বর্ষপূর্তির বিশেষ প্রতিযোগিতা || শেয়ার করো তোমার সৃজনশীলতা ‘আমার বাংলা ব্লগ’ নিয়ে (Entry Closed)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Contest-Cover special.png

আমি মুগ্ধ, বিস্মিত, নির্বাক
আমি বিহ্বল, বিবশ, সবাক
আমি চমৎকৃত, সকলের উষ্ণ সংস্পর্শে
আমি আত্মহারা, পারস্পরিক বিস্তৃত সম্পর্কে।

আমি উন্মুখ, উদ্যত, তৎপর
আমি নিপুণ, উদ্যমী, অস্থির
আমি উত্তোলিত, নতুন চেতনায় রঞ্জিত
আমি দুর্দম্য, নিজের স্বরূপে উদ্ভাসিত।

আমি যথার্থ, বাস্তব, নির্ভুল
আমি সাহসী, ভয়হীন, নির্ভীক
আমি প্রকৃত, বাস্তবিক সততায় অবিচল
আমি সপ্রতিভ, ন্যায়ের পথে নিশ্চল।

আমি চলিষ্ণু, বঙ্গদেশীয়, বাঙালী
আমি প্রগতিধর্মী, তারুণ্য, সংগ্রামী
আমি গতিশীল, ক্ষিপ্ততায় সর্বদা আপোষহীন
আমি বিষম, প্রসারিত লড়াইয়ে ব্যর্থহীন।

আমি উদার, শ্রীসম্পন্ন, উন্নত
আমি মহৎ, শ্রেষ্ঠ, উত্থিত
আমি উন্নতশির, সগৌরবে সর্বদা মহীয়ান
আমি উন্নতচিত্ত, উৎপীড়কের লয়ে গরীয়ান।

আমি বিধ্বংসী, বিনাশক, অন্তক
আমি উত্তপ্ত, উত্তল, সংহারক
আমি বিক্ষুব্ধ, বিজয়ের নেশায় উত্তেজিত
আমি বিজেতা, জয়োৎসবে হৃদয় আলোকিত।

আমি অদম্য, বিদ্রোহী, স্পর্ধিত
আমি অবাধ্য, বিক্ষুব্ধ, আলোড়িত
আমি বিপ্রতীপ, পরাধীনতার শিকল ভাঙ্গি
আমি বিল্পবী, স্বকীয়তায় স্বাধীন জাতি।

আমি প্রিয়, প্রণয়ী, প্রেমিক
আমি বন্ধু, সুহৃদ, প্রায়োগিক
আমি মিষ্টভাষী, হৃদয়ের বংশী বাজাই
আমি বাকপটু, ভালোবাসার ফুল ফোটাই।

আমি নিশ্চল, নিরব, নিথর
আমি চঞ্চল, স্পন্দন, সরব
আমি আর্দ্রীকৃত, জাগ্রত ভালোবাসার আবেগ
আমি অভিভূত, সুভাসিত আমার বাংলা ব্লগ।


বর্ষ পূর্তির আয়োজন নিজের একটা সেরা কবিতা দিয়ে শুরু করলাম, এখন পর্যন্ত আমি যতগুলো কবিতা লিখেছি, তাদের মাঝে সবচেয়ে বেশী পরিশ্রম করেছি এই কবিতাটি নিয়ে। আমার কলিগ হতে শুরু করে অফিসের বস সবাই এই কবিতাটির বেশ প্রশংসা করেছে। তবে আমি তাতেও তৃপ্ত হতে পারি নাই, কারন আপনাদের নিকট হতে এটার যথার্থ আবৃত্তি শুনে হৃদয়কে প্রশান্ত করতে চাই।

ইতিপূর্বে আপনাদের একটা আইডিয়া দিয়েছিলাম, বর্ষ পূর্তির আয়োজন নিয়ে, অনেকেই আমাকে ডিএম করেছে এবং বর্ষ পূর্তির আয়োজন ও তারিখ সম্পর্কে জানতে চেয়েছেন, যথা সময়ে যথাযথভাবে সবাই সেটা জানতে পারবেন। আর বিশেষ হ্যাংআউটে থাকবে বিশেষ বিশেষ চমক। অবশ্য আজকের পুরো লেখাটি পড়লে অনেক বিষয়ে সহজেই জেনে যাবেন, হি হি হি।

