আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৭১ || ABB Weekly Hangout Report-171

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

Hangout Format 171.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৩৮৫ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৪২। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৬৩জন।

হ্যাংআউট-১৭১

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময়ের পূর্বে চলে আসেন এবং শুরুতেই তার শারীরিক অসুস্থতার বিষয়টি শেয়ার করেন। পরিবেশটা ভালো নেই যার প্রভাবে তার অবস্থাও ভালো নেই। বেশ ঠান্ডা পড়েছে এবং পরিবেশও বেশ বাজে তার ঐদিকে। তারপর যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগতম জানান। আশা প্রকাশ করেন সবাইকে নিয়ে বেশ সুন্দর কিছু সময় উপভোগ করতে পারবেন। তারপর তারপর হ্যাংআউট নিয়ে কথা বলেন, পুরো সপ্তাহের আপডেট এবং নানা তথ্য শেয়ার করা হবে, এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করি। তারপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য এবং হ্যাংআউট এর মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৭১তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতেই গেষ্ট ব্লগারদের নিয়ে বলছি, এই মুহুর্তে কমিউনিটিতে ২৩জন গেষ্ট ব্লগার আছে তাদের মাঝে ১৬জন ইনএ্যাকটিভ, ৪জন ইরেগুলার এবং ৩জন রেগুলার। আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দারুণ একটা সুযোগ দিয়েছিলেন গেষ্ট ব্লগার হিসেবে কমিউনিটিতে কাজ করার কিন্তু অনাকাংখিতভাবে সুযোগটার সঠিক ব্যবহার করা হচ্ছে না। যাইহোক, যারা কাংখিতভাবে কাজ করার চেষ্টা করছেন তাদের যথাযথভাবে সাপোর্ট দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এছাড়াও এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার আমার অধীনে ছিলেন তাদের বেশীর ভাগ ইউজারের খুব ভালো এ্যাকটিভিটিস ছিলো না। যথারীতি পরিচিত কিছু মুখ এ্যাকটিভ থাকছেন ডিসকর্ড এবং কমেন্ট এনগেজমেন্ট এর ক্ষেত্রে। মোট ৮জন ইউজারের এ্যাকটিভিটিস ভালো ছিলো না। অনেকেই একটা কাজ করেন, দুই-তিন গ্যাপ দেন তারপর এক সাথে চার-পাঁচটা পোষ্ট করেন, যারা এমনটা করেন সুপার এ্যাকটিভ তালিকা করার সময় কিন্তু একটা পোষ্ট করা কাউন্ট করা হবে, কমেন্টের ক্ষেত্রেও এটা কার্যকর হবে। সুতরাং পোষ্ট এবং কমেন্টের ক্ষেত্রে নিয়মিত থাকার অনুরোধ করছি। আর কমিউনিটির আপডেট সম্পর্কে যাদের পোষ্টে কমেন্ট করা হচ্ছে তারা সাথে কমেন্টে রেসপন্স করার চেষ্টা করবেন। ধন্যবাদ।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, এই সপ্তাহে যে সকল ইউজার তার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস তেমন কোন পরিবর্তন হয় নাই, গত সপ্তাহে যেমনটা ছিলো তেমনই আছে বরং কয়েক জনের এ্যাকটিভিটিস আরো ডাউন হয়েছে। প্রতি সপ্তাহে বিষয়গুলো বলে বলেও কোন পরিবর্তন আসছে না, আপনারা ভাবছেন আমরা বলে যাবো আপনারা কাজ করে যাবেন আর ভোট নিয়ে যাবেন। পুশ আছে মাঝে মাঝে ভাঙ্গাবো এবং লাখ লাখ টাকা নিয়ে চলে যাবো, এখানে এ্যাকটিভিটিস রাখার কোন প্রয়োজন নেই। আসলে মন মানসিকতা এমনটাই তৈরী হয়ে গেছে অনেকের মাঝে।

Untitled-1100.png

তাদের সাপোর্ট কেমন আসবে সেটার কোন গ্যাপারেন্টি নেই, আমি নোট করে রাখছি তাদের সাপোর্ট দিবে না যারা কথা শুনছেন না। প্রত্যেক সপ্তাহে একই রকমভাবে ভলে যাচ্ছি , তেমন কোন গরুত্বও নেই তাদের। প্রতিযোগিতার বিষয়ে বলেন, নিয়ম মেনে সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান, দশজন অংশগ্রহন করলেও যথা সময়ে ফলাফল ঘোষণা করা হবে। আমরা চাই নির্দিষ্ট সময়ের মাঝে সবাই অংশগ্রহণ করুক, ভালো অংশগ্রহণ না থাকলে প্রতিযোগিতা জমজমাট হয় না।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, যারা এখন trx address লিংক আপ করেন নি, উনাদের টায়ারে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।আর সুমন ভাই এর এনাউন্সমেন্ট পোস্ট এ পুশ প্রমোশন এর জন্য যে ৩টি নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। সে টাস্ক গুলো আমার একটিভ লিস্ট এর যারা কমপ্লিট করছেন না, উনাদের মোটামুটি আমি কমেন্ট করে জানানোর চেষ্টা করেছি।এবং এটা অনেকেই করছেন তবে আবার অনেকেই করছেন না। যারা করছেন উনাদের ধন্যবাদ জানাই। আর যারা করছেন না, উনাদের হয়তো আমরা আরো একটা সপ্তাহ সুযোগ দেবো এবং সমস্যাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু এরপরে সম্পূর্ণভাবে নমিনেশন এবং টায়ারে দেওয়া বন্ধ করে দেবো। আর অবশ্যই টুইটারে প্রোপার ট্যাগ ইউজ করবেন।

