You are viewing a single comment's thread from:
RE: ফিশিং এট্যাক (Phishing attack)
পরিশেষে একটা পরিসংখ্যান দিই, সারা বিশ্বে ফিশিং এট্যাক এর মাধ্যমে ক্ষতি : প্রত্যেক সেকেন্ডে $1,797,945 ডলার, অর্থাৎ প্রতি সেকেন্ডে ফিশিং এট্যাক-এ মানুষের আর্থিক ক্ষতি ভারতীয় মুদ্রায় প্রায় 13,84,41,765 (১৩ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার রুপি) ।
ও মা গো, সংখ্যা দেখে হৃদয়টা আতকে উঠলো। প্রযুক্তি যতটা সুবিধা দিচ্ছে আর ঠিক ততোটা বা তারচেয়ে বেশীও কেড়ে নেয়ার চেষ্টা করছে। তবে যারা এই ক্ষেত্রে সর্বাবস্থায় সতর্ক ও সচেতন থাকতে পারে, তারা নিজেদের নিরাপদ রাখতে পারেন দারুণভাবে। বেশ তথ্যগত একটা সচেতনতামূলক পোষ্ট এটি, এক নিঃশ্বাসে পুরোটা পড়েনিলাম, যতটা বুঝতে পারলাম সচেতন ও সতর্কতার কোন বিকল্প নেই, কোন প্রকার ফাঁদে পা দেয়া চলবে না। ধন্যবাদ দাদা পুরো বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
ঠিক বলছেন ভাইয়া ,তবে প্রযুক্তি বিবর্তনের সাথে যেমন মানুষ সুবিধা পাচ্ছে,তেমনি তারা অসুবিধায় ভোগচ্ছি।