আবেগের কবিতা || ভালোবাসতে চাই তবুও || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

birds-g34e845243_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন এবং নিজেদের মতো করে সময়গুলোকে উপভোগ্য রাখার চেষ্টা করছেন। আমি কিন্তু আমার মতো করে ঠিক সময়গুলোকে উপভোগ্য রাখছি। কারনটা বোধহয় আপনাদের জানা, কারন জীবনের কথাগুলো এবং বাস্তবতাগুলোকে নানাভাবে আমি সামনে আনার চেষ্টা করি এবং আপনাদের সাথে তা শেয়ার করার চেষ্টা করি। সময় যখন উপভোগ্য হয়ে উঠবে, জীবন তখন আরো বেশী আনন্দময় হয়ে উঠবে।

যাইহোক, আমাদের কমিউনিটিতে অনেকেই কবিতা পোষ্ট করছেন, এটা সত্যি খুবই ভালো একটা দিক হিসেবে আমি বিবেচনা করি। কারন কবিতা লেখা খুব সহজ বিষয় না, কিন্তু অনেকেই কবিতা পোষ্ট করার সময় অনেক ছোট কবিতা শেয়ার করার মাধ্যমে পোষ্টে মান নিম্নমুখী করে ফেলছেন, এটা সত্যি অনাকাংখিত। হ্যা, কবিতা সব সময় খুব বেশী বড় করা যায় না, কিন্তু কবিতা সম্পর্কে অনুভূতিগুলোতে একটু বড় করা যায় নাকি? কবিতা কিংবা কবিতার কথা ছোট হতে পারে কিন্তু কবিতার অনুভূতিগুলো একটু বড় করে লিখলেই সেই গ্যাপটা পূর্ণ করা যায়।

আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, আমরা কবিতা লেখাকে অনুৎসাহিত করছি না বরং সেটা করতে গিয়ে পোষ্টের মান কিংবা কোয়ালিটি যেন নষ্ট না হয় সেদিকে সজাগ থাকতে বলছি। আজকে আমি অন্য রকম একটা কবিতা শেয়ার করবো। অন্য রকম মানে ভালোবাসার, আমার কাছে ভালোবাসাটাই হলো অন্য রকম কিছু। কারন ভালোবাসা কারো জীবনে আলো আসে আবার কারো জীবনে অন্ধকার হয়ে, তাইতো আমি তাকে সর্বদা অন্য রকম কিছু হিসেবে বিবেচনা করি। চলুন তাহলে কবিতাটি পড়ি-

sad-ga79a6d4e8_1920.jpg

কেউ ভালোবেসে আকাশ সাজায়
কেউ ভালোবেসে হৃদয় রাঙায়
কেউ ঘর ছাড়ে ভালোবাসার খুঁজে
কেউ সংসার জুড়ে ভালোবাসার টানে।

কেউ নিঃস্ব হয় ভালোবাসার কারনে
কেউ বিদ্রোহী হয় ভালোবাসার তরে
কেউ আপন ছাড়ে হৃদয়ের বন্ধন গড়তে
কেউ পাশে থাকে হৃদয়ের ছাঁয়ায় উচ্ছাসে।

কেউ অচেনা শহরে ছুটে কাউকে পেতে
ভালোবাসার রংঙে হৃদয়কে আলোকিত করতে
কেউ চেনা শহরে অচেনা হয় যন্ত্রণার আঘাতে
কাছের কাউকে অবহেলায় অন্ধকারে হারিয়ে।

কেউ কবিতার ছন্দে কাউকে মাতায় আনন্দে
নতুন নতুন কাব্যে মন ভোলাতে চায় ভালোবেসে
কেউ মনের আকাশে রং তুলির ছোয়ায়
হৃদয়ের উচ্ছাস প্রকাশ করে কল্পনার চিত্রে।

কেউ নিজেকে লুকায় অমাবশ্যার আধাঁরে
ভালোবাসার বিচ্ছেদের নির্মমতা ঢাকতে,
কেউ জোসনা রাতে গল্পে কাটায়
কারো হাতে হাত রেখে মিষ্টি উষ্ণতায়।

কেউ সব হারায় নিজের অজান্তে ভালোবেসে
কেউ নিঃসব্দে কাউকে ভালোবাসে দূর হতে
কেউ সাহস করে হাত ধরে হৃদয়ের উষ্ণতায়
কেউ ভুলে হৃদয় ভাঙ্গে অবিশ্বাসের দুর্বলতায়।

কেউ আলোকিত করে হৃদয় সুখের আবহে
কেউ সফলতার শীর্ষে উঠে হৃদয়ের আবেগে
কেউ আবেগে ভুল করে ভালোবেসে রাঙায়
কেউ লোভে সম্পর্ক নষ্ট করে মিথ্যে আশায়।

