“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৪৩০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৪০। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৬৮ জন।
হ্যাংআউট-১৭৫
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই সময়ের পূর্বে চলে আসেন এবং শুরুতেই ঠান্ডার অনুভূতি শেয়ার করেন, সবাইকে স্বাগতম জানান যারা যেখান হতে শুনছেন, যদিও আবহাওয়া উষ্ণ নয় তবুও আমরা চেষ্টা করছি পরিবেশটাকে উষ্ণ রাখার জন্য, সবার সহযোগিতা কামনা করেন। অনেক কিছু শেয়ার করা হবে, প্রত্যেকটি কথা শুনার এবং মানার চেষ্টা করতে সবাইকে অনুরোধ করেন, পুরো সপ্তাহের আপডেট শেয়ার করার চেষ্টা করা হয় এই সপ্তাহিক হ্যাংআউটে এবং কথাগুলো অবশ্যই সকলের জন্য গুরুত্বপূর্ণ। এরপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য এবং হ্যাংআউট এর মূল পর্ব শুরু করেন।
এরপর কথা বলি আমি
@hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৭৫তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি শীতের শীতল পরিবেশে সবাই ভালো এবং সুস্থ আছেন। যদিও চারপাশে ঠান্ডাজনিত অসুস্থতার হার বেশ বেড়ে গেছে। শুরুতেই গেষ্ট ব্লগারদের নিয়ে বলছি, এই মুহুর্তে কমিউনিটিতে ২৩জন গেষ্ট ব্লগার আছে তাদের মাঝে ১৭জন ইনএ্যাকটিভ, এবং ৬জন রেগুলার। কাংখিতভাবে যারা পোষ্ট করছেন তাদের সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহে আমার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস মোটামুটি ভালো ছিলো।
দুই একজন বাদে বাকিদের ডিসকর্ড এনগেজমেন্টও ভালোও ছিলো। বিশেষ করে
@tauhida,
@emranhasan এবং
@nirob70 আপনাদের ডিসকর্ড এনগেজমেন্ট একদম লো ছিলো, সেটা বৃদ্ধি করার পরামর্শ রইল। এছাড়াও অনেকেই এখনো পুশ টাস্কগুলো ঠিক মতো করলেও Super Walk ঠিক মতো করছেন না, সে বিষয়েও সবাইকে যত্নশীল হওয়ার পরামর্শ রইল। ধন্যবাদ সবাইকে।
তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@nusuranur আপু,
@mahfuzanila আপনাকে টায়ারে দিতাম কিন্তু দিতে পারিনি আপনি মাঝেমাঝে পুশ প্রমোশন করেন।তাও তা খুব ই কম। এ দিকে অবশ্যই সিরিয়াস হবেন।আর
@namzul01 আপনাকে টায়ারে রাখা হয়েছে। কিন্তু আপনার একটিভিটিস একদম লো। এবার টায়ারে ইউজার কম তাই দিতে পেরেছি, নাহলে পারতাম না। আর যাদের একটিভিটিস একদম নেই, উনাদের কিছু বলার নেই। আর এবারের কনটেস্ট হলো শেয়ার করো তোমার প্রিয় শীতের রেসিপি।
আশা করবো সকলেই পার্টিসিপেট করবেন। আর এবিবির রেসিপি কনটেস্ট মানেই তো দারুণ কিছু, তাই এবার ও আশা করছি আমরা অনেক ভালো ভালো রেসিপি পাবো।আর অবশ্যই সময়ের মধ্যে পার্টিসিপেট করতে হবে। আর নিয়মগুলো সকলেই খুব ভালো ভাবে পড়বেন। সকলের জন্যে শুভকামনা রইলো। আর আপুদের কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, ধন্যবাদ।
এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স)
