ABB Contest Result- 67 || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৭ - ফলাফল ঘোষণা

in আমার বাংলা ব্লগ3 days ago

Announcemen_Resultt_Cover.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যদিও ঠান্ডাময় পরিবেশের কারনে আমাদের চারপাশের অবস্থা মোটেও ভালো নেই, কিন্তু তবুও আমাদের চেষ্টা করতে হবে চঞ্চল, সুস্থ্য ও ভালো থাকার। আমি যেমন আমার অবস্থান হতে চেষ্টা করছি চঞ্চল থাকার শীতকালীন সবজির দারুণ স্বাদের সকল রেসিপি উপভোগ করার মাধ্যমে, ঠিক তেমনি আপনারাও সেটা চেষ্টা করতে পারেন। অবশ্য এবার নতুন কিছু রেসিপি শেখার সুযোগ পেয়েছি আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা ৬৭ এর মাধ্যমে, অনেকেই শীতকালীন সবজির দারুণ ও ইউনিক রেসিপি শেয়ার করেছেন। এটাই আমার বাংলা ব্লগের অন্যতম সফলতা।

যাইহোক, আজকে শেয়ার করবো আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৭ || শেয়ার করো তোমার প্রিয় শীতকালীন সবজির রেসিপি । যদিও এই রকমের প্রতিযোগিতার আয়োজন আগেও করা হয়েছিলো। তথাপিও বেশ দারুণ দারুণ রেসিপিসহ সকলের অংশগ্রহণ ছিলো দেখার মতো, নিত্য নতুন রেসিপি যেমন ছিলো, ছিলো ইউনিক এবং ভিন্নমাত্রা রেসিপিগুলো তৈরীর ক্ষেত্রে। যে কোন ক্ষেত্রে আমার বাংলা ব্লগ সেরা, সেটা সব সময়ই কমিউনিটির ইউজাররা প্রমান করার চেষ্টা করেন এই সকল প্রতিযোগিতার মাধ্যমে।বরাবরের মতো প্রতিযোগিতার বিজয়ীদের বাছাইয়ের ক্ষেত্রে আমাদের বেশ বেগ পেতে হয়েছে, কারন সবগুলোই ছিলো দারুণ স্বাদের রেসিপি, তবুও আমরা চেষ্টা করেছি সেরাদের সঠিক ভাবে মূল্যায়ন করার। যদিও অনেকেই সুযোগ পান নাই নিয়ম অনুসরণ না করার কারণে, সেটাও আমাদের দুঃখ দিয়েছে। আশা করবো পরের প্রতিযোগিতায় সবাই নিয়মের সাথে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। চলুন তাহলে এবারের প্রতিযোগিতার বিজয়ীদের দেখি-


প্রতিযোগিতার বিষয় ছিলো :
শেয়ার করো তোমার প্রিয় শীতকালীন সবজির রেসিপি

প্রতিযোগিতার সময় ছিলো:
২৬ ডিসেম্বর ২০২৪ হতে ২ জানুয়ারী ২০২৫ পর্যন্ত

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছিলো:
সর্বমোট ২৪ জন

প্রতিযোগিতার ঘোষণার পোষ্ট:
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৭


আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৭ এর বিজয়ীদের নাম ও পোষ্ট লিংক-
স্থাননামপোষ্ট লিংকপ্রাইজ
১ম@rahimakhatunলিংক৩৫ স্টিম
২য়@bristy1লিংক২৫ স্টিম
৩য়@ah-agimলিংক২০ স্টিম
৪র্থ@tasonyaলিংক১৪ স্টিম
৫ম@narocky71লিংক১২ স্টিম
৬ষ্ঠ@jamal7লিংক১০ স্টিম
৭ম@nevlu123লিংক৯ স্টিম
বিশেষ পুরস্কার@bdwomenলিংক১৫ স্টিম

বিজয়ীদের পুরস্কার প্রেরণ-

Prize.png


প্রতিযোগিতাটির স্পন্সর : আমার বাংলা ব্লগের সকল এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।



ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 3 days ago 

সকল বিজয়ীদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।এ সপ্তাহে আমরা খুবই সুন্দর সুন্দর সবজির রেসিপি দেখতে পেরেছি। সকলেই বেশ দারুন ভাবে রেসিপি গুলো তৈরি করেছিল। আসলে আমি সামান্য ভুলের কারনে প্রতিযোগিতার মধ্য থেকে বাদ পড়ে গিয়েছি। পরবর্তী সময়ে ঠিক করে নেয়ার চেষ্টা করবো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

কনটেস্টে অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেও বিজয়ী হয়নি তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করছি। শীতকালীন সবজি রেসিপির বিজয়ীদের নাম গতকালকের হ্যাংআউটেই জানতে পেরেছিলাম। পুনরায় আজকে লিখিতভাবে পোস্ট আকারে আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

 3 days ago 

এই সুন্দর প্রতিযোগিতায় যারা যারা চ্যাম্পিয়ন হলেন তাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই। এই প্রতিযোগিতার সৌজন্যে দারুণ দারুণ কিছু রেসিপি দেখার সুযোগ হয়ে গেছে। এখন একে একে সেই সব রেসিপি রান্না করে খাব। সকলে এত সুন্দর করে অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লেগেছে।

 3 days ago 

শীতকালীন সবজি রেসিপি প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে সবাইকে অনেক অনেক অভিনন্দন। এই প্রতিযোগিতায় আমরা অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি দেখেছি। সবাইকে পুরস্কৃত করার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি ভালো লেগেছিল। আর প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে আরো বেশি ভালো লেগেছিল। দাদার কাছ থেকে প্রাইজ পেয়ে অনেক ভালো লাগছে এখন। অন্য সব বিজয়কেও অনেক অনেক অভিনন্দন। এত সুন্দর করে এটা পোস্ট আকারে শেয়ার করলেন, এটা দেখে অনেক ভালো লাগলো।

 3 days ago 

এই প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের সবাইকেই অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কারণে অনেক মজার রেসিপি খেতে পেরেছিলাম। রেসিপি প্রতিযোগিতা হলে অনেক ইউনিক রেসিপি ও দেখা যায়।

 3 days ago 

দারুন একটি প্রতিযোগিতা ছিল আর প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে সেই সাথে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে খুব ভালো লাগলো।

 3 days ago 

প্রতিযোগিতা মানে ভিন্ন কিছুর আয়োজন। আর রেসিপি প্রতিযোগিতা গুলো হলে ইউনিক কিছু করার সুযোগ পাই এটাই বেশি ভালো লাগে। আর এবারের প্রতিযোগিতার মাধ্যমে অনেক দারুন দারুন রেসিপি শিখতে পেরেছি ভাইয়া। যাইহোক নিজেকে একটা অবস্থানে দেখতে পেরে খুব ভালো লেগেছিলো।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!