আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৭৪ || ABB Weekly Hangout Report-174

in আমার বাংলা ব্লগyesterday

Hangout Format 174.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৪০৯ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৫১। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৬৪ জন।

হ্যাংআউট-১৭৪

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময়ের পূর্বে চলে আসেন এবং শীতের পরিবেশ নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন, এরপর বলেন আজকে চলমান প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে, অনেক কিছুর আপডেট শেয়ার করা হবে। তারপর সকলের কাছে জানতে চান শীতের প্রভাব কতটা বেশী। শুভ ভাই শীতের প্রভাবে একদম জমে যাওয়ার অবস্থা। এরপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য এবং হ্যাংআউট এর মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৭৪তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি শীত উপেক্ষা করে সবাই ভালো এবং সুস্থ আছেন। শুরুতেই গেষ্ট ব্লগারদের নিয়ে বলছি, এই মুহুর্তে কমিউনিটিতে ২৩জন গেষ্ট ব্লগার আছে তাদের মাঝে ১৭জন ইনএ্যাকটিভ, এবং ৬জন রেগুলার। রেগুলার যারা আছেন তারাও আবার ঠিক মতো পোষ্ট করেন না। যেমন আজকে কারো পোষ্ট কিউরেশনে দিতে পারি নাই। এছাড়া যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহে আমার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস মোটামুটি ভালো ছিলো এবং ডিসকর্ড এ্যাকটিভিটিসও কয়েকজন বাদে বাকি সকলের বেশ ভালো ছিলো।

তবে একটা বিষয়ে বার বার বলা হলেও সবাই সে বিষয়ে এখনো বেশ উদাসহীন রয়েছে আর সেটা হলো পোষ্ট করার কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পর পুশ এবং Super Walk এর টাস্কগুলো সম্পন্ন করে স্ক্রিনশট শেয়ার করছেন না। অনেককে কমেন্ট করার পর রেসপন্স করছেন কিন্তু কয়েক আবার একদমই রেসপন্স করছেন না। যারা রেসপন্স করবেন না তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে এবং কিউরেশন বন্ধ রাখা হবে। ধন্যবাদ সবাইকে।

Untitled-174-00.png

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, এই সপ্তাহে যে সকল ইউজার তার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস মোটামুটি সবই ঠিকঠাক আছে নতুন করে তেমন কিছু বলার নেই। যারা এ্যাকটিভ নয় তাদের নিয়মিত পোষ্ট করতে বলেন এবং এ্যাকটিভ হওয়ার অনুরোধ করেন।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং সকলের অবগতির জন্য জানান আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21দিদি কিছুটা অসুস্থ, তার জ্বর হয়েছে তাই দিদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং সবাইকে যার যার অবস্থান হতে দিদির জন্য প্রার্থনা করতে বলেন।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, আজকে স্পেসিফিক কোনো ইউজার কে নিয়ে কিছু বলছি না। তবে আমাদের পুশ প্রমোশনের জন্যে যেসব মেন্ডাটরি রুলস করা হয়েছিলো সেগুলোর কিছু কিছু অনেকে করছেন আবার কিছু কিছু মিস করছেন । তো অর্ধেক করলে আসলে হবে না। সব গুলো টাস্ক কমপ্লিট করে স্ক্রিনশট দিতে হবে। কারণ এখনো হাফ করলেও নমিনেশন দেওয়া হচ্ছে যদিও তা খুব কম। তবে এরপর থেকে আমরা একেবারেই না দেওয়ার চেষ্টা করবো।কারণ অনেক সপ্তাহ ধরে বলছি কথাটি। আর তেমন কিছু বলার নেই। আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা হলে জানাতে পারেন,ধন্যবাদ।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, একটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। বাংলাদেশে যারা মাস্টারকার্ড ব্যবহার করতে চান ডুয়েল কারেন্সির তাদের জন্য খুবই ভালো সুখবর আছে আমরা $PUSS এর সাথে এই রকম ইন্টিগ্রেশন করবো। তারা তাদের টাকাগুলো ইজিতে এটিএম হতে ক্যাশ আউট করতে পারবেন। এটা নিয়ে শীঘ্রই একটা ঘোষণা আসবে। ধন্যবাদ।

