তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে- আমার বাংলা ব্লগ - বিশেষ হ্যাংআউট ২০২৪ || ABB Special Hangout 2024

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

Special  Show-1.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৭০১৭ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৫১।

বিশেষ হ্যাংআউট

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময় হওয়ার সাথে সাথে চলে আসেন এবং উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শীতের অনুুভূতি শেয়ার করেন শুরুতে, সকলের অবস্থা জানতে চান, তারপর বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার সহধর্মিণী তনুজা বৌদির শুভ জন্মদিন উপলক্ষে আজকে বিশেষ হ্যাংআউট অনুষ্ঠিত হবে। আমরা আজকের আয়োজনটি একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি, সবাইকে নিয়ে একটু ভিন্নভাবে সময়টা উপভোগ করতে চাই। কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার অনুমতি নিয়ে বিশেষ হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের কো-ফাউন্ডার এবং অপারেশনস হেড @blacks দাদা, শুভ ভাইয়ের প্রশ্নের উত্তরে বলেন জন্মদিন প্রত্যেকের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। এতো সুন্দর একটা আয়োজনের জন্য দাদা সবাইকে ধন্যবাদ জানান। একটা পরিবারকে সব দিক হতে বেঁধে রাখতে হলে কোন না কোন মানুষকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। বৌদি তেমনই একজন, যদিও আমার আরো বৌদি আছেন, কর্মসূত্রে তারা দেশের বাহিরে থাকেন। তনুজা বৌদিই মোটামুটি পুরো পরিবারটাকে একাই সামলে রাখে। এটা একটা বড় গুণ কারন সবাইকে একই সূত্রে বেঁধে রাখা সহজ বিষয় নয়। বর্তমান সময় অত্যন্ত একটা অস্থিরময় সময়। এই সময়ে সবাই এক সঙ্গে থাকা, আমার দৃষ্টিতে খুবই কঠিন একটা বিষয়। সেই ক্ষেত্রে তনুজ বৌদি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে চলছে। সবশেষে জন্মদিনের শুভেচ্ছা জানান।

Untitled-000.png

এরপর কথা বলি আমি @hafizullah, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের বিশেষ হ্যাংআউটে। তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে আমাদের আজকের বিশেষ হ্যাংআউট। আমার বাংলা ব্লগের শুরু হতেই বৌদি আমাদের সাথে এবং পাশে আছেন, নানাভাবে দাদাকে উৎসাহীত করে যাচ্ছেন। এটা সত্যি আমাদের জন্য বিরাট এক পাওয়া। আমরা নিজেদের খুবই ভাগ্যবান মনে করছি, দাদা এবং বৌদির মতো মানুষের সান্নিধ্য লাভ করার। ইউজারদের উদ্দেশ্যে আজ কিছুই বলার নেই, শুধু একটা কথা বলবো, এবিবি স্কুলের কিউরেশন তিনদিন বন্ধ ছিলো তাই হয়তো অনেকেই আগের তুলনায় একটু কম সাপোর্ট পেয়েছে। আজকে এই বিশেষ মুহুর্তে বৌদিকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তারপর বৌদির উদ্দেশ্যে নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করি-

শীতের শিশিরের মুগ্ধ কণায়
মুক্তা হাসে মিষ্টি মায়ায়,
গৌধুলীর রঙিন মিষ্টি ছায়ায়
নতুন গানে হৃদয় সাজায়।

রঙিন সময়ে- রঙিন ক্ষণে
সেজেছে সব গৌধুলীর রঙে,
তনুজা বৌদির জন্মদিনে
ছন্দ সাজে ভালোবাসার রঙে।

ভালোবাসার আছে যত রঙ
সবই দিলাম তোমার তরে,
মিষ্টি কথার-কাব্যিক ছন্দে
শুভেচ্ছা জানাচ্ছি হ্যাংআউটে।