আর PUSS প্রমোশন এর ক্ষেত্রে কিছু ব্যাপার একটু লক্ষ্য রাখবেন,অনেক সময় হয়তো অনেকেই এমন ভাবে টুইট করছেন যেটা শুধুমাত্র করার জন্য করা, এটা করবেন না। কারণ পরবর্তীতে কিন্তু আমরা কোয়ান্টিটির সাথে কোয়ালিটি টাও যাচাই করবো। তাই এখন থেকে চেষ্টা করেন কোয়ালিটি বৃদ্ধি করার। আরটেলিগ্রাম এ অবশ্যই আপনাদের এক্টিভিটিস বাধ্যতামূলক থাকতে হবে এবং সেখানে চেষ্টা করবেন ইংলিশ এ কথা বলার এবং PUSS নিয়ে কথা বলার। এমন করতে পারেন, PUSS সম্পর্কিত হয়তো কোনো তথ্য আপনার জানা রয়েছে। তাও আপনি সেখানে প্রশ্ন করতে পারেন কিংবা এমন কিছু ব্যাপার নিয়ে কথা বলতে পারেন। যেগুলো বাইরের কেউ দেখলে PUSS এর প্রতি ইন্টারেস্টেড হবে।

আর একটি কথা আপনাদেরকে আগেও বলেছি এখন ও বলছি। PUSS promotion সম্পর্কে সচেতন হোন, তা না হলে পরবর্তীতে কাজ করতে আপনাদের সমস্যা হবে। একটা কথা মনে রাখবেন, আমরা যখন বারবার একটা বিষয় সম্পর্কে hint দেই, সেখানে কিন্তু অবশ্যই কোনো ব্যাপার থাকে। আর আপুদের কোনো ব্যাক্তিগত সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, সুমন ভাই বরেন, SuperWalk নিয়ে কথা বলেন যেটা গত সপ্তাহে বলেছিলেন, একটা পোষ্টও করা হয়েছে, অনেকেই ব্যবহার করছেন হয়তো। এটা যেন সবাই বুঝতে পারেন তাই আগেই বলেছি বিষয়টি, আরো কয়েক দিন পরে এর ইভেন্ট শুরু হবে, আপনারা একটু বাড়তি সুবিধা পেলেন আগে হতে বিষয়টি জেনে। যেহেতু ইভেন্ট এ অনেক বড় প্রাইজপুল আছে, সবাই এটা নিয়ে কাজ করতে থাকেন যাতে একটু ভালো সুবিধা করতে পারেন। যারা এখনো এটা ইনসটল করেন নাই সবাইকে সেটা করতে বলেন। প্রতিদিনের যে টাস্কগুলো আছে কমিউনিটিতে, গত কয়েক দিন আগেই একটা ঘোষণা দেয়া হয়েছিলো নমিনেশন প্রতিদিন চালু রাখতে চাইলে সেগুলো কমপ্লিট করতে হবে এবং স্ক্রিনশট শেয়ার করতে। আমরা খুব বেশী চাপ দিতে চাইনি, এখনো অনেক করছেন না, কিন্তু আমরা পোষ্ট কিউরেশন অফ করি নাই।

এখন অধিকাংশ ইউজার করছেন, এটা প্রতিদিন করতে অনুরোধ করেন। প্রতিদিন করলে খুবই সহজ একটা টাস্ক হবে। যেহেতু আগামী কাল হতে নুতন তালিকা অনুযায়ী কিউরেশন শুরু হবে, তাই সবাইকে নিয়মিতভাবে এটা করতে অনুরোধ করেন, কেউ যেন গ্যাপ না দেয়, সেটা অনুরোধ করেন। উনি যে লিস্টটা দিয়েছেন প্রতিদিনের টাস্ক এর সেটা সবাইকে সেভ করে রাখতে বলেন। আগামীকাল হতে আমরা একটু হার্ডলাইনে যাবো এই বিষয়ে। সবশেষে পাওয়ার আপ কনটেস্ট নিয়ে কথা বলেন, সময়ও প্রায় শেষ। এবিউজ এ্যাকটিভিটিস নেই তেমন আমাদের কমিউনিটিতে। তবে বাহিরে বেশ এবিউজ হচ্ছে। এছাড়াও যে কোন প্রয়োজনে তাকে ডিএম করতে বলেন।