@rex-sumon সুমন ভাই, প্রথমে Super Walk নিয়ে কথা বলেন, ইভেন্ট এর ডিউরেশন ছিলো ৬ সপ্তাহ, এটা বাড়ানোর কথা হয়েছিলো আশা করা যায় সময় বাড়ানো হবে। এছাড়া যারা পুরো সপ্তাহের আপডেট পোষ্ট শেয়ার করছেন, আগামী শনিবার হতে সেটা কাউন্ট করা হবে পরের বৃহস্পতিবার পর্যন্ত, পোষ্টগুলো একটু চেক করবো এবং বাছাই করবো, তারপর নমিনেশনে পঠানোর চেষ্টা করবো, দাদা এক্সট্রা সাপোর্ট দিবেন এ বিষয়ে দাদার সাথে কথা হয়েছে। তাই সবাইকে ইভেন্টে অংশগ্রহণ করতে বলেন যারা এখনো অংশগ্রহণ করেন নাই তাদেরও অনুরোধ করেন, এ বিষয়ে টিউটোরিয়াল আছে দুটো সেগুলো দেখতে বলেন। তারপর পাওয়ার আপ কনটেস্ট নিয়ে বলেন, বছরের প্রথম হতে টাগের্ট ডিসেম্বর সিজন-৫ শুরু করা হবে, পোষ্ট এবং ঘোষণা দেওয়া হবে, তবে কিছু নিয়ম পরিবর্তন করা হবে, সেটা যথা সময়ে জানতে পারবেন।
তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম)
@moh.arif আরিফ ভাই কথা বলেন, এবিবি কিউরেশন এর লিংক নিয়ে কথা বলেন, ইতিমধ্যে সবাই হয়তো সেটা দেখেছেন। বোনাস ভোট বন্ধ করা হয়েছিলো, এই বোনাস ভোটগুলো আমরা পুশ ষ্ট্যাকিং বোনাস হিসেবে ব্যবহার করবো। তারপর সবাইকে এবিবি কিউরেশনের নতুন সাইডে ঢুকে সেটায় কিভাবে যুক্ত হতে হবে সে বিষয়ে গাইড করেন সবাইকে। পুশ লক করতে চাইলে সেটা কিভাবে করতে হবে সে বিষয়েও গােইড করেন সবাইকে। ইউজার নেম হবে স্টিম ব্লকচেইনের ইউজার নেম, না হলে রেজিষ্ট্রেশন হবে না। নিয়মগুলো সবাইকে ফলো করতে হবে। কেউ কেউ মেইল ভুল দিচ্ছেন আবার কেউ বিষয়টি বুঝতে পারছেন না, তাই অনেকেরই সমস্যা হচ্ছে। সে বিষয়ে সবাইকে গাইড করেন। ইমেইল ভেরিফেকশন কিভাবে হবে সেটাও উপস্থাপন করেন। লগ ইন করার পরের ধাপগুলোও বর্ণনা করেন আরিফ ভাই। তবুও কারো কোন সমস্যা হলে টিকেট কাটতে অনুরোধ করেন।
কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং)
@shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, এ সপ্তাহে সবার টুইটার এক্টিভিটিস ছিল একদম ধামাকা। ৫৩ জন সক্রিয় সদস্য ছিল এবং প্রধান তালিকায় ছিল ২৩ জন সদস্য। তাছাড়া প্রায় ৩০০ এর কাছাকাছি পোস্ট প্রমোশন হয়েছে টুইটারে। আমি সবার কাছে কৃতজ্ঞ, তাদের কার্যক্রমের জন্য। সবাই তাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখুক, আমি চেষ্টা করব ধীরে ধীরে সবাইকে সম্মানিত করার জন্য।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর
@alsarzilsiam ভাই বলেন, প্রথমেই লেভেল ৫ সম্পর্কে কিছু কথা বলতে চাই। গত সপ্তাহে লেভেল ফাইভ এর ৬ জন পরীক্ষার্থী ছিল এবং ৬ জনেই লেভেল ফাইভ পাশ করেছেন। সবমিলিয়ে তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের আগামীর ব্লগিংয়ের পথ যেন আরো সুন্দর হয় সেটাই কামনা করছি। লেভেল তিনে একজন ইউজার রয়েছে তাই ক্লাসটি খুব শীঘ্রই নিয়ে নেওয়া হবে এবং লেভেল ফোর এ ক্লাস নেওয়ার মতো কোন সিজার বর্তমানে নেই।
কমেন্ট মনিটরিং বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা কিন্তু লক্ষ্য করি একটি কমেন্ট এরপরে আরেকটি কমেন্ট কত সময় পরে হচ্ছে এক্ষেত্রে আমরা বুঝতে পারি আসলে আপনারা সেই পোস্টটি পড়ে কমেন্ট করেছেন কিনা। এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু আমাদের নাম্বারগুলো দিতে হয় তো আপনারাও এসব চালাকি বিষয়গুলো একটু এভয়েড করার চেষ্টা করবেন। বর্তমান যে রিপোর্টটা পাবলিস্ট হবে সেই রিপোর্ট দেখে আপনাদের সমস্যাগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন।