Untitled-174-0011.png

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, গত সপ্তাহের মতো এবারও সবার টুইটার এক্টিভিটিস ছিল একদম ধামাকা। বেশ সক্রিয় ছিল সবাই। এই ধারাবাহিকতা বজায় থাকলে আমি অবশ্যই চেষ্টা করবো, আমার নিজের জায়গা থেকে সবাইকে সম্মানিত করার জন্য। যারা এই কাজগুলো ঠিকঠাক মতো করে যাচ্ছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, মেন্ডেটরি যে টাস্কগুলো আমরা দিয়েছিলাম তারপর নতুন করে আপডেট করার পর মনে হয় অনেক ইউজার সেগুলো চেক করেন নাই, আগেরগুলোই সম্পন্ন করছেন শুধু। এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং পুনরায় সবাইকে গাইড করেন। অনেকেই আপডেটগুলো খেয়াল করছেন না শুধুমাত্র আগেরগুলোই করছেন কিন্তু নতুন যেগুলো সংযুক্ত করা হয়েছে সেগুলো করছেন না। এই কারনে একটা বিষয়ে অবশ্যই অনেকেই টের পেয়েছেন নমিনেশন কিছুটা কম গেছে অনেকের। সব কিছু ঠিকঠাক আছে কিন্তু টাস্কগুলো অসম্পূর্ণ থাকার কারনে পোষ্ট নমিনেশনে দিতে পারছি না আমরা। কারো যদি কোন সমস্যা থাকে টাস্কগুলোর লিংক ওপেন হওয়া নিয়ে, তাহলে সেটা তাকে জানাতে অনুরোধ করেন, তাহলে সমাধান করা হবে।

তারপর বলেন পাওয়ার আপ প্রতিযোগিতা গত সপ্তাহেই শেষ হয়েছে, জানুয়ারীতে সিজন-৫ নতুনভাবে শুরু হবে। তারপর সকলের উদ্দেশ্যে বলেন, যাদের যাদের টার্গেট অর্জন হয়েছে, অথবা কতটা টার্গেট পূরণ হলো কিংবা কতটা দূর এখনো বাকি আছে, সেগুলো নিয়ে একটা পোষ্ট করতে বলেন, ভবিষ্যতে যদি এটা নিয়ে আমরা নতুন কোন চিন্তা করি তাহলে সেটা করতে সহজ হবে। সুপার ওয়াক নিয়ে কথা বলেন, গত সপ্তাহের পর সেটা শুরু করা হয়েছিলো। তাই এই সপ্তাহ হতে সবাইকে পুরো সপ্তাহের আপডেট নিয়ে পোষ্ট করতে বলেন, আমরা সাপোর্ট দেয়ার চেষ্টা করবো। এছাড়া তারা যেটা প্রাইজমানি ঘোষণা করেছেন সেটা তাদের হিসেবে দিবেন। তারপর ইভেন্ট নিয়ে কথা বলেন এবং সবাইকে অবশ্যই অংশঘ্রহণ করতে অনুরোধ করেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার সবাইকে। শুরুতেই টেম্পোরারি লিস্ট ইনএকটিভ নিয়ে কথা বলে নেবো। চলতি সপ্তাহে কাউকে এক্টিভ লিস্টে পাঠানো হয়নি। যে দুজন টেম্পোরারি ইনএকটিভ লিস্টে রয়েছেন তারা খুব কম পোস্ট করছেন। আপনাদের বলবো পোস্ট সংখ্যা বাড়ান সেই সাথে ডিসকর্ড ও কমিউনিটি এক্টিভিটিস দুটোই বাড়ান। সেক্ষেত্রে আপনাদের একটিভ লিস্টে যাওয়ার পথ অনেকটা সুগম হবে।