Untitled-110022.png

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, গত কয়েক সপ্তাহের থেকে এ সপ্তাহে সবার টুইটার অ্যাক্টিভিটিস বেশ দারুণ ছিল। সক্রিয় সদস্য ছিল ৪৬ জন। সবাই পোস্ট এবং পুস নিয়ে সুন্দর প্রমোশন করেছে। আমি সবার কাছে অনুরোধ করব, সবার কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তাছাড়া সবাই একটু নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করুন, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ করার জন্য পুস কয়েনে। সবমিলিয়ে প্রমোশন ঠিকঠাক মত চলুক এবং পুস কয়েনের কার্যকারিতা বৃদ্ধি পাক, এমনটাই কামনা করছি।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @alsarzilsiam ভাই বলেন, প্রথমে লেভেল তিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। এ সপ্তাহে লেভেল তিনের ক্লাস করানোর মত কোন ইউজার ছিলো না তবে এই সপ্তাহে লেভেল চারের ক্লাস নেওয়া হয়েছিল এবং ভাইভা পরীক্ষা আগামী সপ্তাহে নেওয়া হবে। ক্লাসের সময় এবং তারিখ এনাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ সপ্তাহে ৩ জন ইউজারকে ইনএক্টিভ লিস্টে পাঠানো হয়েছে।

কমেন্ট মনিটরের নিয়ে কিছু কথা বলতে চাই, এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি অনেকটা ভালোই কাজ করেছেন। তবে বেশ কিছু জায়গায় বেশ কিছু ভুল দেখতে পেয়েছি। এছাড়াও কিছু কিছু ইউজারের কমেন্টের তুলনায় রিপ্লাই এর সংখ্যা অনেক বেশি ছিল। সেই বিষয়গুলো রিপোর্টে উল্লেখ করা রয়েছে। আপনারা সবাই রিপোর্টটি ভালোভাবে দেখবেন ও আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন।

আপনারা ইতিমধ্যে জেনেছেন আজ বিটমার্টে $PUSS লিস্টিং হল ও আরো একটি সাইডে লিস্টিং হবে। সেই বিষয়ে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে যেন প্রমোশনের বিষয়টা অনেক ভালোভাবেই এগিয়ে যায়। দেখুন সবার কাছেই কিন্তু $PUSS রয়েছে. $PUSS এর দাম যদি বৃদ্ধি পায় সে ক্ষেত্রে আমরা সকলেই লাভবান হবো। নিজের কথা চিন্তা করে হলেও প্রমোশনের দিকগুলো একটু সামলে নেওয়ার চেষ্টা করবেন, ধন্যবাদ।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই, নমস্কার সবাইকে। টেম্পোরারি ইনএকটিভ লিস্ট নিয়ে শুরুতেই কিছু কথা বলে নেবো। যারা বর্তমানে টেম্পোরারি ইন অ্যাক্টিভ লিস্টে রয়েছেন তারা মাঝেমধ্যে পোস্ট করছেন ঠিকই কিন্তু তাদের কমিউনিটি এক্টিভিটিস নেই বললেই চলে। কমেন্ট সংখ্যা কিংবা ডিসকর্ড এঙ্গেজমেন্ট একদমই তলানিতে। যারা সম্প্রতি আবার একটিভ হওয়ার জন্য টিকিট কেটেছিলেন তারা সুমনদার পোস্টটি পড়ে সেই সেখানে জানানো কাজগুলি রোজ করবেন।

লেভেল ১ এর ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া হবে। দুজন সদস্য রয়েছেন, আর কেউ যদি নতুন কাউকে রেফার করতে চান তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে ফেলুন। তাহলে এই ব্যাচের মধ্যেই সেই সদস্যরা লেভেল ওয়ানের ক্লাস করে ফেলতে পারবেন। লেভেল টু এর ক্লাস সম্প্রতি নেওয়া হয়েছে। কদিন লেকচার শিট পড়ুন, ভিডিও টিউোরিয়াল দেখুন তারপর লিখিত পরীক্ষার প্রশ্নপত্র টি দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করলে তিনি বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। কমেন্টস মনিটরিং এর ব্যাপারে বলছি। এ সপ্তাহে আমার লিস্টে যে সকল ইউজাররা ছিলেন তাদের সকলেই মোটামুটি বেশ ভালই করেছেন। তবে কিছু কিছু ইউজারের ছোটখাটো বেশ কিছু বানান ভুল, এছাড়া ভয়েস টাইপিং এর ফলেও অনেক বানান ভুল ছিল। আরেকটি জিনিস লক্ষ্য করছি আপনাদেরকে ভুল ধরিয়ে দেওয়ার পরেও আবার সেই সেম কাজটি করছেন, কোন পরিবর্তন করছেন না। আশা করছি এ ব্যাপারটি পরবর্তীতে খেয়াল রাখবেন, এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

Untitled-11002233.png

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশন নিয়ে কথা বলেন, যথা নিয়মে নতুনদের তিনটি কাজ যথাযথভাবে করতে হবে, আমার বাংলা ব্লগ সাবসক্রাইব করতে হবে, বাংলা ইউটনেসকে ভোট দিতে হবে এবং আরএমইকে প্রক্সি সেট করতে হবে। মিনিয়াম ৫ হাজার পুশ কিনে হোল্ড করতে হবে। ট্রন এড্রেস লিংক আপ করতে হবে বাধ্যতামুলকভাবে এবং সবাইকে যথা নিয়মে পুশ প্রমোশনে অংশগ্রহণ করার আহবান জানান। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে ।

এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, হিরোইজম নিয়ে কথা বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার পরামর্শ দেন সবাইকে। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, মূলত আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। এরপর এবিবি ফান নিয়ে বলেন, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন।

তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়া হয়, ডোনেশন অথবা বেনিফিশিয়ারী দিতে পারেন আপনারা। তারপর এবিবি ফান অল চ্যানেল নিয়ে কথা বলেন সবাইকে সেখানে কাংখিত প্রশ্ন কিংবা অনু কবিতা জমা দেয়ার কথা বলেন। তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, খুব সুন্দরভাবে শো’টি চলছে, আমাদের মডারেটর সিয়াম ভাই আপনাদের সাথে যোগাযোগ করবেন । যারা অতিথি হিসেবে থাকবেন তাদের জন্য সম্মানীর ব্যবস্থা থাকবে। এরপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন। সবশেষে চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন এবং সবাইকে যথা নিয়মে অংশগ্রহণ করার উৎসাহ দেন।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতেই দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @monira999, @tasonya এবং @mohinahmed । এছাড়াও এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @shahid540 । এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন @selina75। এরপর শুভ ভাই দাদার সাথে শুভেচ্ছা বিনিয়ম করেন এবং বাড়ির সবাই কেমন আছেন সেটা জানতে চান। দাদা বলেন সবাই ভালো আছেন, হালকা হালকা শীত পড়েছে তবে কোন সমস্যা নেই।

এরপর দাদা পুশ নিয়ে কথা বলেন, শুরুতে নিজের হতাশা প্রকাশ করেন এবং বলেন $PUSS নিয়ে কাজ করা ছেড়ে দিয়েছেন দাদা। $PUSS প্রজেক্ট নিয়ে টীমের অনাকাংখিত ঘটনার বিষয়টি সামনে আনেন। যেভাবে কয়েনটি এগিয়ে যাচ্ছিলো খুব সহজেই আমরা ইন্ডিয়ান টাকায় ২টাকা ছাড়িয়ে যেতে পারতাম। কিন্তু ধৈর্য ধরলো না কেউ, অতিরিক্ত লোভের বশীভূত ক্যাশ আউট করা শুরু করে দিলো। ছোটখাটো মার্কেট পুশের, খুবই থিন মার্কেট। এখানে হিউজ ডাম্প দিলে মার্কেট পড়ে যায় এটাই নিয়ম। আর সব কয়েনের নিয়ম হলো হাইয়েস্ট উঠে আবার পড়ে যাওয়া, কোন কয়েন যদি শুধু উঠতে থাকে তাহলে বুঝতে হবে এটা স্ক্যাম কয়েন। কারন একটা সময় সে টাকা কড়ি নিয়ে বেরিয়ে যাবে।

উঠা-পড়াটা হলো রিয়েল ইনভেষ্টরদের পরিচয়। যেমন রুপক বেড়িয়ে গেলো অনেক ডলার নিয়ে, এরকম অনেকেই বেড়িয়ে গেছে। আবার এই ফাঁকে আরেক দল ঢুকেছে। নিয়ম হলো তাই, একদল বেড়িয়ে যাবে আরেক দল ঢুকবে। কিন্তু যেহেতু এটা নতুন কয়েন ছিলো, নতুন বিনিয়োগকারীর জন্য আমরা অপেক্ষা করছি এখনো, এভালুয়েশন ফেজে আসি আমরা, এখনো অনেক দূর বাকি। এই ফেজটাকে ক্রস করতে গেলে বা কয়েনটাকে জনপ্রিয় করতে গেলে, আর্লি ইনভেষ্টটর যারা দরুন, ১০০-২০০-১০০০ ডলার বিনিয়োগ করেছিলেন, এমনও দেখা গেছে যে ১০০ ডলার বিনিয়োগ করে ১ লাখ ডলার নিয়ে গেছে। তার মানে কত হিউজ একটা এমাউন্ট নিয়ে গেছে। টাকা তো আর আকাশ হতে পড়ে না, একটা ফান্ডপুল থাকে যেখানে সবার টাকা জমা থাকে। সেখান হতে যদি একজন ১০০ টাকা দিয়ে ১০০০ টাকা নিয়ে বেরিয়ে যায়, তাহলে বাকিদের তো ফান্ডে টান পড়বে, এটাই তো নিয়ম।

এজন্য স্লোলি সবাইকে ইউথড্রো করতে বলেছিলাম। স্লোলি করলে কি হবে? আমি দরুণ ১০০ কয়েন ইউথড্র করবো ৫ বছর ধরে, এই সময়ে তো কয়েন বসে থাকবে না। আরো বিনিয়োগকারী ঢুকবে আবার বেরিয়ে যাবে। তাতে কি হবে, আমার কয়েনটা হাইয়েষ্ট প্রাইজে বিক্রি করতে পারবো প্লাস আরো জনপ্রিয় হলে আরো উপরে উঠে যাবে। প্লাস সেলটা যদি কম থাকে মার্কেটে তাহলে বায়িং অপরচুনিটিটা যদি আরো বাড়ানো যায় তাহলে আরো বিনিয়োগকারী মার্কেটে ঢুকবে। তাতে মার্কেটে যে ফান্ডপুলটা থাকে যেটা আরো বৃহৎ হবে। সেক্ষেত্রে বাবলটা চুপসে যাবে না একটা সুন্দর স্মুথলি গ্রো করতে থাকবে। এটাই হলো সঠিক একটা ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট, ননস্ক্যাম প্রজেক্ট, যেটা স্লোলি চলে। কারন প্রথম দিককার বিনিয়োগকারীরা তারা তো জানে কয়েনের ভবিষ্যৎ কি হবে, আর সুযোগ থাকে খুব কম দামে ঢোকার। যেটা বাহিরের বিনিয়োগকারীদের বা অন্যদের সে সুযোগ থাকে না।