ভালোবাসা সত্যি এমন, কখনো সুখ-কখনো দুখ
হৃদয়ের আবেগ বড়ই অদ্ভুত, কখনো আলো-কখনো কালো।
তবুও মানুষ হৃদয়ের উচ্ছাসে বার বার প্রেমে পড়ে
আবেগের মায়ায় জীবন বাজি রেখে ভালোবাসে।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

ভাইয়া আপনার কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আজকের টা অনেক ভালো লেগেছে। আপনি যে কিভাবে এত সুন্দর সুন্দর কবিতা লিখেন! আপনি অনেক সুন্দর করে কবিতাটি গুছিয়ে লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এভাবেই সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিবেন।

 2 years ago 

অল্প কথায় অনুভূতি প্রকাশেই কবিতা।সবাই কবিতা লিখতে পারেনা!
সবাই কবিনা কেউ কেউ কবি।আপনি ভালো লিখেছেন।অনেক সুন্দর করে ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছেন।আশাকরি আপনার কাছে আরো ভালো ভালো কবিতা উপহার পাব।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমিও লেভেলের ইউজারদের সেই থেকে এটাই বুঝিয়ে আসছি যে কবিতা মানেই জাস্ট কয়েকলাইন লিখে দেওয়া নয়।আমি নিজেও তা মনে প্রাণে বিশ্বাস করি।ভালোবাসা হলো অনেকটা কয়েনের এপিঠ ওপিঠ এর মতো আমার কাছে।

 2 years ago 

ভাইয়া আপনি কিন্তু ঠিক বলেছেন, কবিতার অনুভূতি গুলো একটু বড় করে লিখলে কবিতার গ্যাপ টা পূরণ করা সম্ভব। তবে সবাই কি এটা করে বা বুঝে!
আর সত্যি বলতে ভালবাসার আবেগ যে কি বা কেমন অনুভূতি তা এক মাত্র একজন প্রেমিক বা একজন প্রেমিকা ছাড়া কারো বুঝা সম্ভব নয়। দারুন কবিতা লিখেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

আশা করি ভাইয়া, ভালো আছেন? আজকে আপনার কবিতাটি পড়ে সত্যিই অনেক অনেক ভালো লাগলো। কবিতার মাঝে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আসলে ভালোবাসার কারণে সম্পর্ক টিকে আছে।

কেউ অচেনা শহরে ছুটে কাউকে পেতে
ভালোবাসার রংঙে হৃদয়কে আলোকিত করতে
কেউ চেনা শহরে অচেনা হয় যন্ত্রণার আঘাতে
কাছের কাউকে অবহেলায় অন্ধকারে হারিয়ে।

কবিতার এই লাইন গুলো আমার হৃদয় ছুঁয়ে গেল।
কবিতার মাধ্যমে আপনি বাস্তব কথাগুলো উপস্থাপন করেছেন। কেউ ভালোবেসে কাউকে বুকে টেনে নেয় কেউবা ভালোবেসে অচিন শহরে হারিয়ে যায়। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

হ্যা ভাইয়া অনেকেই অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদের প্রতিনিয়ত উপহার দিচ্ছে ৷ দু-একটা ছোট কবিতা পাওয়া যাচ্ছে মাঝে মাঝে ৷ তবে সবাই চমৎকার লিখছে ৷ আপনার এই কবিতাটাও কিন্তু অসাধারণ হয়েছে ৷ দারুণ লিখেছেন আপনি আসলেই ভালোবাসার সাত রং থাকে ৷

তবুও মানুষ হৃদয়ের উচ্ছাসে বার বার প্রেমে পড়ে
আবেগের মায়ায় জীবন বাজি রেখে ভালোবাসে।

অনেক অনেক ধন্যবাদ ভাইযা আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে সুন্দর ভাবে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

ভাইয়া,আপনার কবিতা এবং আপনার লেখাগুলো পড়তে পড়তে এখন আপনার কবিতা এবং লেখার ভক্ত হয়ে গেছি 🥰 ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে,আবার ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছাড়তে পারে।ভালোবাসা যেমন মানুষের মন কে উৎসাহিত করে,আবর ভালোবাসা মানুষের মনকে ভেঙে দিতে পারে। খুবই খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। এই কবিতাটি আমি দুইবার পড়েছি এত সুন্দর করে ভাইয়া লিখেছেন। ভাইয়া, আমি চিন্তা করছি এই কবিতাটি আমি আবৃত্তি করব।

কেউ আলোকিত করে হৃদয় সুখের আবহে
কেউ সফলতার শীর্ষে উঠে হৃদয়ের আবেগে
কেউ আবেগে ভুল করে ভালোবেসে রাঙায়
কেউ লোভে সম্পর্ক নষ্ট করে মিথ্যে আশায়।

ভাইয়া,কবিতার এই অংশটি আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া, আরো সুন্দর সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম 💐💐