Untitled-174-001122.png

লেভেল ২ এ যিনি আছেন, তিনি নিয়মিত পোস্ট করতে থাকেন। যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লেভেল থাকাকালীন যত বেশি পোস্ট করবেন তত পোস্টের মান ভালো হবে। শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতায় যেসব সদস্যরা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের পোস্ট খুব ভালো হয়েছে। সবচাইতে ভালো লেগেছে, যেসব সদস্যরা শীতের ভোর থেকে শুরু শীতের সন্ধ্যা পর্যন্ত ছবি আকারে তুলে ধরেছেন। আবার আপনাদের সকলকে ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করলে তিনি বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এ সপ্তাহে তেমন কিছুই বলার নেই, তবে এ সপ্তাহে ইউজারদের অ্যাক্টিভিটিস আগের সপ্তাহ থেকে তুলনামূলকভাবে অনেক কম ছিল, এছাড়া অনেকেরই ছোটখাটো বানানের ভুলের পরিমাণও বেশি ছিল এবং অনেকেরই কমেন্টস এর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম ছিল। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশন নিয়ে কথা বলেন, সবার মিনিয়াম ৫ হাজার পুশ কিনে হোল্ড করতে হবে এবং এর পাশাপাশি ট্রন এড্রেস লিংক আপ করতে হবে বাধ্যতামুলকভাবে । তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে । এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, হিরোইজম নিয়ে কথা বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন।

নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার পরামর্শ দেন সবাইকে। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, মূলত আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। এরপর এবিবি ফান নিয়ে বলেন, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন সহজেই। এরপর এবিবি ফান ফর অল নিয়ে কথা বলেন এবং সবাইকে কাংখিতভাবে প্রশ্ন জমা দেয়ার অনুরোধ করেন। যাদের প্রশ্ন নির্বাচিত হচ্ছে তাদের বেনিফিশিয়ারীর মাধ্যমে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে।

তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়া হয়, ডোনেশন অথবা বেনিফিশিয়ারী দিতে পারেন আপনারা। তারপর এবিবি ফান অল চ্যানেল নিয়ে কথা বলেন সবাইকে সেখানে কাংখিত প্রশ্ন কিংবা অনু কবিতা জমা দেয়ার কথা বলেন। তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, খুব সুন্দরভাবে শো’টি চলছে, আমাদের মডারেটর সিয়াম ভাই আপনাদের সাথে যোগাযোগ করবেন । যারা অতিথি হিসেবে থাকবেন তাদের জন্য সম্মানীর ব্যবস্থা থাকবে। এরপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন। যারা সুপার এ্যাকটিভ তালিকায় থাকছেন তাদের সোমবার হতে রবিবারের মাঝে সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করা হয়।

Untitled-174-00112233.png

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতেই দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @monira999, @narocky71 এবং @mohinahmed । এছাড়াও এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @green015। এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন @neelamsamanta। এরপর দাদা pussfi ডেবিট কার্ড নিয়ে কথা বলেন। এটা শুধুমাত্র আমাদের নিজেদের জন্য সীমিত ছিলো, জেনারেল ইউজারদের মাঝ হতে মাত্র কয়েকজন বা এক দুইজনের লাগতে পারে। এটা হলো আমাদের যে স্টাবল কয়েন PUSS USD (PUSD) যেটা এখনো আসেনি, ওটা আসলে ওটা দিয়ে কার্ড ফান্ড করতে পারবে।

আমাদের তো নিজেদের অনেক বিদেশী সার্ভিস কিনতে হয় যেমন ডিসকর্ডের সার্ভার বোষ্টিং, এমন পেমেন্ট করার জন্য পুশ দিয়ে সরাসরি করা যাবে। আর ইউজারদের জন্য যেটা উন্মুক্ত করা হবে, এটা VISA Card Service Provider তাদের সাথে আমরা কন্ট্রাক্ট করেছি। সেটা হলো পুশ দিয়ে সরাসরি ডিপোজিট করতে পারবে কার্ডে তারপর সে কার্ড ফিজিক্যাল এবং ভার্চুয়াল দু রকমভাবে ব্যবহার করতে পারবে। কেউ এক কোটি পুশ ক্যাশ আউট করতে চায়, তাহলে জাস্ট কার্ডে আপলোড করবে এবং এটিএম বুথ হতে টাকা উত্তোলন করে নিতে পারবে।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং টিনটিন ও টুনকোসহ পরিবারের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করেন। তারপর সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিতভাবে এ্যাকটিভ থাকার আহবান জানান। তারপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর কিংপ্রস ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে দুটি কুইজ শেয়ার করা হয় ।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং চলমান প্রতিযোগিতা-৬৬ শেয়ার করো তোমার সেরা শীতকালীন সেরা ফটোগ্রাফি এর চুড়ান্ত ফলাফল পাওযার বিষয়টি সবাইকে অবহিত করেন। তারপর প্রতিযোগিতার বিজয়ীদের নাম প্রকাশ করেন। প্রথমে শেষের দিকে বিজয়ীর নাম প্রকাশ করেন এবং তারপর ধারাবাহিকভাবে উপরের দিকের বিজয়ীদের নাম প্রকাশ করেন, তাদের সবার অনুভূতি প্রকাশ করার সুযোগ দেন।