Untitled-110022334455.png

তারা যদি খুব কম দামে ক্রয় করে খুব বেশী দামে একবারে সেল দিয়ে দেয়, তাহলে তো মার্কেট শেষ হয়ে যাবে। এটা বুঝাতে ব্যর্থ হয়েছিলাম আমি। কারন অতিরিক্ত লোভ, মাত্রাতিরিক্ত লোভ। আমি তার আচরণ দেখে অবাক, প্রসঙ্গক্রমে দাদা একজন এক্স টীম মেম্বার এর কথা বলেন। যারা টীম মেম্বার না, আমার বাংলা ব্লগের এ্যাডমিন কিংবা মডারেটর না, তারা লাভ করবে, বেরিয়ে যাবো সেটা স্বাভাবিক। কিন্তু সেই টীম মেম্বার এর আচরণ দেখে আমি খুবই অবাক। আসলে মানুষ চিনতে তো আমি ভুল করেছি। তাকে আমি সৎ ভেবেছিলাম, যদিও কোনদিনও আমি মানুষ চিনতে পারিনি। উপকারীর প্রতি সামান্যতম কৃতজ্ঞতাবোধ বা আনুগত্যবোধ এর অভিধানে এমন কিছু নেই । চরম একটা লোভী ছেলে, সুযোগ সন্ধানী, সুযোগ পাবে ব্যস বেরিয়ে যাবে। তাকে সুযোগ দেয়া হয়েছে দরকার হলে তাকে খুন করে টাকা নিয়ে বেরিয়ে যাবে, এই ধরনের মানসিকতা । এই ধরনের ছেলে যদি টীমে থাকে তাহলে তো একটা বড় বাধা আসবে।

সেক্ষেত্রে একটা সিরিজ ক্রাশ লেগেছিলো মার্কেটে, এখন ন্যাচারাল ওয়েতে চলছে মার্কেট। আমি মার্কেট ম্যানিপুলেশন করি না। আমি ইচ্ছে করলে করতে পারতাম, জাস্ট দুটো বাই করবো মার্কেট একদম আকাশচুম্বি কিন্তু তাতে কোন মজা নেই। মার্কেট মার্কেটের মতো নিয়মে চলবে। ন্যাচরাল ওয়েতে বাই-সেল, ন্যাচারালভাবে মার্কেটের ভাগ্য, কয়েনের ভাগ্য, ইনভেষ্টটর এবং ট্রেডারদের হাতে। তারা চাইলে আকাশে তুলবে, তারা চাইলে নামাবে, এটাই হলো একদম সহজ সিস্টেম। এমনভাবে চললে কয়েনের একটা ভবিষ্যৎ থাকবে। সেভাবেই এখনো চলছে কয়েন, এটা আমি আগের হ্যাংআউটেই বলে দিয়েছিলাম যে প্রজেক্ট আমি ড্রপ করে দিয়েছি। জাস্ট কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি অংশগ্রহন নিয়েছি এবং লিষ্টিং, একটা লিষ্টিং করতে গেলে কি কি ফি লাগে সেগুলো বলেন দাদা।

প্রথম একটা ফিক্সড লিষ্টিং ফি যেটা ২০-২৫ হাজার ডলার, এরপর কি চায়? এরপর মার্কেটিং ফান্ড চায় সেটাও প্রায় ২০ হাজার ডলার এর কম থাকে না, তারপর শেষে চায় এমএম ফান্ড, সেটাও ৫০ হাজার ডলারের কম না। তাহলে আপনি যোগ করে দেখুন, ৯৫ হাজার হতে ১ লাখ ডলার, এটা হলো প্রতিটি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এক্সচেঞ্জে লিষ্ট করার ফি। হিউজ টাকা তো আর কেউ দিতে পারবে না, কারন আমাদের টীম মেম্বারদের কেউ সেরকম আর্থিক সামর্থ না প্লাস ইচ্ছাক্রত দেবে না কেউ। সেক্ষেত্রে জাস্ট এই সাপোর্টটা আমি দিয়ে যাচ্ছি। আর কয়েনের অন্যান্য তেমন কিছুতে আমি নাক গলাচ্ছি না। দিন শেষে কি হবে কিছুই বলা যায় না। তবে যদি তার বিনিয়োগকারীরা, টীমমেম্বাররা, এরা যদি সৎভাবে চালায় তবে কয়েন অনেকটা উপরে উঠবে এটা নিশ্চিত। শুধু উপরে উঠবে না টিকে থাকবে, মার্কেটে উপরে উঠাটাই স্বার্থকতা না টিকে থাকাটাই স্বার্থকতা।

