আবেগের কবিতা || তুমি হৃদয়ের প্রশান্তি || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 days ago

nature-4779321_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চঞ্চল হৃদয়ে জীবনের সব কিছু দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছেন। সুযোগ ও সময় চলমান একটা প্রক্রিয়া, কখনো স্থির থাকে না। গতিশীল জীবনে সর্বদা গতিশীল থাকে আর তাই আমাদের দারুণভাবে এ্যাকটিভ থাকতে হয় সেগুলোর সঠিক ব্যবহার করার জন্য। তাতে হয়তো জীবনের অনুভূতিগুলো আরো বেশী রঙিন ও উজ্জ্বল হওয়ার সুযোগ পাবে, স্বপ্নগুলো আরো বেশী সুন্দর ও আলোকিত হয়ে উঠবে। বাস্তবতা সর্বদা নির্মম হয় না বরং আমাদের ভুল মানসিকতা সেটাকে নির্মম করে তোলে, আমাদের চিন্তা ভাবনা সেটাকে আলোকহীন করে দেয়।

যাইহোক, সময় ও সুযোগের ব্যবহারে আমরা যত বেশী সচেতন হতে পারবো ততো বেশী সেটার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবো নচেত সেটা হয়ে যাবে আমাদের জন্য কঠিন ও নির্মম কিছু। আজকে একটা কবিতা শেয়ার করবো, চঞ্চল হৃদয়ের চঞ্চল অনুভূতি নিয়ে, হৃদয়ের আকাশে তার রঙিন ভাবনা নিয়ে এবং প্রশান্ত হৃদয়ের নির্মল আকাংখা নিয়ে। কখনো তার ভাবনা হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দেয়, কখনো তার আকাংখা হৃদয়কে সংগ্রামী করে দেয়। চলুন তাহলে আজকের কবিতাটি পড়ে দেখি-

blue-4157419_1280.jpg

তুমি হৃদয়ের প্রশান্তি
অন্তরালে থাকা যন্ত্রণার অবসান,
তুমি জীবনের তুষ্টি
অন্তরালে থাকা অশান্তির সমাধান।

তুমি ভালোবাসার অদম্য আকার
অন্তরালে থাকা অস্থিরতার বিনাশ,
তুমি ভালোবাসার উত্তম প্রকাশ
অন্তরালে থাকা চঞ্চলতার বিকাশ।

তুমি, তুমিতেই জীবনের স্পন্দন
বিমল সম্পর্কের আকাংখা,
তুমি, তুমিতেই জীবনের বন্ধন
নির্মল সম্পর্কের আরাধনা ।

তুমি হৃদয়ের আলোড়ন
অন্তরালে থাকা অনুরাগের স্ফুরণ,
তুমি কল্পনার শিহরণ
অন্তরালে থাকা সাধনার চরণ ।

তুমি হৃদয়ের বিশ্বাস
অন্তরালে থাকা জীবনের নিঃশ্বাস,
তুমি হৃদয়ের উল্লাস
অন্তরালে থাকা বিজয়ের আশ্বাস।

তুমি, তুমিতেই জীবনের অস্তিত্ব
পবিত্র সম্পর্কের উজ্জ্বলতা,
তুমি, তুমিতেই জীবনের সম্বন্ধ
দৃঢ় সম্পর্কের ব্যাকুলতা ।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 4 days ago 

সত্যি ভাইয়া বাস্তবতা সব সময় নির্মম হয় না। তবে মাঝে মাঝে আমাদের মানসিকতা যেকোন পরিস্থিতি নির্মম করে তুলে। অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া। কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 4 days ago 

আমাদের মানসিকতা এবং ভুল চিন্তা ভাবনাই আমাদের বিপদে ফেলে দেয়। ধন্যবাদ।

 4 days ago 

তুমি হৃদয়ের প্রশান্তি এই কবিতাটি অসাধারণ হয়েছে। খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে। আজকের কবিতাটি অসাধারণ ছিল।

 4 days ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

 4 days ago 

ভালোবাসা প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতির শেষ নেই। আর সে যেন মনের প্রশান্তি হয়ে থাকে। সেই অনুভূতি নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো।

