১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবস

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, বিজয়ের আনন্দে, শীতের শীতল উষ্ণতায় আরো বেশী উৎফুল্ল এবং চঞ্চল আছেন।আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি, হৃদয়ের চঞ্চলতায় বেশ দারুণভাবে সময়গুলোকে উপভোগ করছি। বহু বছর পর আজ বিজয়ের র‌্যালিতে অংশগ্রহণ করলাম, যেহেতু এখন সাভারে থাকি এবং আমাদের জাতীয় স্মৃতিসৌধও সাভারে অবস্থিত সেহেতু হৃদয়ের টানে এবং আত্মার টানে আজকে র‌্যালিতে অংশগ্রহণ করলাম, বিজয়ের আনন্দে নিজেকে কিছুটা রঙিন রাখার চেষ্টা করলাম।

সত্যি বলতে শৈশবের সেই স্মৃতিগুলো হৃদয়ের মাঝে ভেসে উঠলো আবার, চাকুরী জীবন শুরু করার পর হতে খুব একটা সময় করতে পারি না। কারন প্রাইভেট চাকুরীগুলো সত্যি আমাদের দেশে একটু অন্য রকম। এই যে কিছু সময়ের আজকে র‌্যালিতে গিয়েছিলাম এর মাঝে বসের শালার চারটি কল চলে আসছে, বুঝতেই পারছেন কতটা প্রেসার নিয়ে চাকুরী করতে হয়, যদিও আমি আজকের র‌্যালির সময় ফোন ধরি নাই। আমি জাস্ট এটা বুঝানোর জন্য বলেছি, ছুটির দিনগুলোতেও আমাদের ছুটি থাকে না। বরং সেদিন আরো বেশী প্রেসারে থাকতে হয় নানাভাবে।

Banner -02.png

যাইহোক, আজকের বিজয় দিবসটি সত্যি আমার কাছে অনেক বেশী আনন্দের কারন বহু বছর পর আজকে বিজয় র‌্যালিতে বিজয়ের আনন্দটা পুনরায় উপভোগ করলাম। স্কুল জীবনে কোন র‌্যালিই মিস হতো না বরং সারারাত হতেই আমরা প্রস্তুতি নিতাম। স্কুলের র‌্যালিটি কেমন হবে, এলাকার ক্লাবের র‌্যালিটি কেমন হবে? এসব নিয়ে নানাভাবে নানা ধরনের প্রস্তুতি নিতাম। সকাল হতেই আমরা ভীষণ আনন্দ নিয়ে র‌্যালিগুলো সফল করার চেষ্টা করতাম, রোদ বৃষ্টি উপেক্ষা করে, চঞ্চলতার সাথে সেগুলোকে দারুণভাবে সফল করে তুলতাম। স্বাধীনতা মানেই দারুণ উৎফুল্লাতা, সেটা স্কুল জীবনেই দারুণভাবে উপভোগ করতে পারতাম।

যাইহোক, আজকে বিজয় দিবসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হলো, আমরা সবুজ সুন্দর এই বাংলা পেলাম, পেলাম বাংলা ভাষায় কথা বলার অধিকার, পেলাম সবুজের বুকে রক্তিম লাল একটা নতুন পতাকা, তাদের বাদ দিয়ে কিভাবে আমরা আনন্দ উৎসব উপযাপন করি। এটা কোনভাবেই সম্ভব নয়, সম্ভব নয় সেই সুন্দর সম্প্রীতির বন্ধনের কথা, যারা ভাষার টানে-ভালোবাসার টানে, সীমানার কথা ভুলে এবং মানবতার দাবী নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলো এবং স্বাধীনতা অর্জনে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো।

আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের যারা স্বাধীনতা যুদ্ধে আমাদের পাশে ছিলো, অর্থ-খাদ্য-বাসস্থানের ব্যবস্থা করে উদারতার পরিচয় দিয়েছিলো। আজকের বিজয়ের এই সুন্দর মুহুর্তে আমি আশা করছি আমাদের সুন্দর সেই সম্পর্ক পুনরায় স্থাপিত হবে। ভালোবাসার সাথে সুন্দর সম্প্রীতি আবার তৈরী হবে। সম্পর্কের সুন্দর সম্প্রীতি, ভালোবাসার সুন্দর বন্ধন এবং ভাষা ও সংস্কৃতির এই ঐতিহ্য টিকে থাকুক যুগের পর যুগ। সবাইকে আবারো বিজয় দিবসের শুভেচ্ছা, ভালোবাসার চঞ্চলতায় সবার সময়গুলো আরো রঙিন হয়ে উঠুক।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন বিজয়ের প্রতিটা র‍্যালিতে অংশগ্রহণ করতাম অর্থাৎ আমাদের স্কুল থেকে পুরো এলাকাটা নিয়ে র‍্যালির আয়োজন করা হতো। সবাই মাথায় পতাকা বেঁধে এই র‍্যালিতে অংশগ্রহণ করত। এবারে অংশগ্রহণ করতে না পারলেও বিজয়ের আনন্দটা মনের মাঝে ঠিকই ফুলে উঠেছে।

 2 days ago 

এই বিজয় দিবস ভারত এবং বাংলাদেশ উভয় দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আর এই দিনটি হল ভারত বাংলাদেশ সৌহার্দ্য স্থাপনের একটি দৃষ্টান্ত। ভবিষ্যতে প্রতিটি দিন এই সৌহার্দ্য বজায় থাকুক এই প্রার্থনা করি আজ এই শুভদিনে। প্রত্যেকটি মানুষের মধ্যে গড়ে উঠুক ভাতৃত্বের বন্ধন। ধর্ম বর্ণ জাতি সবের ঊর্ধ্বে উঠে জয় হোক মানবতার। সকলকে শুভ বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।

 2 days ago 

মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে। বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।লাল-পতাকার এই দেশ বাংলাদেশ কে সুজলা-সফলা,শস্য-চ্যামলা করে গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হয়ে চলবো আশাকরি।

 2 days ago 

মহান বিজয় দিবসে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ তো ভ্রাতৃত্ব উদযাপনের দিন বলে চলে। আপনার পুরো পোস্টটা পড়লাম, কি সুন্দর করে লিখেছেন আপনাদের পতাকার কথা সবুজের মাঝে রক্তিম লাল, এই রক্তিম লালই কিন্তু সবাইকে প্রতিক্ষনে স্মরণ করিয়ে দেয় বহু মানুষের আত্মত্যাগ এবং রক্তপাতের স্মৃতি। দেশকে স্বতন্ত্র বানাতে যে কত কষ্টই হয়েছিল তা আমাদের প্রত্যেক দেশের পতাকা দেখলে বোঝা যায়। আজকের দিনে প্রতিবেশী বন্ধু হিসেবে একটা কথাই বলবো, যারা নিঃস্বার্থভাবে রক্তক্ষরণ করে প্রাণ ত্যাগ করে এই বিজয় এনে দিয়েছিলেন তাদের শুধু সম্মান জ্ঞাপনই কিন্তু বিজয় উল্লাস নয়, তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি দেশকে ঘিরে দেশের মানুষকে ঘিরে তাদের দেখা স্বপ্ন পূরণে এগিয়ে আসাও কিন্তু দেশের সমস্ত নাগরিকের উল্লাস। অন্তর থেকে প্রার্থনা করি বাংলাদেশের আন বান শান জ্বল জ্বল করুক সারা বিশ্ববাসীর সামনে।

 2 days ago 

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ভাই। সাভারে গেলে আমি মাঝেমধ্যে স্মৃতিসৌধে যাই। কারণ সেখানে গেলে মনের মধ্যে ভিন্ন ধরনের প্রশান্তি কাজ করে। তাছাড়া জায়গাটা এমনিতেও খুব সুন্দর। যাইহোক বিজয়ের র‌্যালিতে অংশগ্রহণ করেছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।