কয়েনটা যদি বছরের পর বছর টিকে থাকে প্লাস এর ইউটিলিটি, এটা আমি রাজী হয়েছি অবশেষে এর ইউটিলিটি ক্রিয়েশন করতে। তাতে মাসিক হয়তো ১ লাখ ডলার সমান প্রফিট জেনারেট করতে হবে যেটা স্টিমিট এ্যাকটিভ ব্লগারদের মাঝে ডিসট্রিবিউট হবে। এটা হলো ইউটিলিটি পুশ কয়েনের কারন আমরা যে সিস্টেমটা আনতে চাচ্ছি, হয়তো আনতে পারবো সেটাও স্টিম রিপ্লেস করবে । অর্থাৎ যে স্টিমটা আমরা রিওয়ার্ডস হিসেবে পাচ্ছেন তার বদলে পুশ রিওয়ার্ডস হিসেবে পাবেন। আপনাকে ফোর্সলি কেউ বলবে না মার্কেটে সেল দিবেন না, জমিয়ে রাখবেন, এমন কিছু না। স্টিমিট এর মতো ইচ্ছে করলে সেল দিবেন, ইচ্ছে করলে জমিয়ে রাখবেন। ইচ্ছে করলে পাওয়ার আপ করবেন, ওটা পুশ পাওয়ার আপ করার সিস্টেম থাকবে। ইচ্ছে হলে পাওয়ার আপ করে আপনার ভোটিং ভেল্যু আরো বাড়িয়ে নিবেন। এই রকম সিস্টেম থাকবে আরকি।

এটা হলো আমাদের ইউটিলিটি প্লাস স্টিমিট একাউন্স জেনারেশন এটাও একটা ইউটিলিটি। গেমিং ইউটিলিটি থাকবে, মাইনিং ইউটিলিটি থাকবে, আপাদত বুষ্টিং ইউটিলিটি আছে যেটা আপনারা প্রায় ২ লাখ ২০ হাজার ডলার বিনিয়োগ করেছে মানুষজন। এগুলো আমি জাস্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্টে হেল্প করবো। বার্নিং এ কোন সাড়া পাওয়া যায়নি। বার্নিং এ হিসেব করে সবাই পুশ বার্ন করেছে। এই জন্য আমি বলেছিলাম আর ক্যাম্পিং চালানোর দরকার নেই। ঠিক এমনভাবে হিসেব করা হয়েছে আমি ভোট পাবো ১০ ডলার তাহলে আমি ৫ ডলারের পুশ বার্ন করবো। মানে ১০ ডলারের ভোট পাবো ৫০% তো কিউটরের কাছে চলে যাবে তাহলে আমি ৫ ডলার পাবো, যাতে আমার কোন লস না হয়। এমন মানসিকতা যাদের সেই গ্রুপে বার্নি! কোনদিন সাকসেস হয়? বার্ন টু আর্ন দিয়েছিলাম যে আমি এটা করবো তার এগেনেষ্ট এ কিছু পাবো। আমার লস হবে না কিছু।

কিন্তু একদম হিসেব করে করে সবাই বার্নিং করেছে সাতদিনের ক্যাম্পেইন এ, সে জন্য আমি সেটা বাদ করে দিয়েছি ওটা আর আনবো না। যেখানকার ইউজাররা একটা ফুটো পয়সা ছাড়তে রাজি না, ফ্রি ফ্রি কেন আমি তাদের দিবো? আপনার প্রতি যদি আমি উদার মনোভাব সম্পন্ন হই তাহলে আপনাকেও উদার মনোভাব সম্পন্ন হতে হবে আমার প্রজেক্টের প্রতি, এটাই হলো স্বার্থকতা। আমি শুধু দিয়েই যাবো আর আপনি শুধু নাক উচু করে নিয়েই যাবেন, তার বিনিময়ে কোন কিছু করবেন না। এই যে কয়েকটা সাইড দিলাম লিংক দিলাম, কেউ ভোট দেয় নাই। ৭-৮ দিন পরও কোন কোন সাইডে দেখলাম মাত্র ৪-৫টা ভোট। তার মানে আমি শুধু কাজ করবো আমাকে শুধু টাকা দিয়ে যাও। এই মানসিকতা হতে বেরিয়ে আসতে হবে। ধীরে ধীরে সেই পথে এগুচ্ছি আমরা। স্টিমিট এর একটা বড় ব্রেক থ্রো-র অপেক্ষায় আছি আমরা। এসডিবি চালু হলে আপনারা এখন যে ইনকাম করেন এটা চারগুন হবে, কেউ দশ ডলারের ভোট পেলে সে চল্লিশ ডলারের ভোট পাবে।

Untitled-1100223344.png

সে সময়ে ফ্রি ইনকাম অফ করে দিবো আমি, সেক্ষেত্রে আপনারা খেটে-খুটে স্টিমিকিউরেটরের কাছ হতে নিতে পারেন, না হলে অন্য কমিউনিটিতে চলে যান কোন সমস্যা নেই। কিন্তু এখানে থাকতে হলে কাজ করতে হবে, কমেন্ট বা এনগেজমেন্ট এই চাপটা একটু কমিয়ে দিবো যাতে কাজ করতে পারেন। কিন্তু কাজ না করে ইনকামের আর কোন অপশন নেই। আর কৃত্রিমভাবে কোন কিছু করায় বিশ্বাসী না, যা হবে অর্গানিকভাবে । সে মার্কেট হোক, পুশ হোক, স্টিম হোক, যাইহোক। স্টিম আর পুশ এর বিনিয়োগকারী বা হোল্ডাররা সেম মানসিকতার, স্টিম উঠতে পারে না কেন? একটু উঠলেই অমনি সেল দেয়ার জন্য ব্যস্ত হয়ে উঠে। হোল্ড করলে যে মার্কেট আরো উপরে উঠবে, আরো তাদের ইনকামটা যে গ্রো করবে, এটাই বুঝতে চায় না। এজন্য সমগ্র স্টিমিট এর ফ্রি আর্নিংস বন্ধ করে দিবো, দরকার হলে অন্য সিস্টেমে চলে যাবো। স্টিমকিউরেটর এর সাথে সংঘাত হলে হবে, কিন্তু আমি এই ফ্রি ইনকাম করতে দিবো না কাউকে। হয় তুমি কিছু বিনিয়োগ করো না হয় ভালোভাবে কাজ করো।

