শিয়াল পন্ডিতের পাঠশালা এবং নতুন ইউজারদের উদ্দেশ্যে কিছু কথা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছো এবং ঈদের প্রস্তুতি বেশ ভালোভাবে সম্পন্ন করেছো। আসলে উৎসবের বিষয়ে আমাদের মানসিকতার পরিবর্তন বেশী প্রয়োজন, কারন উৎসব মানে সম্মিলিত বা বৃহৎ আকারে কিছু উপভোগ করার সুযোগ। কিন্তু আমরা যদি আমাদের চারপাশের মানুষগুলোকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করি, তবে সেটা আর উৎসবে পরিণত হবে না। সুতরাং আমাদের উচিত হবে সকলের সাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নেয়াটা। আমার বিশ্বাস আমার বাংলা ব্লগের সাথে যারা সংযুক্ত রয়েছে, তাদের প্রত্যেকের হৃদয়ের মাঝে এই ভাবনাটা রয়েছে।

এই সপ্তাহে আমার বাংলা ব্লগে নতুন সদস্য নেয়া শুরু হয়েছে। আমার বাংলা ব্লগের প্রতি মাসের শেষ হ্যাংআউটে এ বিষয়ে একটা ঘোষণা দেয়া হয় এবং প্রতি মাসের শুরুতে নতুনদের কমিউনিটির সাথে সংযুক্ত হওয়ার সুযোগ দেয়া হয়। তবে এই ক্ষেত্রে নতুনদের অবশ্যই সঠিকভাবে কমিউনিটির রুলস ফলো করে পরিচিতিমূলক পোষ্ট করতে হবে। আমরা একটা নিয়মের মধ্যে সবাইকে নিয়ে আসতে চাই এবং তাদের কাংখিত মান উন্নয়নের চেষ্টা করতে চাই। কারন আমার বাংলা ব্লগ বিশ্বাস করে কাংখিত মান উন্নয়ন ছাড়া বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব না।

যার কারনে আমরা চেষ্টা করি, নির্দিষ্ট নিয়মের মাধ্যমে, ধারণাগুলোকে একটু স্বচ্ছতার মাধ্যমে এবং ব্লকচেইন এ কাজ করার ক্ষেত্রে যে বিষয়গুলোর জ্ঞান থাকা আবশ্যক সেগুলোকে জানানোর মাধ্যমে কাংখিত অবস্থানে নিয়ে আসার। তবে এখানে একটা বিষয় অবশ্যই স্মরণে রাখতে হবে, এখানে মুখস্ত করার কোন বিষয় নেই। আমরা আপনাদের একটা সঠিক আইডিয়া দেয়ার মাধ্যমে ব্লকচেইন এবং আমার বাংলা ব্লগে কাজ করার ক্ষেত্রে একটা সঠিক মান নিশ্চিত করতে চাই। যার কারনে আমরা মোট ৫টা লেভেল আপ করার মাধ্যমে, নির্দিষ্ট বিষয়গুলোর উপর ক্লাস করানো, লেকচার শীট পড়ানো এবং সব শেষে ভাইবা পরীক্ষার দ্বারা কতটুকু ক্লিয়ার হলো সেটা নিশ্চত হওয়ার চেষ্টা করি।

online-ga3a9e447d_1920.jpg

এই ক্ষেত্রে অনেকেই দীর্ঘ সময় লেভেল-৩ তে আটকে থাকেন, এটা নিয়ে অনেকেই হতাশ হয়ে যান। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আজ একটা কথা স্পষ্ট করে বলতে চাই যেন আপনাদের ধারনাটা কিছুটা হলেও পরিবর্তন হয়। দেখুন আমরা বাস্তব জীবনে যা শিখি তার পুরোটাই থাকে নকল করার প্রতিযোগিতা। স্কুলের পড়াগুলো, শিক্ষকদের নোটগুলো, না বুঝেই অনেক মুখস্ত করার চেষ্টা করি কারন একটা লক্ষ্য থাকে পরীক্ষায় পাশ করতে হবে তার সাথে ভালো নাম্বার পেতে হবে। এখানে অবশ্য একটা চাপ থাকে, সেটা হলো মা-বাবার, তারাও চান যেভাবেই হোক তার সন্তান একটা ভালো রেজাল্ট নিয়ে আসুক। যার কারনে ছাত্র-ছাত্রী সকলের মনেই একটা বাসনা থাকে আমাকে পাশ করতে হবে, ভালো নাম্বার পেতে হবে। আর এই জন্যই অনেকটা না বুঝে, বিষয় সম্পর্কে স্বচ্ছ জ্ঞান অর্জন না করেই মুখস্ত বিদ্যার দিকে ছুটে যান।