ভালোবাসায়-মমতায় রঙিন হোক
জীবনের যত প্রয়োজন,
সুখে-দুখে সকল আয়োজনে
চঞ্চল রাখবে আমার বাংলা ব্লগ।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, আজকে আসলেই একটা বিশেষ দিন এবং খুবই আনন্দের মুহুর্ত। প্রত্যেকের জীবনে জন্মদিনের এই মুহুর্তটিকে একটা বিশেষ মুহুর্ত হিসেবে বিবেচিত হয়। আমাদের তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে বিশেষ মুহুর্তটি বিশেষ আয়োজনের মাধ্যমে উদযাপন করতে চাই। জন্মদিনের বিশেষ এই মুহুর্তটি আরো আকষর্ণীয় করে তুলতে চাই আমরা। আমার পক্ষ হতে তনুজা বৌদির জন্য অনেক শুভেচ্ছা রইল। শুভ জন্মদিন বৌদি।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি, প্রথমে সবাইকে ধন্যবাদ জানান এতো সুন্দর একটা বিশেষ আয়োজন করার জন্য। দিদি ভাই তোমাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর সত্যি বলতে আমার কাছে আমার জা কম কিন্তু দিদি বেশী। তাই আজ আর নতুন করে কিছু বলবো না, দিদি ভাই এভাবেই ভালোবেসে আমাদের আগলে রাখো সব সময় আর খুব হাসি খুশি থাকো। জন্মদিনের এই আনন্দক্ষণে তোমাকে দিলাম ভালোবাসার গান, তুমি হাসি- তুমি আনন্দ-তুমি পরিবারের উজ্জ্বল জীবন।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, প্রথমতোই আমাদের সকলের প্রিয় তনুজা বৌদিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। জন্মদিনের মতোন শুভ একটি দিনে প্রিয় বৌদির জন্যে একটাই চাওয়া, যেনো বৌদি খুব ভালো থাকেন নিজের আপন মানুষদের সঙ্গে, নিজের প্রিয় মানুষদের সঙ্গে। আসলে এতো দূরে বসে বৌদির জন্যে ভালোবাসা ছাড়া কিছুই দেবার নেই এ মূহুর্তে। আমরা সবাই খুব বেশি লাকি যে আমরা উনার মতোন একজন মানুষ পেয়েছি আমাদের পাশে। যিনি আমাদের নিয়ে সবসময় ভাবেন, সব সময় আমাদের জন্যে উনার শুভকামনা থাকে আমাদের প্রতিটি পদক্ষেপে। মন থেকে চাই, বৌদি যেনো খুব বেশি ভালো থাকে আজীবন,সুস্থ থাকে, সুখে থাকে সেই দোয়া ই করি।ভালোবাসার, ভালোলাগার মানুষেরা সুখে থাকবে এর চেয়ে বড় চাওয়া আর কিছুই নেই।

Untitled-0001.png

আর বৌদি সম্পর্কে একটা কথা না বললেই নয়। তা হলো প্রতিটি পরিবারে এমন একজন মানুষ থাকে যাকে হয়তো সবাই কম চিনে,যার সাথে হয়তো সবার খুব কম কথা হয়। কিন্তু সেই পুরো পরিবারটাকে আগলে রাখে।এটা আমার ১ম এ যারা কথা বলেছেন, তা সবাই ই বলেছেন। বৌদি কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপে দাদার সাথে থাকেন সে সাথে আমাদের জন্যে অনেক কিছু সেক্রিফাইস করেন। দাদা যে সময়গুলো আমাদের দেন সে সময়গুলো কিন্তু একান্তই বৌদির। কিন্তু তিনি তাও সে সময় গুলো আমাদের জন্যে দেন। বিশেষ কিছু দেওয়ার নেই বৌদিকে নিজের লেখা কয়েকটা লাইন ছাড়া।