কিন্তু কোন এনগেজমেন্ট নেই, কিচ্ছু নেই শুধু একে তেল, ওকে তেল মারলাম, স্টিমকিউরেটকে তেল মারলাম, ডাউনভোট পড়বে দরকার হলে। টিপুর একাউন্টগুলোতে যারা ফার্মিং করতো ৬৫-৭০ ডলার দেখলাম সবগুলো ডাউনভোট দিয়ে জিরো করে দিয়েছে। আমি করিনি আমাদের সিস্টেম করেছে দেখলাম। তার মানে ফুল আর্নিংসটা ডাউন করার সামর্থ আছে আমাদের। এখন ইনকাম কম চাপও কম, যখন ইনকাম প্রচুর হবে তখন এগুলো দেখবো আমরা। আর এসব না দেখরে স্টিম জনপ্রিয় হবে না। হচ্ছে না, কিছু লেজি ব্লগার, ফেক আইডেন্টটিটি, একই ইউজার অনেকগুলো একাউন্ট খোলে ফার্মিং করে। কেউ যদি একের অধিক একাউন্ট খোলে তাহলে তাকে ঘোষণা দিতে হবে, তাতে সমস্যা নেই। কিন্তু আমি গোপনে চুরি করে করে দুটো তিনটে একাউন্ট খোললাম, আর একাউন্ট খোললে সাথে সাথে আমরা জানতে পারি। এই যে রুপক একটা আইডি খোলেছে সাথে সাথে জানতে পেরেছি আমরা।

১ লাখ ৮০ হাজার স্টিম ডিপোজিট করলো সেটাও জানতে পারলাম। এখন আপনারা কি জানেন সেটা আমরা জানি না, স্টিমিট এর সিস্টেমটা তো আমাদের হাতে আছে। তা আমরা সব সময় অবজার্ভ করি চেক করি, আপনি সব কিছু গোপন করতে পারেন ভাবলেন যে আমাকে কেউ ধরতে পারবে না, আমরা সব ধরতে পারি, ট্রাপ করতে পারি। খুব বেশী সময়ও লাগে না। তাতে আপনি শত চেষ্টা করলেও কোন স্ক্যাম করতে পারবেন না। স্টিমিট ইন কর্পোরেশন এর সাথে একটা চুক্তিতে যেতে চাচ্ছি, আপাদত কিছু কাজ এগিয়েছে দেখা যাক কি হয়। কিন্তু এই ধরনের কিছু করতে দিবো না আর আমি। একটা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে গেছে মানুষকে এই স্টিমিট, ২০১৬ সাল হতে এই অব্দি একটা হিসেব করে চমকে উঠলাম আমি, এতো হিউজ একটা ইনকাম করে নিয়ে গেছে অথচ ইউজাররা কোন রকম দায়বদ্ধতা নেই প্লাটফর্মের প্রতি।

তারা শুধু আসে টুকটাক পোষ্ট করে চলে যায়, স্বজনপ্রীতিতো মাত্রাতিরিক্ত, অর্থাৎ যাদের কিউরেটর বানানো হয়, তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব অথবা নিজের ফেক আইডিতে ভোট দেয়। এগুলো সব দূর করতে হবে। আর উইটনেস এর ফার্মিং তো খুব চরম মাত্রায় ছিলো যেটা টপ উইটনেস স্টিমচিলার আমাদের সাথে সহযোগিতা করেই রিমুভ করেছে। উইটনেস এ ২০ জনের ভিতর ১৬জনই আমার ভোটে তারা উইটনেস আছে। উইটনেস এ যেই ভোট রিমুভ করেছি তারা বাহিরে চলে গেছে। এখন যারা আছে আমাদের পক্ষে আছে প্লাস স্টিমিট এর পক্ষে আছে। অর্থাৎ স্টিমিট এর ভালো কিছু করার পক্ষে আছে।

আমাদের হাতে ক্ষমতা আছে কারো একাউন্ট নাল করে দেয়ার, নাল করে দেয়ার অর্থ আপনার একাউন্টে যত অর্থ আছে সব কিছুই জিরো হয়ে যাবে। প্লাস যতগুলো পোষ্ট আছে সেগুলোও রিসেট হয়ে যাবে কোন পোষ্ট থাকবে না, ওয়ালেটে কোন স্টিম থাকবে না। এটা খুব বিপদজনক, কিন্তু এই এ্রাবিলিটি থাকা দরকার। যদি কোন বড় আকারের হ্যাংকিং হয়, বা বড় কিছু হয় তখন এটা করা দরকার হবে। খারাপ লোকের বিরুদ্ধেও পরবর্তীতে প্রয়োগ করা হবে। কারন কিছুটা ডিসেন্ট্রালাইজ এ কিছুটা সেন্ট্রালাইজেশন করে নিলাম আমি তা না হলে খারাপ ব্যবহার খুব বেড়ে যাচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা উচিত।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, nextgencrypto এবং Tron Linkup নিয়ে কথা বলেন তারপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করেন। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে চারটি কুইজ শেয়ার করা হয় এবং বিজয়ীকে সাথে সাথে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হয়। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিতভাবে এ্যাকটিভ থাকার আহবান জানান।