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে @selinasathi1 কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি, @neelamsamanta কবিতা আবৃত্তি, @kausikchak123 কবিতা আবৃত্তি এবং সবশেষে @ah-agim কবিতা আবৃত্তি কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Banner PUSS0.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

প্রতি সপ্তাহের মতো হ্যাং আউটের লিখিত পড়ে খুব উপভোগ করলাম। যা যা আলোচনা ও কথপোকথন হয়েছিল সবই মনে পড়ে গেল।ধন্যবাদ ভাইয়া। সুন্দর ভাবে গুছিয়ে পোস্টটি উপস্থাপন করার জন্য ।

 23 hours ago 

হ্যাংআউট রিপোর্ট টি দেখে ভীষণ ভালো লাগলো ৷ বিস্তারিত জানতে পরলাম , একটু ব্যস্ততার জন্য সম্পূর্ণ হ্যাংআউট শোনা হয়নি ৷ তবে এই রিপোর্ট থেকে সব জানতে পেরে ভীষণ ভালো লাগছে ৷ খুব সুন্দর ভাবে সম্পূর্ণ সম্পূর্ণ হ্যাংআউট রিপোর্ট টি তুলে ধরছেন ৷ খুবই ভালো লাগলে দেখে , অসংখ্য ধন্যবাদ দাদা ৷

 23 hours ago 

গত বৃহস্পতিবারের হ্যাংআউট টি খুবই মজার সাথে উপভোগ করেছি আমরা। আমাদের ইউজারদের জন্য শ্রদ্ধেয় এডমিন এবং মডারেটর প্যানেল খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন সেই সাথে স্বাগতা দিদির সুস্বাস্থ্য কামনা করছি। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই হ্যাংআউট এর প্রত্যেকটা রিপোর্ট আমাদের মাঝে পুনরায় সুবিন্যস্ত ভাবে উপস্থাপন করার জন্য।

 22 hours ago 

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৭৪ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। কোন কিছুই বাদ পড়েনি। বরং আমার যেগুলো মিস হয়ে গিয়েছিল, সেগুলো রিভিউ হয়ে গেল। খুব গোছালো, সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৭৪ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 21 hours ago 

প্রতি সপ্তাহে এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষায় থাকি। হ্যাংআউটের মাধ্যমে আমরা পুরো সপ্তাহের কাজ সম্পর্কে ধারণা নিতে পারি। দাদা সহ প্রত্যেকটা এডমিন মডারেটর অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলে থাকেন। খুব ভালোভাবে হ্যাংআউটের মুহূর্ত অতিবাহিত করেছিলাম। আপনি অনেক সুন্দর করে এটা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।

 20 hours ago 

সাপ্তাহিক হ‍্যাংআউট রিপোর্ট আমাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করেছেন, এটা দেখে অনেক ভালো লেগেছে। যেহেতু সুন্দর একটা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছিল, তাই জন্য এই হ্যাংআউট আরো বেশি জমজমাট হয়ে উঠেছিল। পুরোটা এই পোস্টের মধ্যে খুব সুন্দর করে শেয়ার করেছেন।

 16 hours ago 

সাপ্তাহিক হ্যাংআউটের রিপোর্টটি বেশ দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। হ্যাংআউটের রিপোর্টটি পড়ে মনে হচ্ছে আবারো হ্যাংআউটে অবস্থান করছি। হ্যাংআউটে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়। চেষ্টা করি সব সময় হ্যাংআউটে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ ভাই রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 13 hours ago 

বরাবরের মতো এবারের হ্যাংআউট বেশ উপভোগ করেছি। আরিফ ভাই এবং দাদা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। বিশেষ করে কার্ডের ব্যাপারটা জেনে সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এই রিপোর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 hours ago 

প্রতি সপ্তাহের মত এই সপ্তাহের হ্যাংআউট বেশ ভালো কেটেছে বিশেষ করে আমাদের সবার প্রিয় দাদা বড় একটি সুখবর দিয়েছে। $puss যেন প্রতিদিন এগিয়ে যাচ্ছে।