সবুজ প্রকৃতির মুগ্ধকর দৃশ্য || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ14 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতের প্রকৃতির সজীবতায় নিজেকে আরো বেশী চঞ্চল ও সতেজ রাখার চেষ্টা করছেন। প্রকৃতির সৌন্দর্য প্রতিটি সিজনের মাঝেই ভিন্ন ভিন্নভাবে প্রস্ফুটিত হয়ে থাকে এবং নির্মলভাবে প্রকৃতির এই সৌন্দর্য দারুনভাবে চারপাশে প্রকাশ করে থাকে। প্রকৃতির এই সৌন্দর্যে আমাদের হৃদয়ের অনুভূতিগুলো যেমন চঞ্চল হয়ে উঠে ঠিক তেমনি আমাদের হৃদয়ের মাঝে জমে থাকা যন্ত্রণাগুলো আরো বেশী হালকা হয়ে যায়। আমি অবশ্য অন্যান্য সিজনের তুলনায় শীতকালের প্রকৃতি একটু বেশী উপভোগ করে থাকি।

হ্যা, এটা সত্য যে শীত সবাই পছন্দ করে না, প্রতিটি সিজনই সকলের নিকট পছন্দনীয় নয় বরং এখানেও একটা ভিন্নতা লক্ষ্য করা যায়। তবে প্রকৃতি কিন্তু প্রতিটি সিজনে তার সজীবতা ঠিক প্রকাশ করে থাকে। আমরা যারা প্রকৃতির সান্নিধ্য লাভের চেষ্টা করি, সময় ও সুযোগে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা করি, তারা হয়তো নিজের পছন্দের সিজনে সেটা একটু বেশী করার চেষ্টা করি। তবে অন্যান্য সিজনেও প্রকৃতির সজীবতা উপভোগ করার চেষ্টা করি। যেহেতু এখনো গ্রামের বাড়ির সাথে আমার সংযোগ রয়েছে, সেহেতু আমি প্রায় গ্রামের দিকে যাওয়ার সুযোগ পাই এবং ভিন্নভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি।

IMG_20240405_112825.jpg

IMG_20240405_112838.jpg

সবুজ ও সুন্দর ধানক্ষেত আমরা সবাই পছন্দ কির, যদিও চির সুন্দর এই দৃশ্যগুলো এখন খুব একটা দেখা যায় না। কারন জনসংখ্যা বৃদ্ধির প্রভাব শুধুমাত্র শহুরে জীবনে পড়ে নাই বরং গ্রামীন পরিবেশেও নিদারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে। নিন্ম আয়ের মানুষগুলো একটু কম মূল্যে থাকার জায়গা বা আবাসন এর ব্যবস্থা করার জন্য ফসলের জমির মাঝে জমি ক্রয় করছে এবং তারপর সেখানে বাড়ি করে থাকার চেষ্টা করছে। এটা মোটেও সহজ কিছু নয়, কারন যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, যেহেতু খেতের আইলগুলোই থাকে তাদের যাতায়াতের সড়ক এবং অন্যান্য সুযোগ সুবিধা হতেও তারা বঞ্চিত থাকে।

IMG_20240405_112813.jpg

IMG_20240405_112828.jpg

কিন্তু তবুও তাদের কোন উপায় থাকে না কারন সড়কের পাশে কিংবা একটু উচুঁ জমির মূল্য তুলনামূলকভাবে অনেক বেশী হয়ে থাকে। শুরুর দিকে আমি ভাবতাম হয়তো তাদের নিজস্ব জমি তাই তারা এমন জায়গায় বাড়ি করেছে। কিন্তু পরবর্তীতে জানতে পারি তারা দূর গ্রামের বাসিন্দা এবং কম মূল্যে জমি ক্রয় করে এমন জায়গায় বাড়ি তৈরী করেছেন। যাইহোত, তাদের জীবনে গল্প উপস্থাপন করার কোন ইচ্ছে আমার নেই বরং আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো সবুজ ও সুন্দর এমন দৃশ্যগুলো এখন খুব একটা দেখা যায় না। আগে যেমন গ্রামীন পরিবেশে দেখে যেতো মাইলের পর মাইল শুধুমাত্র কৃষি জমি এবং সেগুলোতে শুধু শষ্যের হাসি থাকতো।

IMG_20240405_112750.jpg

IMG_20240405_112805.jpg

সময়ের সাথে এবং আমাদের প্রয়োজনে সব কিছু পাল্টে যাচ্ছে, সবুজ প্রকৃতির হাসিও তেমন পাল্টে যাচ্ছে। একটা সময় মানুষ একটু ফাঁকা জায়গা পেলেই সেখানে চাষাবাদ করার চেষ্টা করতো আর এখন মানুষ চাষের জমি কিনে পতিত জমি হিসেবে ফেলে রাখছে। তখন আর এখন বেশ পরিবর্তন এসেছে আমাদের মাঝে এবং মানসিকতার দিক হতে। যার কারনেই এখন জিনিষ পত্রের দাম আকাশ ছোঁয়া। সময়ের এই পরিবর্তন আমাদের জন্য মোটেও ভালো হয় নাই বরং সব দিক হতে তা আমাদের জন্য বেশ ক্ষতির কারণ হয়েছে।

IMG_20240405_112755.jpg

IMG_20240405_112801.jpg

তারিখঃ এপ্রিল ০৫, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

আসলেই দাদা , সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যাচ্ছে ৷ গ্রামের সেই চিরচেনা সুবজ প্রকৃতির রূপও হারিয়ে যাচ্ছে দিন দিন ৷ গ্রামের মাঝে গ্রামের সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না আর এখন ৷ সব মিলিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় ৷ যাই হোক , প্রকৃতি সব সময় সুন্দর ৷ তবে শীতের প্রকৃতি আমার কাছেও একটু বেশিই ভালো লাগে ৷ শীতের প্রকৃতি জেগে ওঠে নতুন সতেজতা আর সৌন্দর্য নিয়ে ৷ সবুজ প্রকৃতির এই সুন্দর দৃশ্যে গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ

 14 days ago 

আপনার মতো আমিও অন্যান্য সিজনের তুলনায় শীতকালের প্রকৃতি একটু বেশিই উপভোগ করে থাকি। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে ভাই। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমার বরাবরই খুব ভালো লাগে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

শীত আমার বেশ পছন্দের ঋতু। তবে আপনার সাথে সহমত পোষণ করছি, এখন আর আগের মতো কোনো কিছুই দেখা যায় না। আকাশ ছোঁয়া আবাসন গুলির জন্য প্রকৃতি যেন হাতকড়া পরে জেলখানায় বন্দি।

ছবিগুলো বেশ ভালো লেগেছে দাদা।

 13 days ago 

আজ তো দেখছি আপনি আমাদের মাঝে দারুন দারুন কতগুলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। আসলে প্রকৃতির মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে আমার খুব ভালো লাগছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।