ষে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

 7 months ago 

একদমই, কারন হৃদয়ের অনুভূতির রং মিশিয়েই কবিতার লাইনগুলো সাজানো হয়েছে, হি হি হি।

 7 months ago 

ভাইয়া আপনার কবিতার তুলনা হয় না। আপনি আমার বাংলা ব্লগ জন্মদিন উপলক্ষে অসাধারণ একটা কবিতা লিখেছেন। সত্যি আমার বাংলা ব্লগ আমাদের হৃদয় জুড়ে রয়েছে। আমার বাংলা ব্লগ জন্মদিন উপলক্ষে সুন্দর একটা কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 7 months ago 

আমার বাংলা ব্লগ মানে আমাদের সকলের প্রাণ প্রিয় কমিউনিটি। আমার বাংলা ব্লগকে আমরা এতটাই ভালবাসি যেটা আসলে লিখে ও ভাষায় প্রকাশ করার চেয়েও অনেক বেশি।আজ আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন। জন্মদিন উপলক্ষে বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে দারুন একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।

New to Steemit?