আমরা কিন্তু সেটা চাচ্ছি না বরং আমরা চাচ্ছি যে বিষয়গুলো আপনাকে বুঝানো হলো, সে বিষয়গুলো নিয়ে আপনাকে ক্লাস করানো হলো, সেগুলোর সম্পর্কে আপনি কতটা স্বচ্ছ ধারনা নিতে পেরেছেন, আপনার জ্ঞান কতটা পরিস্কার হয়েছে। আর এই জন্যই আমরা যেভাবে ক্লাস করিয়ে থাকি, ভাইবার দিন প্রশ্নগুলো ঠিক সেভাবেই করা হয় না, বরং একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করা হয়। অন্তত আমার বাংলা ব্লগের সকল প্রফেসর এটা বিশ্বাস করেন, দ্রুত পাশ করানোটা আমাদের কামনা না, বেশী সংখ্যক ইউজার ভেরিফাইড করে ক্রেডিট নেয়াটা আমাদের উদ্দেশ্য না, বরং আমরা চাই যারা সামনের সারিতে আসবে তাদের মাঝে যেন নির্দিষ্ট বিষয়গুলোর একটা স্বচ্ছ ধারনা থাকে।

learn-g214d64635_1920.jpg

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা গতানুগতিক সেই ধারনা হতে এখনো বেরিয়ে আসতে পারি নাই বা আসতে চাচ্ছি না। যার কারনে অনেকেই এক দুই বার ভাইবা পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর হতাশা প্রকাশ করা শুরু করে দেন। এটা সত্যি আমাদের জন্য অনাকাংখিত। দেখুন আপনি যদি ভেরিফাইড মেম্বার হয়ে যানে তাতে আমাদের কোন ক্ষতি নেই, আবার আপনি যদি ভেরিফাইড মেম্বার হতে না পারেন তাতে কিন্তু আমাদের কোন লাভ নেই।

শুধুমাত্র এই কথাটুকু বুঝতে পারলেই পুরো বিষয়টি আপনার নিকট পরিস্কার হয়ে যাবে। শিক্ষাটা আপনার জন্য জরুরী, বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারনা নেয়াটা আপনার জন্য আবশ্যক। কারন এগুলো ছাড়া আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না, হোচঁট খেয়ে পড়ে যাবেন।

সবশেষে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, বিষয়গুলোকে উপভোগ করুন, কিছুটা আনন্দ নিয়ে সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করুন। যদি বিষয়গুলো উপভোগ করতে পারেন এবং শেখার মাঝে আনন্দ না পান তাহলে কাংখিত ফলাফল অর্জনে কখনো সক্ষম হবে না, এটা নিশ্চিতভাবে বলতে পারি। সুতরাং নতুন যারা আসছে বা আসবেন সবাইকে অগ্রিম স্বাগতম জানাচ্ছি এবং কাংখিত বিষয়গুলোর ব্যাপারে একটু যত্নশীল হওয়ার অনুরোধ করছি। আমার বাংলা ব্লগ আপনাদের সাথে আছে এবং থাকবে।


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png

Leader Banner-Final.png

break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 3 years ago 

দেখুন আপনি যদি ভেরিফাইড মেম্বার হয়ে যানে তাতে আমাদের কোন ক্ষতি নেই, আবার আপনি যদি ভেরিফাইড মেম্বার হতে না পারেন তাতে কিন্তু আমাদের কোন লাভ নেই।

ভাইয়া আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার এই পোষ্টের মাধ্যমে উপস্থাপন করেছেন। আসলে এ.বি.বি স্কুলের ক্লাস গুলোর মাধ্যমে আমরা সকলেই অনেক কিছু শিখেছি। যে বিষয়গুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা ছিল না সেই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছি। আসলে আমরা যদি আনন্দ নিয়ে এবং শেখার আগ্রহ নিয়ে ক্লাসগুলো করি তাহলে খুব সহজেই অনেক কিছু শিখতে পারবো। তাই নতুনদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই শুধুমাত্র লেভেল পার হওয়ার জন্য নয় বরং আপনারা যদি আপনাদের শেখার আগ্রহ থেকে এবং আনন্দ নিয়ে শেখার চেষ্টা করেন তাহলে আপনারা সহজেই সফলতা অর্জন করতে পারবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। 💝💝