নিজ নিজ জায়গা থেকে PUSS প্রমোশনের বিষয়গুলো একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে প্রমোট করার চেষ্টা করবেন। বিশেষ করে মেন্ডাটরি যে টাস্কগুলো রয়েছে সেগুলো প্রতিনিয়তই আপনারা পূরণ করবেন এবং সেটার প্রুভ আপনাদের পোষ্টের নিচে কমেন্টের মাধ্যমে দিয়ে দিবেন, ধন্যবাদ সবাইকে।
তারপর কথা বলেন কমিউনিটির মডারেটর
@kingporos ভাই বলেন, নমস্কার সবাইকে। যারা বর্তমানে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে রয়েছেন তাদের পোস্ট সংখ্যা খুবই কম। যে কারণে আপনাদের কাউকেই অ্যাক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হচ্ছে না। আপনারা পোস্ট সংখ্যা বাড়ান সেই সাথে একটিভিটিস কিছুটা হলেও বাড়ান তাহলে আপনাদের একটি লিস্টে পাঠানো সম্ভব হবে। নিউ মেম্বার হিসেবে রয়েছেন তাদের কেউই মেনশন করলে রিপ্লাই দেন না। তাদের রেফারেলদের আমি অনুগ্রহপূর্বক বলব, আপনাদের রেফারেলরা যদি লেভেল ওয়ানের ক্লাস করতে ইচ্ছুক হন তাহলে যেন আমাকে অবশ্যই লেভেল ওয়ানে চ্যানেলে মেনশন করেন। ধন্যবাদ
এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশন নিয়ে কথা বলেন, শুরুতে এবিবি কিউরেশন এর বোনাস ভোট নিয়ে বলেন, বোনাস ভোট পেতে চাইলে পুশ ষ্টেক থাকতে হবে, এছাড়াও ডেলিগেশন থাকতে হবে। সবার মিনিয়াম ৫ হাজার পুশ কিনে হোল্ড করতে হবে এবং এর পাশাপাশি ট্রন এড্রেস লিংক আপ করতে হবে বাধ্যতামুলকভাবে । এছাড়াও বাংলা উইটনেসকে ভোট দিতে হবে, দাদাকে উইটনেস প্রক্সি সেট করতে হবে। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে । এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, হিরোইজম নিয়ে কথা বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন।
নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার পরামর্শ দেন সবাইকে। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, মূলত আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। এরপর এবিবি ফান নিয়ে বলেন, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন সহজেই। এরপর এবিবি ফান ফর অল নিয়ে কথা বলেন এবং সবাইকে কাংখিতভাবে প্রশ্ন জমা দেয়ার অনুরোধ করেন। যাদের প্রশ্ন নির্বাচিত হচ্ছে তাদের বেনিফিশিয়ারীর মাধ্যমে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে। অনেকেই প্রশ্ন জমা দিচ্ছেন কিন্তু মতামত শেয়ার করছেন না, সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং যথা নিয়মে প্রশ্ন জমা দেয়ার অনুরোধ করেন।
তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়া হয়, ডোনেশন অথবা বেনিফিশিয়ারী দিতে পারেন আপনারা। তারপর এবিবি ফান অল চ্যানেল নিয়ে কথা বলেন সবাইকে সেখানে কাংখিত প্রশ্ন কিংবা অনু কবিতা জমা দেয়ার কথা বলেন। তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, খুব সুন্দরভাবে শো’টি চলছে, আমাদের মডারেটর সিয়াম ভাই আপনাদের সাথে যোগাযোগ করবেন । যারা অতিথি হিসেবে থাকবেন তাদের জন্য সম্মানীর ব্যবস্থা থাকবে। এরপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন। যারা সুপার এ্যাকটিভ তালিকায় থাকছেন তাদের সোমবার হতে রবিবারের মাঝে সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করা হয়। তারপর চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, আশা প্রকাশ করেন শীতের দারুণ সকল সবজির রেসিপি দেখতে পারবেন।