জন্মদিনের বিশেষ দিন,
বিশেষ হলো তোমার আগমনে।
ভালোবাসা স্নেহময়ী তুমি,
শুভেচ্ছা জানাই দূর হতে,
ভালোবাসার অদৃশ্য এক আলিঙ্গণে।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, প্রথমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি বৌদিকে। যদিও জন্মদিন দুদিন আগে ছিলো। আসলে সত্যি বলতে যে কমিউনিটিটা আছে আমার বাংলা ব্লগ, বৌদি হয়তো খুব কম সময় এখানে থাকেন কিংবা কমিউনিটিতে খুব একটা বেশী দেখা যায় না। কিন্তু বাকিরা যেটা বললেন কোন একটা পরিবারের পিছনে একটা ভূমিকা সবচেয়ে বেশী থাকে, দাদার পেছনেও বৌদি হচ্ছে মেইন প্রেরণার উৎস। দাদা স্টিমিটে যত কিছুই করুক না কেন, অনুপ্রেরণা কিন্তু বৌদিই পেছন হতে দেন। বৌদি না থাকলে হয়তো সব কিছু এতো দূর আসতো না। আশা প্রকাশ করেন, বৌদি সব সময় ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন । বৌদি অনুপ্রেরণা দাদা কাজগুলো ঠিক ঠাক সম্পন্ন করতে পারবেন এবং আমরা বেষ্ট সাপোর্ট পাবো।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই, দাদা অনেক আগেই একটা কথা বলেছিলেন যে আগে নিজের ঘর ঠিক রাখতে হবে তারপর আশে পাশে কি হচ্ছে সেটা দেখতে হবে। সুতরাং আমরা জায়গা হতে যেটা বলতে চাই দাদা কিন্তু সেই রকম একজন মানুষই পেয়েছেন যে নিজের পুরো ঘর এবং পুরো পরিবারটিকে সামলিয়ে রাখেন। যার ফলে দাদা আমাদের এখানে বেশী সময় ব্যয় পারেন এই জন্য যে মানুষটা দাদার পেছনে থেকে সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন নিজের সব সেক্রিফাইস করে, তার কাছে কিন্তু আমরা সত্যিই কৃতজ্ঞ। আর এই বিশেষ দিনে তাকে আসলে শ্রদ্ধা জানানো বা সম্মান জানানোর বাহিরে তো আর কিছু করার নেই। কারন সামনা সামনি তো নেই আমরা। অনেক অনেক শুভেচ্ছা রইল এবং তার এই দিনটা প্রতিনিয়ত আসুক এবং তারা দু’জনই দীর্ঘজীবী হোক এই প্রত্যাশাই করছি।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, আমাদের দাদার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী প্রিয় বৌদিকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। বৌদির জীবনটা সুখ, সমৃদ্ধি, এবং ভালোবাসায় ভরে উঠুক। একজন লক্ষ্মী বউয়ের মত যেভাবে এই পরিবারটাকে আগলে রেখেছেন এভাবে আগলে রাখুন আজীবন। দাদা এবং পরিবারের সবার সাথে জীবনের প্রত্যেকটা জন্মদিন কাটান অফুরন্ত আনন্দ উল্লাসে। আপনার দীর্ঘায়ু কামনা করছি। আর একটা কথা, দাদাকে কিন্তু চোখে চোখে রাখবেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে বলেন @alsarzilsiam ভাই, প্রথমেই বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই, শুভ জন্মদিন আপনি এবং দাদা সবসময় এভাবেই থাকুন, নিজের জীবনকে এভাবেই এনজয় করুন এবং সবসময় আমাদেরকে ভালবাসুন এই কামনাই করছি। আপনার জীবনে এই দিনটি বারবার ফিরে আসুক এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি বৌদি। আসলে আপনি না থাকলে হয়তো আমরা আজ এভাবে করে এই প্লাটফর্মে কথা বলতে পারতাম না। আপনাকে আমরা অনেক কম দেখি কিন্তু আপনার ভূমিকা এই কমিউনিটিতে অনেক বেশি। আসলে এই জন্মদিনে আমাদের তরফ থেকে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আমরা অনেকটাই দূরে অবস্থান করছি শুধুমাত্র ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়েই এই জন্মদিনের উইশ করতে চাই বৌদি। আপনাকে আবারো জন্মদিনের শুভেচ্ছা জানাই।