 3 years ago 

সেটাই ভাই প্রতিটি জিনিষের পিছনে যদি আনন্দ না থাকে, তাহলে সে বিঝয়টি জানার শেখার মাঝে কোন স্বার্থকতা থাকে না।

 3 years ago 

অন্তত আমার বাংলা ব্লগের সকল প্রফেসর এটা বিশ্বাস করেন, দ্রুত পাশ করানোটা আমাদের কামনা না, বেশী সংখ্যক ইউজার ভেরিফাইড করে ক্রেডিট নেয়াটা আমাদের উদ্দেশ্য না।

ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন। এই পোষ্টের মাধ্যমে এখন ভেরিফাইড এবং লেভেলে থাকা ইউজাররা অনেকটাই উৎসাহিত হবে। কারণ লেভেলে থাকা ইউজারদের উদ্দেশ্যই এবিবি স্কুল খোলা হয়েছে। তাদের জন্য কঠোর পরিশ্রম করা হচ্ছে। এডমিনরা মডারেটরা কঠর পরিশ্রম করে তাদের ক্লাস নিচ্ছে। আর তারা ঠিক ভাবে উপস্থিত থাকে না এবং একবার দুইবার পরীক্ষা দিয়ে হতাশ হচ্ছে। পরবর্তীতে পরীক্ষা দিতে চাচ্ছে না। আসলে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। আর এই শিক্ষা নিজের যোগ্যতা এবং নিজের ইচ্ছায় করতে হবে। কাউকে জোর করে কোন কিছু করানো যায় না। আসলে ভেরিফাইড মেম্বার হতে হলে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হয়।আর আমাদের এডমিনরা কঠোর পরিশ্রম করছে শিক্ষা দেওয়ার জন্য। তাই আমি বলবো আপনারা সবাই মনোযোগ সহকারে চেষ্টা করুন, তাহলে অবশ্যই সফল হবেন।

 3 years ago 

ভাই আপনার এই সুন্দর পোষ্টের মাধ্যমে আশা করি সকল নতুন ইউজার এবিবি স্কুলের উদ্দেশ্য এবং তাদের তাদের জন্য তৈরি ক্লাসগুলোর গুরুত্ব ভালোভাবে বুঝতে পারবে। সত্যি বলতে কি জেনে-বুঝে পড়া আর মুখস্ত করার মধ্যে বিস্তর পার্থক্য। একজন ভাল ব্লগার হতে চাইলে এবিবি স্কুলের নির্ধারিত কোর্স গুলো সঠিকভাবে শেখার কোনো বিকল্প নেই। ধন্যবাদ নতুন ব্যবহারকারীদের বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেয়ার জন্য।

 3 years ago 

আমিও সেই প্রত্যাশা করছি, শুরুতেই যদি বিষয়টি বোধগম্য হয়ে যায় তাহলে পরবর্তীতে স্বচ্ছ ধারনাটা নেয়া আরো সহজ হয়ে যাবে।

 3 years ago 

২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি। তবে তখন থেকে আমি অনেক সংগ্রাম করে নিজে নিজে রিচার্জ করে যতটুকু শিখতে পেরেছি, তার চেয়ে বেশি শিখতে পেরেছি বাংলা ব্লগ কমিউনিটির এবিবি স্কুলের ক্লাস গুলো থেকে। তারমানে প্রত্যেকটা ইউজার যারা মনোযোগ দিয়ে এবিবি স্কুলের ক্লাসগুলো করবে এবং মুখস্থ বিদ্যার উপর নির্ভর না করে বিষয় বস্তুগুলো যাচাই-বাছাই করে, নিজের মধ্যে রিচার্জ করে যদি শিখতে পারে সে কামিয়াবি হবে। বিশেষ করে আমি এত বছরে কিছুই শিখতে পারিনি বা যেটুকু শিখেছি কোনরকম চলার মত।কিন্তু এবিবি স্কুল থেকে যেগুলো শিখেছি সেটা আসলে কখনো কল্পনাও করতে পারেনি। আর এই পর্যায়ে এসে কেউ যদি আমার বাংলা ব্লগের গোল্ডেন অপরচুনিটি হারায়, তাহলে তার মত ব্যর্থ কেউই নয়। ধন্যবাদ হাফিজ ভাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য ভাল থাকবেন।