 4 days ago 

আসলেই তাই, যতই বলি না কেন মনে হয় আরো কিছু রয়ে গেলো বা কম হয়ে গেলো। ধন্যবাদ

 4 days ago 

সত্যি কিন্তু আপনার এমন কিছু কথায় হৃদয়ের শক্তি যেন বেড়ে যায়। মনে হয় আর সবার মত করে আমিও পারবো এগিয়ে যেতে। অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন ভাই। আবার আবেগের কবিতাতেও কিন্তু আপনি কম নয়। কবিতার মাঝে বেশ সুন্দর করে মনের আকাংখা এবং অনুভূতি গুলো ফুটিয়ে তুলেছেন। আমারন কাছে বেশ দারুন লেগেছে ভাইয়া।

 4 days ago 

এটাই হয়তো আমার কবিতা লেখার প্রেরণা, যথাসাধ্য চেষ্টা করি সুন্দর কিছু উপস্থাপন করার জন্য।

 4 days ago 

সুযোগ ও সময়কে কাজে লাগিয়ে জীবনকে গতিশীল রাখতে হবে।তবেই জীবনে সফলতা আসবে।আর জীবনকে প্রশান্তি দিতে যদি একজন পাশে থাকে তবে আর কষ্ট নেই।একান্ত ভালোবাসার মানুষটির অনুপ্রেরণায় অনেক অসাধ্যকেই সাধন করা সহজ হয়।আজকের লেখা আবেগের কবিতাটিও আবৃত্তি করে ভালো লেগেছে ভাইয়া।অনেক অভিনন্দন জানাচ্ছি চমৎকার শব্দ চয়নের মাধ্যমে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 4 days ago 

সেই একজনকে নিয়েই তো জীবনের সকল প্রশান্তি হি হি হি। অনেক ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

জীবনকে রঙিন করার জন্য নিজেকে পরিবর্তন করা জরুরী। আমাদের মানসিকতা যদি ভালো না হয় তাহলে কখনো জীবনকে উপভোগ করতে পারবো না। ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে মুগ্ধ হলাম। অসাধারণ কবিতা লিখেন আপনি। দারুন ছিল কবিতার লাইনগুলো।

 4 days ago 

বাহ্! বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। তবে আজকের কবিতাটি একটু বেশিই ভালো লেগেছে। সত্যি বলতে প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। আমার তো কবিতাটি এখনই আবৃত্তি করতে ইচ্ছে করছে।

তুমি হৃদয়ের বিশ্বাস
অন্তরালে থাকা জীবনের নিঃশ্বাস,
তুমি হৃদয়ের উল্লাস
অন্তরালে থাকা বিজয়ের আশ্বাস।

বিশেষ করে এই চারটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর কবিতা ,আমাদের সাথে সবসময় শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 days ago 

আপনি আপনার আবেগ দিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া।আসলে ভালোবাসার মানুষের জন্য হয়তো আমাদের হৃদয় সবসময় চঞ্চল থাকে, আর রঙিন স্বপ্ন চোখে আন্দোলন করে।সবকিছুর সমাধান সেই প্রিয় মানুষটি যেন,দারুণ ছিল প্রত্যেকটি লাইন।ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

কবিতাটিতে প্রণয় ও সম্পর্কের গভীরতা ও
তৃপ্তি এবং সংযোগের বিষয়গুলি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কবিতার প্রতিটি স্তবকে হৃদয়ের বিভিন্ন অনুভূতি ও জীবনের বিভিন্ন দিকের কথা বলা হয়েছে। প্রেম, বিশ্বাস, আনন্দ, উল্লাস, এবং অস্থিরতার বিনাশ—এই সমস্ত অনুভূতিগুলি নিয়ে কবিতাটি গড়ে উঠেছে। 'তুমি' শব্দটি ব্যবহার করে হাফিজ ভাই একজন বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন যে, সেই ব্যক্তিই তার জীবনের শান্তি, সুখ এবং আস্থার প্রতীক।
অসাধারণ 👌👌