আমার বাংলা ব্লগ || আমার স্বপ্ন- আমার বাড়ি
হ্যালো বন্ধুরা,
প্রয়োজনীয় উপকরণঃ
- ক্লে
- সিজার
- স্কেল
- শক্ত কাগজ
- সাদা কাগজ
- পেন্সিল
- রাবার
- আঠা
- চাঁদ
প্রস্তুতি পর্বঃ
প্রথমে শক্ত কাগজটির সাইজ অনুযায়ী সাদা কাগজটিতে পেন্সিল দিয়ে দাগ টেনেছি তারপর সিজার দিয়ে সেটাকে কেটে নিয়েছি। এরপর শক্ত কাগজটিতে আঠা লাগিয়ে সাদা কাগজটি সেটার উপর বসিয়ে দিয়েছি।
এই কাজটা করতে আমার বেশ বেগ পেতে হয়েছিলো ক্লে গোল করার পর চ্যাপ্টা করবো কিভাবে সেটা বুঝতে ছিলাম না, শেষ-মেশ উপায় না পেয়ে জ্যামিতি বক্সের চাঁদ ব্যবহার করেছি। তারপর ঘরের জন্য বর্গাকার আকারে কেটে নিয়েছি।
এরপর সাদা এবঙ কালো মিক্স করে একটা হালকা কালো করার চেষ্টা করেছি, তারপর যথারীতি চাঁদের সহযোগিতায় চ্যাপ্টা করে সিজার দিয়ে কেটে নিয়েছি ত্রিভুজের মতো করে। এরপর সেটাকে বাড়ির ছাদ বানিয়েছি, এটা কয়েক বার করতে হয়েছিলো আমাকে, বড় সাইজ হয়ে যায় বলে।
তারপর চিকন করে নিয়ে বাড়ির চারপাশে বডার দিয়েছি, যাতে কিছুটা সুন্দর লাগে দেখতে।
এরপর পুনরায় একই কায়দায় কিছু অংশ চ্যাপ্টা করে, না অন্যভাবেও বলতে পারেন রুটির মতো বেলে নিয়ে বাড়ির দরজা তৈরী করেছি, হি হি হি।
এটা ছিলো সবচেয়ে মজার এবং সহজ, গোল গোল করে ফুল তৈরী করা। এই কাজটা করতে বেশ মজা পেয়েছিলাম আমি। মোট ছয়টি ফুল তৈরী করেছিলাম এভাবে।
তারপর বাড়ির জমিনে ঘাস তৈরীর জন্য সবুজ ক্লে নিয়ে একই কায়দায় চ্যাপ্টা করেছি এবং তারপর খোঁচা মেরে মেরে দাগ কেটেছি, যা দেখতে ঘাসের মতো হয়েছে।
তারপর পুনরায় ক্লে চ্যাপ্টা করে গাছের কাণ্ড তৈরী করেছি, দুই পাশের জন্য দুইটি। এরপর সেগুলোকে বসিয়ে পুনরায় খুটিয়ে খুটিয়ে ভিন্ন আকৃতি দেয়ার চেষ্টা করেছি। যাতে গাছের কাণ্ড মতো মনে হয়।
তারপর আঠা দিয়ে প্রথমে ফুলগুলো তারপর গাছের পাতা বসিয়েছি, দুই পাশই একইভাবে সম্পন্ন করেছি।
তারপর নীল কালারের সাথে সাদা কালার মিক্স করে রংটা হালকা করার চেষ্টা করেছি, এরপর চ্যাপ্টা করে মেঘের শেপ এ কেটে নিয়েছি। এভাবে তিনটি তৈরী করে উপরের দিকে বসিয়ে দিয়েছি।
তারপর বাড়ির থিমের মুল লেখাটা নিচের দিকে লিখেছি এবং তারপর দুই পাশে বন্ধনী দিয়ে আটকে দিয়েছি।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনার ক্রিয়েটিভ কাজ গুলো বরাবর খুব সুন্দর হয়।যেগুলো আপনার ব্যানার গুলোতে দেখি।অনেকটা সময় নিয়ে ডাই টি তৈরি করেছেন।শুভকামনা আপনার জন্য অনেক।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধুর পারি কই আর, যা একটু লেখালেখি করি তাও আপনাদের উৎসাহ পেয়ে। জীবনে ফাস্ট ক্লে দিয়ে কিছু করলাম। ধন্যবাদ
অনেক ভালো পারেন রেটিং করলে ১০০ তে ৯৯.৯৯ পার্সেন্ট ভাইয়া।🥰🥰
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসম্ভব সুন্দর লাগছে ভাইয়া আমার বাংলা ব্লগ আপনার স্বপ্নের বাড়িটা।কতো নিখুত ভাবে বানিয়েছেন অনেক যত্ন সহকারে আর যত্ন সহকারে হবেই বা না কেনো কাজটা যখন আমার বাংলা ব্লগের তখন তো নিজের সব টুকু উজার করে দিতে হবে।ধন্যবাদ ভাইয়া।
হুম, সেটা ঠিক বলেছেন। যেখানে স্বপ্ন-সেখানে বেঁচে থাকা, যেখানে বেঁচে থাকা-সেখানে স্বপ্ন।
অসাধারণ লাগছে ভাইয়া আপনার স্বপ্নের আপনার বাড়ি ডাই পোস্টটি।চেষ্টা করলে প্রত্যেকটি জিনিসের সফলতা আসে তাইতো আপনার ডাই পোস্টটি দেখতে এত সুন্দর লাগছে।দেখেই বোঝা যাচ্ছে অনেক যত্ন করে বাড়িটি তৈরি করেছেন। আসলে আমার বাংলা ব্লগের যে কাজগুলো আমরা করি সব যত্ন ও সাবধানে ধৈর্য ধরে করে থাকি। তবে কালার কম্বিনেশন টাও বেশ দারুন ছিল।আপনার জন্য শুভকামনা রইল ভাই।