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে @aongkon গান, @neelamsamanta গান, @kausikchak123 কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি এবং সব শেষে @ah-agim কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Banner PUSS0.png

Sort:  
 2 months ago 

হ্যাংআউট মানে মোটিভেশন, পুরো সপ্তাহ জুড়ে যে যেরকম কাজ করেছে, তার একটা মোটিভেশনও বটে। আর এই মোটিভেশন থেকে পুনরায় নতুন উদ্যমে কাজ করার একটি দারুন মাধ্যম হলো বৃহস্পতিবারের হ্যাংআউট।ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

হ্যাং আউট শুরুই হয়েছিল বকা খাওয়া দিয়ে৷ আমি ভাবছিলাম ভাগ্যিস আমি গেস্ট ব্লগার নই৷

বেশ কয়েকমাস কাজ করলেও এখানের অনেক কিছুই অজানা, তাই দাদার অনেক কথাই বুঝে উঠতে পারি না৷ কিন্তু পরে আপনার লেখাটা পড়লে অনেকটাই বুঝতে পারি৷ তাই প্রতিসপ্তাহের মতো এই সপ্তাহেও অপেক্ষা করছিলাম কখন আপনি লিখিত দেবে৷ ধন্যবাদ ভাইয়া৷ আপনার এই লিখিত রূপের জন্য অনেককিছু বুঝতে সুবিধে হয়৷

 2 months ago 

সব সময়ের মতো এই সপ্তাহের হ্যাংআউটেও অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলাম। পুরো সপ্তাহ ধরে শুধু এই দিনটার জন্যই অপেক্ষায় থাকি। অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করা হয়েছিল। অনেক সুন্দর করে আপনি এই রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। যারা উপস্থিত ছিল না তারা পুরোটা ভালোভাবেই জানতে পারবে এই পোস্ট পড়ে।

 2 months ago 

এই সপ্তাহের হ্যাংআউট আপনি আজকে অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা মুহূর্ত কাটানো হয়েছে সব সময়ের মতো। এই সময়টা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 2 months ago 

আমার বাংলা ব্লগের ১৭১ তম সাপ্তাহিক হ্যাংআউট ছিলো আমার প্রথম হ্যাংআউটে অংশ গ্রহণ, সত্যি বলতে আমি সবাইকেই দেখেছি খুবই হেল্পফুল বিশেষ করে কমিউনিটি এডমিন ও মডারেটর সদস্যবৃন্দ। আমি প্রথম অংশ নিয়েও বেশ মজা পেয়েছি, বিশেষ করে শেষের কুইজ পর্বটি আমার অসাধারণ ভালো লেগেছে। আর আপনি যেভাবে পোস্টটির সারমর্ম লিখেছেন তাতে যারা অনুপস্থিত ছিলো মিটিং এ তারা সহজেই অনুমান করে বুঝতে পারবে মিটিং এর বিষয়বস্তু কি ছিলো আর কি কি নিয়ে আলোচনা হয়েছে।

 2 months ago 

গতদিনের হ্যাংআউট অনুষ্ঠান টি সত্যি খুব ভালো লেগেছিল। অনেক তথ্যে ভরপুর ছিল শো।আপনি প্রতিবারের মত গুছিয়ে উপস্থাপন করেছেন প্রত্যেকটি বিষয়,ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

সাপ্তাহিক হ্যাংআউটের অনেক সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ সপ্তাহে হ্যাং আউটে দারুন মুহূর্ত উপভোগ করেছিলাম।আসলে বৃহস্পতিবার মানে অন্যরকম আনন্দ। হাংআউটে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জন্য উপস্থাপন করা হয়।অনেক ধন্যবাদ ভাই হ্যাংআউটের দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

প্রতি সপ্তাহের হ্যাংআউট এ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। আমি সবসময় চেষ্টা করি সম্পূর্ণ আলোচনা শুনার তবে মাঝে মাঝে নেটওয়ার্কের জন্য মিস হয়ে যায়। তখন এই রিপোর্ট পড়ে সেই বিষয় গুলো জানতে পারি। এবারের হ্যাংআউটেও বেশ কিছু বিষয় আলোচনা করা হয়। আপনি সবার কথা গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া হ্যাংআউট এর রিপোর্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

এই সপ্তাহের হ্যাংআউটের সময়টি খুবই মজা করে উপভোগ করেছি আমরা। সেই সাথে প্রত্যেক এডমিন এবং মডারেটর খুবই গোছালো এবং ইম্পোর্টেন্ট কথা বলেছেন। যেগুলো আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আমাদের শ্রদ্ধেয় দাদা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই সাথে দাদাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই সপ্তাহে আমাকে ফাউন্ডার চয়েজ হিসেবে মনোনীত করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া হ্যাংআউট এর প্রত্যেকটি বিষয় পুনরায় আমাদের মাঝে পোস্টের মাধ্যমে তুলে ধরার জন্য।