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা, বাহিরে গিয়েছিলো দাদা নতুন কেডস কিনে এনেছেন সে বিষয়ে অনুভূতি শেয়ার করেন। তারপর দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন,
@tasonya,
@narocky71 এবং
@mohinahmed । এছাড়াও এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন
@limon88। এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন
@nevlu123। এরপর দাদা চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, পরবর্তীতে বার-বি-কিউ জাতীয় কিছু হলে দাদা অংশগ্রহণ করবেন। সবজির মাঝে দাদার সবচেয়ে প্রিয় হলো ব্রকলি, সে বিষয়ে কথা বলেন এবং স্বাদের রেসিপি সম্পর্কে আইডিয়া শেয়ার করেন।
তারপর দাদা এবিবি কিউরেশনে পুশ ষ্টেকিং নিয়ে কথা বলেন, পুশ ষ্টেকিং চালু হয়ে গেছে এখানে আপনারা পুশ ষ্টেকিং করতে পারবেন আবার যখন খুশি আনষ্টেকিং করতে পারবেন। তবে আনষ্টেকিং কিন্তু একদম স্টিমিট এর মতো সিস্টেম, অর্থাৎ ৭দিন পর পর চারটি ধাপে আনষ্টেকিং কমপ্লিট হবে। আমরা স্টিম পাওয়ার যেভাবে ডাউন দিয়ে থাকি। ভবিষ্যতে আমরা ধীরে ধীরে পুশ ষ্টেকিং এ ভোটিং সিস্টেম চালু করবো। এখন আমরা ১ হতে ২ কোটি পর্যন্ত ষ্টেকিং আশা করছি কিন্তু যখন আমরা পুরো স্টিমিট এ পুশ ষ্টেকিং চালু করবো তখন অনেক বেশী হবে। এর মাঝে আরিফ ভাই জানান ইতিমধ্যে এক কোটির উপর পুশ ষ্টেকিং হয়ে গেছে।
পুশ হবে মোস্ট ষ্ট্যাবল কারেন্সি একটা সময়। আর আমরা অনেকগুলো সার্ভিস আনতে চাচ্ছি যে আপনারা জাস্ট পুশ হোল্ড রাখলেই হবে ইনকাম করার জন্য, পুশ সেল দেয়া লাগবে না এমন সিস্টেম আনবো। যেমন Defi, আপনারা জানেন Decentralized finance নামে কিছু সিস্টেম আছে, এই Defi সিস্টেমে কিছু ষ্টেকিং ইনভেষ্ট জাতীয় প্রোগ্রাম আনা হচ্ছে । SunBoost টা ছিলো আমাদের পরীক্ষা নিরীক্ষা পর্যায়ের, এটা আরো একটু উন্নত করা হবে। SunPump টীমের সাথে দাদার কথা হয়েছে। SunBoost আরো উন্নত করা হবে এবং API টা মোটামুটি ১৫-৪০% এর মাঝে থাকবে আশা করছি। যতবেশী USD ষ্টেকিং হতে ততো বেশী API কমবে। ওটায় ২.৫ লাখ ডলার এর মতো আছে। এর বাহিরে আমাদের বেশ কিছু Multichain এ Defi সিস্টেমে ইনভেস্টমেন্ট স্কিম থাকবে।
ইনভেস্টমেন্ট স্কিমটা হলো কি, আপনার প্রিন্সিপাল এমাউন্টটা ১০০% প্রটেক্টেড, মানে প্রিন্সিপাল এমাউন্ট লস হওয়ার কোন সম্ভাবনা নেই, যেহেতু Samrat Contract এর থ্রুতে হবে। আপনার প্রিন্সিপাল এমাউন্টটা কেউ নিতে পারবে না। আর প্রফিট যেটা সেটা ডাইনামিক, অর্থাৎ কম বেশী হতেই পারে। সেক্ষেত্রে আমাদের আলাদা একটা চেইন হবে ট্রন চেইন এর বাহিরে BNB মানে Binance কয়েনের যে চেইনটা আছে, সেখানে আমরা অলরেডি একটা কয়েন ইমপ্লিমেন্ট করেছি। যেটা ষ্ট্যাবল কারেন্সি। পুশের নিজস্ব ষ্ট্যাবল কারেন্সি, যেটার ভ্যালু ১ পিইউএসডি = ১ ইউএসডিটি। এই রেঞ্জের ভিতরে দাম কখনো খুব বেশী উপরে উঠবে না, খুব বেশী নিচেও নামবে না। সর্বোচ্চ দাম বাড়তে পারে ১.০০ সামথিং বা সর্বনিম্ন দাম পড়তে পারে পয়েন্ট ৯৯৯ এই রকম। তারমানে এক ডলার হতে পয়েন্ট ০১ পার্সেন্ট হতে পয়েন্ট ০২ পার্সেন্ট পর্যন্ত উঠানামা করতে পারে।