বছর পূর্তি উৎসব কিংবা আয়োজন, যাই বলুন না কেন? আমার বাংলা ব্লগ নতুন একটা উদাহরণ সৃষ্টি করতে চলছে। আয়োজনের নতুন একটা রেকর্ড গড়তে যাচ্ছে। আমার বিশ্বাস আমার বাংলা ব্লগের বছর পূর্তি আয়োজনটি নতুন একটা রেকর্ড সৃষ্টি করবে। পুরো স্টিমিট প্লাটফর্মে নতুন একটা আলোড়ন তৈরী করবে। উচ্ছ্বাসে, আনন্দে এবং ভালোবাসায় পুরো কমিউনিটি মাতবে দারুণ সজীবতায়। আমার বাংলা ব্লগ সব সময়ের সেরা কমিউনিটি, এটা বার বার প্রমাণিত হবে আবেগ, অনুভূতি কিংবা ভালোবাসা প্রকাশের মাধ্যমে।

এবার আসি মূল আলোচনায়, কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন এই বিশেষ প্রতিযোগিতায়। আপনি নানাভাবে এখানে অংশগ্রহণ করতে পারবেন, অনেকগুলো পথ আমরা উন্মুক্ত রেখেছি আপনাদের জন্য এবার। প্রথমত আপনি উপরের কবিতাটি যথাযথভাবে আবৃত্তি রেকর্ড করে এই প্রতিযোগিতায় অশংগ্রহণ করতে পারবেন, দ্বিতীয়ত আপনি যে কোনভাবে নিজের সৃজনশীলতার সেরা দৃষ্টান্ত উপস্থাপন করার মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আমি বুঝতে পারছি প্রথম বিষয়টি আপনাদের বোধগম্য হয়েছে কিন্তু দ্বিতীয় বিষয়টি এখনো বুঝতে পারেন নাই। সেটা একটু বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করছি এখন।

ধরুন আপনি ভালো ড্রয়িং করতে পারেন, তাহলে এখনই সুন্দর একটা দৃশ্য কল্পনা করুন আমার বাংলা ব্লগ নিয়ে, যে ড্রয়িংটা দেখে সবাই চমকে যাবে। অথবা আপনি ডাইয়া পোষ্টগুলোর ব্যাপারে ভালো দক্ষ, দারুণভাবে নিজের সৃজনশীলতা প্রকাশ করতে পারেন, তাহলে দারুণ কিছুর কল্পনা করুন আমার বাংলা ব্লগ কিংবা লগো নিয়ে, তারপর চমৎকার কিছু একটা তৈরী করে ফেলুন, যেটা দেখে সবাই বাহবা দিতে বাধ্য হবে। অথবা আমার বাংলা ব্লগ নিয়ে দারুণ অনুভূতির একটা কবিতা লিখে ফেলুন, যেটা পড়ে সবাই মুগ্ধ হয়ে যাবে। মূল কথা হলো, আপনার অবস্থান হতে, আপনার দক্ষতা দিয়ে, উপরের কবিতাটি আবৃত্তি কিংবা আমার বাংলা ব্লগ নিয়ে চমৎকার কিছু তৈরী করুন এবং তা শেয়ার করার মাধ্যমে বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন।


নির্দেশিকাঃ

  • না, এবার আমরা কোন ধরনের নির্দেশিকায় আপনাদের আটকাতে চাই না, কারনটা আমরা শুরুতেই বলে দিয়েছি আমরা সেরাটা কপ্রাশ করতে হবে। তবে পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আর হ্যা, এটাতো সবাই জানেন Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল করা হবে।
  • আপনি কবিতা আবৃত্তির রেকর্ড করার মাধ্যমে অথবা নিজের সেরা যে কোন সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন।
  • অংশগ্রহনের সময় সীমা ১১ জুন, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বিবেচনায় নেয়া হবে না।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abb-anniversary, abbspecial-contest এবং #abb-contest এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে আংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ

  • প্রথম স্থান অধিকারী - ৪০ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ৩০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ২৫ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ২৫ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ২০ স্টিম
  • সপ্তম পুরস্কার- ২০ স্টিম
  • অষ্টম পুরস্কার- ১৫ স্টিম

বিশেষ আকর্ষণঃ

এই প্রতিযোগিতার মাধ্যমে মোট ৮জনকে বাছাই করা হবে, আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ হ্যাংআউটে পারফর্ম করার জন্য, যেখানে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদার পক্ষ হতে থাকবে আকর্ষণীয় বিশেষ পুরস্কার। সুতরাং আপনাদের সেরা সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে ডাবল পুরস্কার জেতার সুযোগটি গ্রহণ করার আহবান জানাচ্ছি।

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@winklesAdmin India RegionAll administrative works in India region
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১১ জুন, ২০২২ইং রোজ শনিবার, ইন্ডিয়ান সময় রাত ৭.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৮.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিন @winkles, @hafizullah এবং @shuvo35 ভাই ।