এটা একদমই সত্যি চেষ্টা করলে সব কিছুতে সফলতা আছে, কিন্তু সময়ের অভাবে সেই চেষ্টাই করতে পারছি না আমি, হি হি হি। অনেক ধন্যবাদ আপনাকেও।
দারুণ বানিয়েছেন ভাই, শুভেচ্ছা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য।
আপনার তৈরি জিনিসটা কিন্তু সত্যি দারুন হয়েছে ভাইয়া। বিশেষ করে কথাটা খুব সুন্দর একটা কথা বলেছেন। এখানে আমরা সবাই একটা পরিবারের মত। ক্লে তাহলে একে একে দুই বস্তা কিনেছেন 😆।
সবশেষে তৈরি করতে পেরেছেন দেখে খুবই ভালো লাগলো। নিচের দিকে সবুজ ঘাস এবং গাছের ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে। শুভকামনা রইল ভাইয়া।
অনেক ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্য আমাকে আরো একটু উৎসাহ যোগালো।
ভাই আপনার ছেলে-মেয়েদেখছি ভালোই মজা নিয়েছে। তবে জীবনের প্রথমবার ক্লে দিয়ে ডাই তৈরি করেছেন অনেক ধৈর্য সহকারে এইটাই তো বড় ব্যাপার। আমার বাংলা ব্লগ আমার বাড়ি=আমার বাড়িই আমার বাংলা ব্লগ কথাটা কিন্তু দারুন আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বাংলা ব্লগের কল্যাণেই নিজে বাড়ি করার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। নিজের বাড়িতে ঘুমানোর মতো সুখ কোথাও নেই। প্রতিযোগিতায় আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।
সেই লেভেলের মজা নিছেরে ভাই, মানে সুযোগ পেয়ে সেটাকে দারুণভাবে কাজে লাগাইছে হি হি হি।
নতুন কিছু ট্রায় করার আসলে মজাই অন্যরকম। তার উপর যদি কাজ টা করা শেষ হলে আউটকাম টা সুন্দর হয়, তবে তো আমার মন বাগবাকুম করে উঠে! আপনার ও তো করার কথা ভাই! বেশ সুন্দর হয়েছে আপনার ক্লে দিয়ে তৈরি করা প্রথম প্রজেক্ট টি। আমার বাংলা ব্লগ আসলে আমাদের জীবনের অনেক বড় একটা জায়গা জুড়ে রয়েছে। আমার বাংলা ব্লগ আমাদের আবেগ। সেই আবেগ এর জায়গা থেকেই নিজের এত বড় স্বপ্ন পূরণ করতে পারাটা কম কথা নয় ভাই। আপনার করা প্রজেক্ট টি আমার মন ছুঁয়ে গিয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
একদমই, দারুণ একটা উত্তেজনাও কাজ করে মনের ভিতর, আর সুন্দরভাবে শেষ করার পর হৃদয়টা দারুণ ঠান্ডা হয়ে যায়। অনেক ধন্যবাদ
ছোট ছোট ছেলে মেয়ের এই একটা সমস্যা। কেন তোদের হাসতে হবে কেন। হাফিজ ভাই চেষ্টা করছে করতে দিক হা হা। আপনার মেয়ে এক বস্তা ক্লে তাহলে এইভাবে নিজের কাজে লাগিয়ে দিল। যাইহোক তারপরও যে আপনি হাল ছাড়েননি। দাদার কথামতো কাজে লেগে গিয়েছেন একটা ডাই প্রজেক্ট তৈরি করতে হবে ব্যাপার টা কিন্তু ভালো ভাই। বেশ সুন্দর হয়েছে কিন্তু আপনার কাজটা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
হা হা হা, মজা দেখছি আপনিও কম নেন না, সুযোগের সৎ ব্যবহার সবাই করে। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
পোস্ট দেখে যত না মজা পেলাম তার চেয়ে বেশী মজা পেলাম আপনার পোস্ট পড়ে। তবে আমার কাছে তো আপনি এবার ফাস্ট। তিনজন মিলে একটি ডাই তৈরি কম কথা। খুব সুন্দরই তো হয়েছে। কোন দিক থেকে কোন দিক যেন কম নয়। বেশ দারুন ছিল ভাইয়া। পুরস্কার পেলে কিন্তু ট্রিট চাই।
আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের বছর তাহলে মুলোর পায়েস খাওয়াবো, হি হি হি। অনেক ধন্যবাদ