এটা ষ্ট্যাবল কারেন্সিটা পুশ বুষ্টিং এর জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ প্রতিটি পিইউএসডির পিছনে আমাদের বর্তমানে ১ ডলার এবং ১ ডলারের সমমূল্যের পুশ ব্যাকিং রাখা আছে। মানে প্রায় দুইগুন। সেক্ষেত্রে সব সময় একটা দিকে আমরা এনসিউর করতে পারবো যে ষ্ট্যাবল কারেন্সি ব্রেকমার্ক এর নিচে কখনো নামবে না। আর এটা দিয়ে কি করে ভবিষ্যতে ষ্টেকিং করা বা Decentralized Finance এ ইনভেষ্ট করা সেগুলো পরে আপনাদের দেখানো হবে। API টা আপনারা ধরে রাখুন ১০%-১০০% এর ভিতর যে কোন একটা এমাউন্ট। এটা হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আরো একটা পরিকল্পনা আছে, এখন তো শুধু এবিবি কিউরেশনের বোনাসটা ষ্টেকিং এর ক্ষেত্রে পাবেন পরবর্তীতে টোটাল কিউরেশন সিস্টেমটাই আনা হবে পুশ ষ্টেকিং এ। তখন আমাদের যদি এসবিডি অন থাকে এবং প্রাইস যদি ৩০-৩৫ সেন্ট এর কাছাকাছি থাকে, তখন সেক্ষেত্রে পারডে প্রায় ১০ হাজার ডলার ইউজারদের ভিতর ডিস্ট্রিবিউশন করার ইচ্ছা আছে পুশ পাওয়ার আপ বেসিসে।
এটা পুশ পাওয়ার আপটা কিভাবে কাজ করবে সেটা পরে বলে দেয়া হবে। তারপর নতুন যে কারেন্সি $TRONSHIB সেটা নিয়ে বলেন, অনেকেই লাগাতার দাদাকে ডিএম করে যাচ্ছেন। এখানে আসলেই দাদার কোন বিনিয়োগ নেই, আমাদের পুশের টীম, আমার বাংলা ব্লগের টীম, কোন টীম মেম্বার এখানে সংযুক্ত নেই। এটা সম্পূর্ণ কমিউনিটি টোকেন, এখানে আমার জিরো ষ্টেক, জিরো ইনফ্লুয়েরন্স, এখানে কিছুই নেই। অর্থাৎ এখানে কিছু করতে গেলে আপনাদের নিজস্ব রিস্ক সম্পর্কে জানতে হবে। এখানে বড় ধরনের কোন রান বুলিং এর সম্ভাবনা নেই কিন্তু সবাই যদি চায় যে কয়েনটা বিক্রি করে দেই সেক্ষেত্রে কিন্তু কয়েনের দাম পড়ে যাবে। এটা মাথায় রাখবেন, এখানে এই মুহুর্তে আমাদের কোন পরিকল্পনা নেই, একটাই কয়েন আমাদের পুশ।
আর পুশের ষ্ট্যাবল কারেন্সি পিইউএসডি। পিইউএসডি অলরেডি পুল আছে, পুল ক্রিয়েট করা হয়েছে বাইন্যান্সে। আর কয়েন মার্কেট ক্যাপিটাল আর ডেক্সস্ক্যানারে এড করা আছে, পরবর্তীতে যখন আনা হবে তখন আপনারা দেখতে পাবেন। আর সম্ভবত জানুয়ারী ২০২৫ মাসের শেষের দিকে পুশ এর ডেবিট কার্ড, আরিফ ভাই বা টীমের অন্যান্যরা বলতে পারবেন সঠিক তারিখ। পুশ দিয়ে আপনি কার্ড টপআপ করতে পারবেন, সেই পুশ আপনি এটিএম বুথে গিয়ে উত্তোলন করতে পারবেন আপনার নেটিভ কারেন্সিতে। কথাবার্তা চলছে আমাদের এ বিষয়ে। পরবর্তীতে পুশ দিয়ে কেনাকাটার বিষয়টিও চিন্তা ভাবনা করা হবে।
এরপর শুভ ভাই ফিরে আসেন এবং দাদাকে ধন্যবাদ জানান পুশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তথ্য শেয়ার করার জন্য। তারপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর সিয়াম ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে পাঁচটি কুইজ শেয়ার করা হয় । এরপর সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিতভাবে এ্যাকটিভ থাকার আহবান জানান।
তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে
@aongkon গান,
@ah-agim কবিতা আবৃত্তি,
@selinasathi1 কবিতা আবৃত্তি এবং সবশেষে
@saymaakter কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
হ্যাং আউট এর সমস্ত খুটিনাটি বিষয় এভাবে পোস্ট আকারে আমাদের সামনে তুলে ধরার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
কমিউনিটির সব কিছুই চলে এসেছে।
ভাল থাকুন।
বরাবরের মতো এ সপ্তাহের হ্যাংআউটের রিপোর্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে রিপোর্টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।এ সপ্তাহের হ্যাং আউট বেশ দারুণ উপভোগ করেছি। হ্যাংআউট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।কারণ হাংআউটের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি। অনেক ধন্যবাদ ভাই রিপোর্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।
হ্যাঁ হ্যাংআউটের পুরো সময়টা দারুন কেটেছিল বিশেষ করে শেষের দিকে দাদার গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার অপেক্ষায় ছিলাম। সেই কথা গুলো আবার এই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বরাবরের মতো এবারের হ্যাংআউট বেশ উপভোগ করেছি। বিশেষ করে দাদার মুখ থেকে পুস কয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এতে করে বুঝাই যাচ্ছে, পুস কয়েন ভবিষ্যতে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই সপ্তাহের হ্যাংআউট রিপোর্ট দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতি সপ্তাহে চেষ্টা করি হ্যাংআউটে উপস্থিত থাকার জন্য। পুরো সময়টা অনেক ভালো কেটেছিল। হ্যাংআউট আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দাদার গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য একটু বেশি অপেক্ষায় থাকি । অনেক সুন্দর করে পুরোটা পোস্টের মাধ্যমে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।
এবারের হ্যাক আউটটা মিস করে গেলাম বাইরে থাকার কারণে। অনেক পরে জয়েন করেছিলাম। মনে হচ্ছে অনেক কিছু করে গেছি। যেগুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে পুস স্টেকিং-এর ব্যাপারটা। দেখি বাড়ি ফিরে টিকিট কেটে জেনে নেব।
হ্যাংআউট রিপোর্ট টি দেখে অনেক ভালো লাগলো ৷ গত সপ্তাহে আসলে একটু ব্যস্ততার জন্য ডিসকর্ডে তেমন সময় দিতে পারিনি ৷ তবে এ সপ্তাহে সব কিছুই ঠিকঠাক ভাবে দেওয়ার চেষ্টা করবো ৷ বাকি সবার কথা শুনে বেশ ভালো লেগেছে ৷ গান আড্ডা সব মিলিয়ে দারুণ ছিলো এই হ্যাংআউট ৷ বেশ উপভোগ করেছি ৷ ধন্যবাদ দাদা সুন্দর ভাবে রিপোর্ট টি প্রকাশ করার জন্য
প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে হ্যাংআউট মানে আমাদের জন্য বিশেষ কিছু। কারণ আমরা আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে ভালো মন্দ বিষয়গুলো জানতে পারি। বলতে গেলে পুরো সপ্তাহের ভালো মন্দ বিষয় তুলে ধরা হয়। আপনি বিস্তারিত তথ্য আবারও শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।