আবেগের কবিতা || তুমি ভালোবাসার বিমল জাগরণ || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

smiley-681577_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, তবে কতটা সময় থাকতে পারবো সেটা নিশ্চিত করতে পারছি না। কারন সময়ের সাথে সাথে যেমন মানুষ পাল্টে যায় ঠিক তেমনি পাল্টে যায় পরিবেশ ও পরিস্থিতি। আর আমাদের জীবন নানাভাবে নানা পরিস্থিতির আক্রান্ত হতে হয়, মানসিকতাও তেমনি পরিবর্তন হয়ে যায়। অনেকেই বলে না, পুড়তে পুড়তে খাটি সোনা হয়ে যায় আবার সহ্য করতে করতে অধিক শক্তিশালী হয়ে যায়। তাই সময়ের সাথে সাথে আপনাকেও পাল্টে যেতে হবে, এটাই বাস্তব এবং সত্য।

যাইহোক, মানসিকতা যতক্ষণ ঠিক রাখতে পারবেন ততোক্ষন হয়তো নিজেকে সঠিক অবস্থানে রাখতে পারবেন, অন্যত্থায় হয়তো হতাশ হয়ে অন্ধকারে ডুবে যাবেন। সে যাইহোক, অন্ধকারে ডুবেন আর প্রেমের জলে ডুবেন সাঁতার না জানলে বেঁচে কুলে উঠেতে পারবেন না এটা নিশ্চিতভাবে বলা যায়। চলুন তাহলে হৃদয়ের আলোড়ন নিয়ে অনুভূতির একটা কবিতা পড়ি, যদিও আমার বেশীর ভাগ কবিতাগুলো হৃদয়ের আলোড়ন বা অনুভূতি কেন্দ্রীক হয়ে থাকে। আশা করছি যথারীতি আজকের কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে-

heart-2194515_1280.jpg

বিষন্নতায় ঢেকে গেছে মন
হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ,
তুমি বিহনে এ হৃদয়-
নীরব,নিশ্চল, নিথর।

বৃষ্টির শীতলতা ছুঁয়েছে মন
হৃদয়ে ছড়াচ্ছে আলোড়ন,
তোমার ভাবনায় এ হৃদয়-
চঞ্চল, চপল, নির্মল।

জোসনা ছাড়ানো নীরব নিশীতে
একাকি বসে নির্জীব সড়কে,
তোমার মগ্নতায় এ হৃদয়-
বিনিদ্র, বিব্রত, বিধ্বস্ত।

অস্পষ্ট শব্দমালায় কাতর মন
উষ্ণতা খুঁজছে সারাক্ষণ,
তোমার স্পর্শের মায়ায় এ হৃদয়-
ভাবিত, উদ্বিগ্ন, শঙ্কিত।

তুমি হৃদয়ের গভীরে থাকা
ভালোবাসার নির্মল আলোড়ন,
তুমি জীবনে গতিশীল থাকা
ভালোবাসার বিমল জাগরণ।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

ঈদ মোবারক ভাইয়া।এই ঈদ আয়োজনের মধ্যে আপনি চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন। প্রিয় মানুষটিকে নিয়ে কতোই না কল্পনার অনুভূতিকে জাগিয়ে রেখে কবিতার ছন্দমালা রচনা করলেন।প্রিয় মানুষটিকে ছাড়া সত্যি ই সবকিছু অর্থহীন।আবার সেই প্রিয় মানুষটিকে ভেবেই জীবনী শক্তি অর্জন করে বেঁচে থাকা।ধন্যবাদ আপনাকে চমৎকার এই কবিতাটি অনুভূতি দিয়ে লিখে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ঈদ মোবারক, কবিতাটি ভালো লেগেছে শুনে আমার কাছেও ভালো লাগলো। ধন্যবাদ

 9 months ago 

আপনার কথাটা পড়ে একটা মনে পড়লো। যে সয় সে রয়, যে সয়না সে রয়না। অন্ধকারে ডুবলে হয়তো আপনি ফিরে আসতে পারবেন আলোর একটা দিশা পাবেন। কিন্তু যদি প্রেমের জলে ডোবেন তাহলে আর ফেরার সম্ভাবনা নেই হা হা একেবারেই নেই। কবিতা টা দারুণ লিখেছেন ভাই। বেশ চমৎকার লাগল শুনে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 9 months ago 

হ্যা, এটা মুরুব্বীরা বেশ বলে থাকে কথা প্রসঙ্গে কিন্তু কথাটি নির্মম সত্য। হুম কিন্তু মানুষতো উল্টোটা বলে, প্রেমের মরা নাকি জলে ডুবে না, হি হি হি।

 9 months ago 

প্রথমে তো মনে করেছিলাম ছবি অংকন করেছেন। এরপর না টাইটেল পড়ে দেখলাম কবিতা লিখেছেন। আপনার এই বিরহ অনুভূতিমূলক কবিতাটা আবৃত্তি করতে আমার ভালো লেগেছে। খুব সুন্দর লিখেছেন কবিতাটা। তবে দুই জায়গায় লক্ষ্য করলাম নীরব শব্দ উল্লেখ করেছেন নাকি আমার বোঝার ভুল জানিনা। তবে যাই হোক কবিতাটা কিন্তু অসাধারণ ছিল। আপনাদের কবিতা আবৃত্তি করলে কিন্তু কবিতা লেখায় বেশ অনুপ্রাণিত হই।

 9 months ago 

জ্বী আপনি ঠিকই ধরেছেন সেটা নীরবই হবে। আর হ্যা, আমি ড্রয়িং করতে পারি না। অনেক ধন্যবাদ

 9 months ago 

বেশ ভালো লাগার মত একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি প্রায় মাঝেমধ্যে আমাদের মাঝে এমন সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন দেখে ভালো লাগে। আজকের কবিতাটার মধ্যে বেশ বিরহ আবেগ লক্ষ্য করলাম। তবে কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল। আবৃত্তি করতে বেশ ভালো লাগলো আমার।

 9 months ago 

মানুষের মনমানসিকতা সময়ের সাথে সাথে অবশ্যই পাল্টে যায় এবং এটা একেবারে স্বাভাবিক। আর সেটা বিভিন্ন কারণেই পাল্টে যায়। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতার লাইনগুলো এতটাই চমৎকার হয়েছে যে,পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

New to Steemit?