Untitled-00012.png

এরপর কমিউনিটির মডারেটর @rupokভাই বলেন, যদিও বিশেষ দিনটি গত হয়েছে তবুও আমরা অনুষ্ঠানটি আজকে পালন করছি। বিশেষ এই দিনটিতে বৌদির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং অনেক অনেক শুভ কামনা। আসলে একটা কথা নুসুরা আপু যার কিছুটা বলেছেন। দাদা আসলে তার কাজের বাহিরে কমিউনিটিতে এতো সময় দেন, এর পিছেনে বৌদির বড় একটা সেক্রিফাইস আছে। এটা আসলে আমরা অনেকেই জানি না বা বুঝতে পারি না। কারন এতো বেশী সময় দাদা আমাদের দেয় সেটা আসলে তার পরিবার দাবী রাখে। এই ছাড়টা বৌদি দেয় বলেই দাদা সেই সময়টা এখানে ব্যয় করতে পারেন। বৌদি না চাইলে এতোটা সময় দিতে পারতো না। এই জন্য আমাদের সকলেরই বৌদির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার সবাইকে! শুরুতেই তনুজা বউদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তনুজা বৌদি আমাদের সবার চোখের অলক্ষ্যে কি পরিমানে ত্যাগ করে চলেছেন সেটা ভাষায় প্রকাশ করে বলা সম্ভব না। বউদি প্রতিনিয়ত দাদাকে সব সময় সাপোর্ট দেন বলেই আজ আমার বাংলা ব্লগ একটা পরিবার হয়ে উঠেছে। আমার আগে যারা বলেছেন সবাই তনুজা বৌদির সেই দিকটাই তুলে ধরেছেন। আসলে আমাদের প্রত্যেকের জীবনে একটা শক্ত খুঁটির প্রয়োজন হয়, তনুজা বৌদি দাদার কাছে সেই শক্ত খুঁটিটা। বৌদি দাদাকে সবসময় সাপোর্ট করে চলেছেন বলেই দাদা আজ সফলতার উচ্চ শিখরে। পরিশেষে তনুজা বউদিকে আবার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামী সময়টা খুব ভালো কাটুক তোমার। দাদা, টিনটিন, পরিবার পরিজন সবাইকে নিয়ে খুব, খুব ভালো থাকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন তোমাদের সবসময় রক্ষা করেন, ভালো রাখেন।

এরপর কমিউনিটির মডারেটর @ayrinbd আপু কথা বলেন, আজকে বৌদির জন্মদিন উপলক্ষে আমি বেশি কথা বলবো না, আমাদের দাদার এতো কিছু প্রাপ্তির পেছনে রয়েছে আমাদের বৌদি সেটা আমরা প্রত্তেকেই জানি। কথা আছে,,,, কোনো কালে একা হয়নি জয়িপুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী। আজকে বৌদির জন্মদিন উপলক্ষে আমি একটি ছোট্ট কবিতা আবৃত্তি করবো,

ফুলেরা ফুটেছে হাসি মুখে
বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে
জানাতে তোমায় অভিনন্দন!

নদীতে বইছে খুশির জোয়ার
বাতাসে সুবাসিত কলরব,
তোমাকে নিয়েই মাতামাতি আজ তোমার জন্যই সব!

জীবনে হও অনেক বড়
পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই তোমার জয়গান
রাখবে মনে চিরদিনি।

জীবন হোক ছন্দময়
স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক
তোমার জন্মদিন!

শুভ জন্মদিন বৌদিমনি।
কবিতার Source

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন।প্রথমেই বৌদিকে জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দোয়া করি বৌদি যেন সারাটি জীবন এভাবে দাদার পাশে থাকেন।পরিবারকে যেন সবসময় এভাবেই আগলিয়ে রাখেন। ভালোবাসা দিয়ে সব সময় যেন দাদার পাশে থাকেন এবং মজার মজার খাবার রান্না করে যেন দাদাকে সবসময় তৃপ্ত রাখেন। এবার কমেন্টস মনিটরিং এর ব্যাপারে বলছি। এ সপ্তাহে দেখলাম ইউজারদের অনেকেরই কমেন্টস এর সংখ্যা কম ছিল, এছাড়া ছোটখাটো বানানের ভুলের পরিমাণও বেশি ছিল। সুবিধা বঞ্চিত ইউজারদের সম্পর্কে বলছি। আপনারা যদি কেউ শুধুমাত্র একটি সাপোর্ট পেয়ে থাকেন তাহলে স্টিম ওয়ার্ল্ডে গিয়ে আরেকবার চেক করে নিবেন। কারণ অনেক সময় স্টিম এ প্রবলেম থাকার কারণে ভোট ভালোভাবে শো করে না।এটিই ছিল বলার অনেক ধন্যবাদ সকলকে।

