"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৪ || শেয়ার করো তোমার জীবনের মজার কোন - গ্রীস্মকালীন ফলের গল্প
এই কথা অস্বীকার করার উপায় নেই যে, আমাদের শৈশব কিংবা স্কুল জীবনে নানা রকম ঘটনা লুকায়িত রয়েছে গ্রীস্মকালীন ফলসমূহ ঘিরে। কারন গ্রীস্মের ফল মানেই লোভের কিছু এবং লোভের কিছু মানেই ভিন্ন অনুভূতি তৈরীর দারুণ সুযোগ। আমরা নানাভাবে সে সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি। সময়ে অসময়ে নানা বুদ্ধি পাকিয়ে গ্রীস্মের ফলের ভিন্ন স্বাদ নেয়ার চেষ্টা করেছি। আসলে লোভের বস্তুসমূহকে ঘিরে সব সময়ই মানুষের মাথায় ভিন্ন রকম চিন্তা ঘুরপাক খায়।
এবারের প্রতিযোগিতার মাধ্যমে আমরা যেমন গ্রীস্মের ফল সমূহের ভিন্ন রকম স্বাদের কথা জানতে চাই ঠিক তেমনি জানতে চাই আপনার জীবনে ঘটে যাওয়া এই রকম কোন মজার ঘটনা। সেটা হতে পারে আপনার শৈশবে, হতে পারে আপনার স্কুল জীবনে অথবা হতে পারে বর্তমান সময়ে ঘটা কোন মজার ঘটনা, যার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। তাহলে শেয়ার করুন আপনার জীবনের মজার কোন গ্রীস্মকালীন ফলের গল্প আর জিতে নিন আকর্ষনীয় পুরস্কার।
নির্দেশিকাঃ
- পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
- আপনার গ্রীস্মকালীন ফলের মজার গল্প কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
- Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহন বাতিল করা হবে।
- আপনার গল্পটি শুধুমাত্র গ্রীস্মকালীন ফল নিয়ে হতে হবে।
- কারো লেখা কিংবা গল্প কপি করা যাবে না।
- অংশগ্রহনের সময় সীমা ৩১ মার্চ, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)।
- আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-14 এবং #summer-fruit এই দুটি ট্যাগ ব্যবহার করতে হবে।
- ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহন বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
- আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
- আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করে আংশগ্রহন নিশ্চিত করতে হবে।
পুরস্কারঃ
- প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
- দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
- তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
- চতুর্থ স্থান অধিকারী - ১৫ স্টিম
- পঞ্চম স্থান অধিকারী - ১৫ স্টিম
- ষষ্ঠ স্থান অধিকারী- ৫ স্টিম
এই প্রতিযোগিতার বিচারক মন্ডলী দায়িত্বে থাকবেনঃ
ID | Designation | Role |
---|---|---|
@rme | Founder | Infrastructure development & all programming works |
@blacks | Executive Admin | All administrative works |
@winkles | Admin India Region | All administrative works in India region |
@rex-sumon | Admin Quality Controller | Control the quality of entire community |
@hafizullah | Admin Bangladesh Region | All administrative works in Bangladesh region |
@moh.arif | Admin Bangladesh Region | All administrative works in Financial field of steemit in Bangladesh region |
@shuvo35 | Admin Bangladesh Region | All administrative works in Social Networking |
ধন্যবাদ সবাইকে
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
আমার অংশগ্রহণ: https://steemit.com/hive-129948/@ripon40/3rrves-or-or
হুম চুরি করে ধরা খাওয়ার পর নানা বাড়ী সবচেয়ে সহজ ও নিরাপদ হে হে হে। ধন্যবাদ
হুম ভাই তখন পালানোর একটাই জায়গা ছিল নানা বাড়ি।🤩🤩
এবারের প্রতিযোগিতা নিঃসন্দেহে অসাধারণ।নস্টালজিক হওয়ার দারুন একটা সুযোগ ও বটে।ধন্যবাদ abb team কে এতো সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।
অনেক ধন্যবাদ দাদা, আশা করছি সবাই দারুণ সব গল্প নিয়ে হাজির হবে এবং আমরা বেশ মজা নিয়ে পড়তে পারবো সেগুলো।
আমার অংশগ্রহণ ↓↓
"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৪ || গ্রীস্মকালীন ফলের গল্প →লিচু চুরি ←[10% লাজুক খ্যাঁকের জন্য]
আপনার লিচুর গল্পটির সাথে ভয় ছিলো ঠিক তেমনি মজাও ছিলো কিন্তু স্বাদের কথাগুলো কিন্তু বলেন নাই। শুভ কামনা রইল।
এই প্রতিযোগিতার মাধ্যমে গৃষ্মকালীন ফলের স্মৃতিবিজড়িত শৈশবের কাহিনী প্রকাশিত হবে ।আমারও এরকম অনেকগুলো স্মৃতিবিজড়িত বিষয় রয়েছে যেগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে।
গৃষ্ম কালীন ফল নিয়ে গল্প রয়েছে আমারও অনেক। আমিও তুলে ধরার চেষ্টা করব গ্রীষ্মকালীন ওই সকল ফলের অসাধারণ গল্পের কিছু কাহিনী।
আশা করছি সবথেকে ভালোটা দেওয়ার চেষ্টা করব।
আমার অংশগ্রহণ : https://steemit.com/hive-129948/@emon42/7dcquw-or-or
আপনার ভীতিময় অংশগ্রহনের জন্য এবং ভয়ংকর স্মৃতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
💖💖
অসাধারণ একটি প্রতিযোগিতা তবে আমার মনে হয় সবাই গৃষ্মকালে ফল চুরি করে খেয়েছে এই ধরনের গল্প সবচেয়ে বেশি আসবে কারণ আমারও এরকম অনেক গল্প হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি সেই গল্পটি আপনাদের সামনে শেয়ার করে নেব।
জ্বী, দারুন সকল গল্প পড়ার দারুণ একটা সুযোগ, আপনার গল্প পড়ার জন্য অপেক্ষায় রইলাম।
আমার অংশগ্রহণ লিংক
https://steemit.com/hive-129948/@limon88/3cr1sy-or-or
মা হাতের মাইর কিন্তু বেশী মজা কাঁঠালের তুলনায় হি হি হি। ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।
আমার অংশগ্রহণ
সফেদা সত্যি রস রসে মিষ্টি, বেশ ভালো লাগে আমার কাছেও খেতে। ধন্যবাদ
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।🥰🤗
আমার অংশগ্রহণ:
https://steemit.com/hive-129948/@shopon700/2rudve-or-or-or-or-10-shy-fox
শুভ কামনা রইল আপনার জন্য, ধন্যবাদ
আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-129948/@khan55/or-or-or-or-shy-fox-10
অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য।