ধন্যবাদ সবাইকে

ব্রেক.jpg

Banner_Annivr4.png

Sort:  
 3 years ago 

বাহ,কি দারুণ কবিতা লিখেছেন ভাইয়া।দাঁত ভাঙা শব্দ,কয়েকবার পড়লাম।আপনার তো পরিশ্রম হবেই।আমার খুব পছন্দ হয়েছে প্রতিযোগিতায় বিষয়টি।এটি আমাদের পথচলার সত্যিই একটি আনন্দের ও গর্বের প্রতীক।আপনার লেখা পড়ে যতদূর বুঝলাম যেকোনো একটি বিষয়ের সৃজনশীলতা সুন্দরভাবে তুলে ধরতে হবে।আমি চেষ্টা করবো অংশগ্রহণ করার,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাইয়া খুবই চমৎকার হৃদয় স্পর্শ কাতর একটি কবিতা আপনি আমাদের উপহার দিয়েছেন আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি উপলক্ষে।শব্দচয়ন গুলো বেশ কঠিন এবং অর্থবহুল তাই আমি আবৃত্তি করার স্পর্ধা দেখানোর চেষ্টা করব। কারণ এই কবিতাটি যথাযথ আবৃত্তি আমাকে দিয়ে হবে না।তবুও চেষ্টা করব।বর্ষপূর্তি অনুষ্ঠানের আন্তরিক শুভেচ্ছা আপনাকে।♥♥

 3 years ago 

বাহ! দারুণ কিছু তৈরী করেছেন তো ভাই, খুব সুন্দর লাগছে। এন্ট্রি নং 16

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 
"আমার অংশগ্রহণ"

Screenshot_2022-06-11-02-44-08-71_965bbf4d18d205f782c6b8409c5773a4~3.jpg

https://steemit.com/hive-129948/@emranhasan/5elruf-or-or

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সৃজনশীলতা নিয়ে অংশগ্রহণ করার জন্য, এন্ট্রি নং 17

 3 years ago 

https://steemit.com/hive-129948/@isha.ish/4fdjyb

আমার অংশগ্রহণ ☺️

 3 years ago 

অনেক দারুণ এবং চমৎকার কিছু দেখলাম আপু, সত্যি আপনার দক্ষতায় আমি মুগ্ধ। এন্ট্রি নং 09

 3 years ago 

বর্ষপূর্তি উপলক্ষ্যে এত সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন হচ্ছে কোনটা রেখে কোনটা তে অংশগ্রহণ করব তাই তো খুঁজে পাচ্ছি না। তারপরও সবার ভিতরের প্রতিভা প্রকাশ করার আরও একবার সুযোগ দেওয়ার জন্য আমার বাংলা ব্লগের সকল এডমিন মডারেটর এবং দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। চেষ্টা করব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 3 years ago 

ভাই কবিতাটি কিন্তু দারুণ হয়েছে, কবিতাটি লিখতে যে আপনার সত্যিই অনেক পরিশ্রম হয়েছে তা পড়েই বুঝতে পারলাম। আর আমি আবৃত্তি করতে পারলে সত্যিই এই কবিতাটি আবৃতি করতাম।
যেহেতু আমি আপত্তি করতে পারি না সেহেতু আমি DIY এর মাধ্যমে এই প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করব।

 3 years ago 

এই সপ্তাহে প্রতিযোগিতা ভরপুর টানা তিনটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে একটায় অলরেডি অংশগ্রহণ করেছি বাকি দুইটায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।

 3 years ago 

ভাইয়া আপনার কবিতার ভাষা বুঝে পড়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনার কবিতা পড়তে গিয়ে এই অবস্থা তাহলে বুঝতে পেরেছি আপনার লিখতে গিয়ে কি অবস্থা হয়েছে। কিন্তু আমার বাংলা ব্লগ নিয়ে কবিতা লেখাতে পড়ে খুবই ভালো লাগলো। বর্ষপূর্তি উপলক্ষে খুব সুন্দর আয়োজন করা হচ্ছে শুনে খুব ভালো লাগছে। আমি কোনটা রেখে কোনটায় অংশগ্রহণ করবো বুঝতে পারছি না। তবে আমি নিজেও চেষ্টা করবো ইউনিক কিছু করার আর সবার সৃজনশীলতা দেখার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

ভাইয়া আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আসলে আপনি অনেক পরিশ্রম করে এই কবিতাটি লিখেছেন এটা বোঝাই যাচ্ছে। সত্যি ভাইয়া এই কবিতাটি যদি আবৃতি করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তবে আমি কখনো কবিতা আবৃত্তি করিনি। যাইহোক আমার বাংলা ব্লগ কমিউনিটির বিশেষ দিনে নিজেকে উপস্থাপন করার জন্য কোন একটি সুন্দর পোস্ট নিয়ে সকলের মাঝে হাজির হবো এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।💓💓💓