Untitled-000123.png

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং এক্স (টুইটার) অব দ্যা উইক নিয়ে কথা বলেন, সকলের উদ্দেশ্যে এই বিষয়ে কিছু দিক নির্দেশনা উপস্থাপন করেন এবং তার আজকের পোষ্টটি দেখতে অনুরোধ করেন। এরপর শুভ ভাই আরিফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং জন্মদিনের টিউনটি বাজাতে অনুরোধ করেন। তারপর উপস্থিত সবাইকে নিয়ে ভার্চুয়াল কেক কাটা হয়। সবাইকে পুনরায় বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং নানা ধরনের কেক এর ছবি শেয়ার করেন।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুভ ভাইয়ের প্রশ্নের উত্তরে দাদা বলেন মোটামুটি আছেন। দাদার বৌদির জন্মদিন নিয়ে কিছু অনুভূতি শেয়ার করেন। দুদিন আগেই পারিবারিকভাবে বৌদির জন্মদিন পালন করা হয়েছে। এবার অবশ্য কোন অনুষ্ঠান করা হয় নাই, একটা রেস্টুরেন্ট এ গিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। উইশ অবশ্য সেদিনই করা হয়েছে। মোটামুটি সব মিলিয়ে দিনটি ভালোই কেটেছে। তারপর দাদা পুনরায় বলেন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্যা ডে- শুভ জন্মদিন।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং বৌদির বিশেষ এই মুহুর্তের জন্য কিছু শুভেচ্ছা ও অনুভূতি শেয়ার করেন। তারপর শুরু করা হয় বৌদির জন্য বিশেষ বিনোদন পর্ব। শুরুতেই আমার বাংলা ব্লগের ফেরিফাইড ইউজার @roy.sajib এর নিজ কণ্ঠে গাওয়া ‍রেকর্ডকৃত একটা গান। যদিও সেটা বটে সাপোর্ট করতেছিলো না, তাই দাদা নিজের ল্যাপটপে সেটা বাজিয়ে শুনান। সেটা অবশ্য @roy.sajib নিজের পোষ্টে শেয়ার করেছেন। এরপর প্লে করা হয় বৌদির পছন্দের কিছু সেরা গান। যা আগেই বাছাই করে রাখা হয়েছিলো। প্রথমে বাজানো হয় বাংলা গান, তারপর প্লে করা হয় কিছু হিন্দি গান।

তোমার আকাশ দুটি চোখে
আমি হয়ে গেছি তারা
ওগো তোমার আকাশ দুটি চোখে
আমি হয়ে গেছি তারা
এই জীবন ছিল
নদীর মতো গতিহারা

এরপর শুভ ভাই পুনরায় ফিরে আসেন এবং ইউজারদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। তারপর যথারীতি সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন। এরপর আরিফ ভাইকে আমন্ত্রণ জানান কুইজ পর্ব শুরু করার জন্য। যথারীতি আরিফ ভাই এই সেগমেন্টটি পরিচালনা করেন। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন শুভ ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর পাঁচটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @narocky71, @mohinahmed এবং @tasonya। এছাড়াও ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @bristy1। এরপর আরো কিছু গান প্লে করা হয় বৌদির জন্য।

Untitled-0001234.png

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং কমিউনিটির ইউজারদের নিয়ে গানের আসরটি পরিচালনা করেন। একে একে @afrinkhanupoma গান, @bristychaki গান, @mahbubul.lemon গান, @shapladatta গান, @tithyrani কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি, @santa14 গান, @bristy1 গান, @saikat890 গান এবং সবশেষে @selinasathi1 গান পরিবেশন করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

এরপর শুভ ভাই ফিরে আসেন পুনরায় বৌদির জন্য কিছু সুন্দর গান প্লে করেন। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন। তবে এরপরও বেশ সময় গান চলতে থাকে এবং সবাই উপস্থিতি থেকে তা উপভোগ করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

সত্যি তনুজা বৌদি আমাদের অনেক প্রিয় একজন মানুষ। যাকে চোখের সামনে না দেখলেও আমরা ভালোবাসা অনুভব করি। আর বৌদির জন্মদিন উপলক্ষে এবারের হ্যাংআউট কিন্তু অসাধারণ হয়েছে। বিশেষ করে আপনার কবিতাটা খুবই সুন্দর ছিল ভাইয়া। তারপরে সবাই বৌদির জন্য উইশ করেছে এসব বিষয়গুলো খুবই ভালো লেগেছে। তার সাথে আবার সবার কাছ থেকে খুব সুন্দর সুন্দর কিছু গান উপভোগ করতে পেরেছি এটাও ভালো লেগেছে। সব মিলিয়ে দারুন একটা দিন ছিল।

 10 months ago 

বৌদির জন্মদিন উপলক্ষে আমার বাংলা ব্লগ বিশেষ হ্যাংআউটের আয়োজন করেছে দেখে অনেক ভালো লেগেছে। ভাইয়া আপনি দারুন একটি কবিতা লিখে উপস্থাপন করেছিলেন আর কবিতাটি অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 10 months ago 