 3 years ago 

এটা কিন্তু বাস্তব সত্য, অনেক বিষয়ে এখনো আমি নিজে দুর্বল যা ধীরে ধীরে শেখার চেষ্টা করছি, কিন্তু নতুনরা সে বিষয়টি বুঝতে চায় না। ধন্যবাদ

 3 years ago 

নতুন ইউজার অবশ্যই আপনার পোস্ট সম্পর্কে অবগত থাকবে। নতুন ইউজারদের জন্য অনেক সুখকর বা সু খবর। আমার বাংলা ব্লগ কমিউনিটি চায় প্রত্যেক নতুন ইউজার স্টিমিট প্ল্যাটফর্ম সম্পর্কে বেসিক ধারণা রাখুক । এবিবি স্কুলের ক্লাসের মাধ্যমে যেগুলো শেখানো হচ্ছে সেটা দ্বারা উপকৃত হোক। এভাবে এগিয়ে যাক আমার বাংলা ব্লগ কমিউনিটি সেটাই কামনা করি।

 3 years ago 

সেটাই ভাই, আমরা চাই শুরুতেই তাদের ধারণাগুলো পরিস্কার ও পরিচ্ছন্ন হয়ে যাক, যেন নিজের অবস্থানটা সহজেই উন্নত করতে পারে।

 3 years ago 

যখন মনের কথা গুলো সহযোদ্ধা অবলীলায় বলে দেয় , তখন মন থেকে এমনিতেই ভালোবাসা ও সম্মানের সৃষ্টি হয় । কথা গুলো একদম সময় উপযোগী ছিল ।

শিক্ষাটা আপনার জন্য জরুরী, বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারনা নেয়াটা আপনার জন্য আবশ্যক ।

 3 years ago 

জ্বী ভাই, আমাদের ভাবনাগুলো এক, আমাদের লক্ষ্যও এক, আশা করছি সম্মিলিতভাবে আমরা সেটা অর্জন করতে পারবো।

 3 years ago 

অসাধারণ কিছু কথা বলেছেন ভাইয়া। শিয়াল পন্ডিতের পাঠশালা তে খুব সুন্দরভাবে লেকচারগুলো প্রদান করা হয়। প্রত্যেকটি ক্লাসেই সকল প্রফেসররা স্বচ্ছ ধারণা দিয়ে যাচ্ছেন। শেষে কোন ক্লাস থেকে নতুন ইউজারদের পাশাপাশি ভেরিফাইড মেম্বাররাও অনেক কিছু শিখতে পারছে। আশা করি আপনারও কথাগুলো নতুন ইউজার রা বুজবে।

 3 years ago 

আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি আপু, আমরা চাই সবাই সুন্দর এবং স্বচ্ছ একটা ধারনা নিয়ে সামনে এগিয়ে যাক।

 3 years ago 

জি ভাইয়া আমি কয়েকটি ক্লাস করেছি,আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে পড়াচ্ছেন, পড়ানো শেষে আবার জিগ্যেস করেন কে কোথায় বুজেনাই। আসলেই আমার এ বিষয়গুলো অনেকে ভালো লেগেছে। যে কোন প্রয়োজনে আপনাদের সাহায্য পাচ্ছি। আশাকরি সব সময় এভাবে সাপোর্ট করবেন ভাইয়া।

 3 years ago 

এই বিষয়গুলোই আমরা উজারদের বুঝাতে চাই। ধন্যবাদ হাফিজ ভাই। এটা উজারদের উপকারে আসবে আশাকরি।

 3 years ago 

সেটাই ভাই, আশা করছি এরপর থেকে তা আর ভুল বুঝবেন না এবং সঠিকভাবে নিজেদের উন্নত করার চেষ্টা করবেন।

বাহ্ আপনি খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝে শেয়ার করেছেন। যা আমাদের মত ইউজারদের জন্য। খুবই প্রয়োজনীয়। আপনার এই পোস্টটি পড়ে। আমি অনেক কিছু বুঝতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।

 3 years ago 

উৎসব সবার,এবং সবাই মিলেই উদযাপন করবো ইনশাল্লাহ🖤

তবে একটা জিনিস এক নাগারে কন্টিনিউ করতে করতে সবার মানুষিকতা গুলো এমন হয়েছে।কিন্তু তারপরেও কারো যদি এরকম চিন্তাভাবনা থাকে,তবে আমার মনে তার দ্বারা বেশি দূরে আগানো সম্ভব না।সবার সু বুদ্ধির উদয় হোক এই কামনা।