তনুজ বৌদির জন্মদিন উপলক্ষে- আমাদের কমিউনিটির বিশেষ হ্যাংআউটটি দারুন ছিল। যদিও আমি শেষের দিকে এসে জয়েন করেছিলাম। আমাদের বৌদির জন্যই দাদা এখনো এই প্লাটফর্মের সাথে যুক্ত আছেন। এই পরিবারের সবার জন্য অন্তর থেকে আশীর্বাদ রইল। ধন্যবাদ।

 10 months ago 

বৌদির জন্মদিন উপলক্ষে বিশেষ হ্যাংআউটে অনেক ভালো উপভোগ করতে পেরেছি। সত্যি এমন দিন বারবার বৌদির জীবনে ফিরে আসুক সেই কামনা করছি। তবে আপনার কবিতা অসাধারণ ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর করে পুরো পোস্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

এবারের এই হ্যাংআউট অনেক বেশি স্পেশাল এবং আনন্দময় ছিলো ৷ কারণ আমাদের সবার প্রিয় তনুজা বৌউদির জন্মদিন উপলক্ষে এই হ্যাংআউটের আয়োজন ৷ খুবই উপভোগ করেছি সম্পূর্ণ হ্যাংআউটের এক একেকটা পর্ব ৷ সত্যিই অনেক ভালো লেগেছে ৷ বৌউদির জন্যেই হয়তো আমার এখনো সবাই এক সাথে আছি ৷ নয়তো অনেক আগেই হারিয়ে যেতো এই পরিবার ৷ যাই হোক, দাদা বৌউদির জন্য অনেক অনেক ভালোবাসা রইল ৷

Posted using SteemPro Mobile

 10 months ago 

এবারের হ্যাংআউটটি খুবই উপভোগ করলাম আমরা সবাই। বৌদির জন্মদিন উপলক্ষে সবাই একসাথে উদযাপন করতে পেরেছি। পাশাপাশি বিনোদন পর্বটাও ভালো লাগার মতো ছিল। ভার্চুয়ালি আমরা কতটা কানেক্টেড যে সেটা হ্যাংআউটে জয়েন না হলে কেউ বুঝতে পারবে না 🌼

 10 months ago 

বৌদির জন্মদিন উপলক্ষে- আমার বাংলা ব্লগের বিশেষ হ্যাংআউটটি অনেক জমজমাট হয়েছে।খুব ভালো লাগলো পুরো হ্যাংআউটটি।সবার সুন্দর সুন্দর গান কবিতায় মুখরিত হয়ে উঠেছিলো।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

অন্য হ্যাংআউট এর তুলনায় এবারের হ্যাংআউট একেবারে আলাদা রকমের এবং খুবই আননদঘন একটি পরিবেশ তৈরি হয়েছিলো আমার বাংলা ব্লগ পরিবারের সবার মধ্যে।বৌদি আমাদের কাছে সবসময়ই একজন বিশেষ মানুষ আর এই বিশেষ মানুষের জন্মদিন বলে কথা সবাই খুবই এক্সাইটেড ছিলো এবারের হ্যাংআউট নিয়ে।অনেক সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছি।বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইলো তার জীবনে বার বার ফিরে আসুক এই দিন টি এই প্রার্থনা করি।❤️ ধন্যবাদ ভাইয়া।🙏

 10 months ago 

বৌদির জন্মদিন উপলক্ষে ‌ এবারের বিশেষ হ্যাংআউট সত্যিই অনেক বেশি উপভোগ করেছি। বিশেষ করে সবাই বৌদির জন্য খুব সুন্দর ভাবে জন্মদিনের উইশ করেছিলো। সত্যি বৌদি আমাদের খুবই আপন একজন মানুষ। যাকে আমরা চোখে না দেখলেও তিনি আমাদের সব সময় ভালো চেয়ে আসছেন। স্পেশাল হ্যাংআউট এর প্রতিটা বিষয় এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

বিশেষ হ্যাংআউট অনুষ্ঠানটি আমরা অনেক আনন্দের সাথে উপভোগ করেছিলাম। যেহেতু তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল। প্রথমে সবার খুব সুন্দর সুন্দর অনুভূতি জানতে পারি। এরপরেই বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করি। বিস্তারিত আবারও পড়তে পেরে অনেক ভালো লেগেছে।