$PUSS কয়েন এবং এর Website

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি যদিও উষ্ণতার ভিন্নতার ছোঁয়ায় মাঝে মাঝে বেশ অস্থির হয়ে যাচ্ছি, প্রকৃতির অনাকাংখিত ভালোবাসায় নীরব হয়ে যাচ্ছি। তবুও জীবনের গতিশীলতা ধরে রাখার চেষ্টা করছি, অনুভূতির ভিন্নতা ছাড়িয়ে চঞ্চলতা বজায় রাখার চেষ্টা করছি। অবশ্য গতকাল রাতে কিছুটা ঠান্ডা পরিবেশ ছিলো, হঠাৎ করেই বেশ ঝড় হাওয়া শুরু হয়েছিলো, যার প্রভাবে পুরো রাতটাই বেশী শীতল একটা পরিবেশ ছিলো, ঘুমটা সুন্দর হয়েছে।

আমার আবার ঘুম ঠিক না হলে পুরো দিনটাই অস্থিরতায় কেটে যায়। অনেকের যেমন খাওয়া ঠিক তো শরীর ঠিক, আমার আবার উল্টোটা, ঘুম ঠিক তো শরীর ঠিক, হি হি হি । খাওয়া দাওয়া নিয়ে আমার মাঝে তেমন অস্থিরতা নেই, খুব বেশী খাই না তো, এই সামান্য অল্প কিছু হলেই হয়ে যায় হি হি হি। যাইহোক, আবোল তাবোল কথা আমি আবার বেশী বলে ফেলি মাঝে মাঝে। তবে যথারীতি আজকেও পুশ নিয়ে কথা বলবো, কারন এটা এখন আমাদের নিয়মিত রুটিনের একটা অংশ। অবশ্য আপনাদেরকেও আমরা এমনটা করতে বলবো কিন্তু সেটা মাঝে এক সপ্তাহের জন্য। চলতি মাসের শুরুর দিকে অবশ্য একটা সপ্তাহ এমন ছিলো।

puss_mini_banner12.png

অর্থাৎ প্রতি মাসের একটা নির্দিষ্ট সপ্তাহ থাকবে $PUSS সপ্তাহ, যেখানে আপনারা মানে আমার বাংলা ব্লগের প্রতিটি এ্যাকটিভ ইউজার সাত দিনের মাঝে কমপক্ষে ৪টি পোষ্ট লিখতে হবে $PUSS নিয়ে। যাতে পুরো কমিউনিটির পোষ্টগুলো $PUSS ময় হয়ে উঠে এবং বাকি ইউজারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। যেহেতু আমরা শুরু হতেই বলে আসছি এটা আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন সেহেতু বাহিরের ইউজারদের একটা দৃষ্টি সর্বদা থাকবে এই কমিউনিটির হোম পেজের প্রতি। তাই আমরা $PUSS সপ্তাহ যেমন নিয়মিত পালন করবো ঠিক তেমনি টুইটার প্রমোশনেও $PUSS সপ্তাহ পালন করবো।

আরো একটা বিষয় আছে সেটা হলো আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন $PUSS এর ওয়েবসাইট। আমাদের প্রমোশনের ক্ষেত্রে এই বিষয়টির প্রতিও জোর দিতে হবে, কারন বিনিয়োগকারীরা যে কোন টোকেন চেক করার পূর্বে সবার আগে দেখেন সেটার Whitepaper এবং তার Website । সুতরাং টুইটারে প্রমোশন করার ক্ষেত্রে মাঝে মাঝে আমরা এই বিষয়টিকে ফোকাস করবো এবং টোকেনের ওয়েবসাইট এর লিংকও শেয়ার করবো, যাতে যে কেউ চাইলে সাথে সাথে সেটা ভিজট করতে পারেন। যেহেতু আমাদের ওয়েবসাইটে পুরো প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংযুক্ত আছে, সেহেতু সেটা ভিজট করে খুব সহজেই সকল তথ্য জানতে পারবেন।

আসলে আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদা বেশ কঠিন পরিশ্রম করে যাচ্ছেন, যেহেতু আমরা সবাই মানে টীমে যারা আছি তাদের কোন ধারণাই ছিলো না টোকেন সম্পর্কে কিংবা প্রমোশনসহ যাবতীয় বিষয়গুলোর ক্ষেত্রে। তাই পুরো চাপটা দাদার উপর পড়েছে এবং তিনি যথেষ্ট সময় দিয়ে সেগুলো সুসম্পূর্ণ করার চেষ্টা করছেন। তাই আমাদের যার যার অবস্থান হতে একটু হলেও চেষ্টা করা উচিত, দাদার এই পরিশ্রম যেন নষ্ট না হয়ে যায় এবং আমাদের একটা কাংখিত অবস্থান যেন নিশ্চিত হয়। সম্মিলিত প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না আমরা সেই বিষয়টিকে আবারও প্রমান করতে চাই।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে $PUSS কয়েন এবং এর Website সম্পর্কে বেশ দারুণ একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন থেকে প্রত্যেক মাসে $puss সপ্তাহ পালন করা হবে জেনে সত্যি বেশ ভালো লাগলো। আমি আশা করি প্রত্যেক জেনারেল ইউজার চেষ্টা করবে সপ্তাহে অন্তত চারটি $puss কয়েন কে নিয়ে পোস্ট লেখার জন্য। টুইটারে $puss সপ্তাহ পালন হবে এটাও জেনে সত্যি বেশ ভালো লাগলো। আসলে আমাদের টুইটার প্রমোশনের দিকে সব থেকে বেশি নজর দিতে হবে তাহলে $puss কয়েন কে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।

 3 months ago 

গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করেছেন ভাইয়া আপনি পোস্টে।ঠিক বলেছেন একদম ওয়েবসাইট লিংক শেয়ার করলে যে কেউ পুশ ওয়েবসাইট থেকে সকল তথ্য জানতে পারবেন।আমাদের পুশ কয়েন আরও বেশি জনপ্রিয় হয়ে যাবে এভাবে প্রচারের ফলে,ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ভাইয়া।

 3 months ago (edited)

শরীর ঠিক রাখার জন্য কিংবা মানসিক শান্তির জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া আপনি puss কয়েন নিয়ে দারুণ লিখেছেন। আর puss কয়েন প্রমোশনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের টিমে যেহেতু দাদাও আছেন তিনিও অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আশা করছি আপনাদের পরিশ্রম সফল হবে।

 3 months ago 

আমারও রাতের বেলা ঘুম যদি কম হয়,তাহলে সারাটা দিন বেশ খারাপ কাটে। যাইহোক আমাদের দাদা অনেক পরিশ্রম করে একা হাতে পুস কয়েন এর ওয়েবসাইট তৈরি করেছেন। তাছাড়া পুস কয়েন এর প্রমোশনের জন্য দাদা অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সবার উচিত যার যার জায়গা থেকে যথাসম্ভব পুস কয়েন এর প্রমোশন করা। যাইহোক পুস কয়েন এর ওয়েবসাইটের লিংক অবশ্যই নিজের টুইটার পোস্টে শেয়ার করবো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

শরীর ভালো রাখার জন্য ঘুমের বিকল্প আসলে কিছুই নেই। রাতে ঘুমটা ঠিক মতো হলে সারাদিন রিফ্রেসে কাটে।আজকের পোস্টটিতে $puss, এর ওয়েবসাইট নিয়ে নানা কথা শেয়ার করলেন।আমাদের শ্রদ্ধেয় দাদা এই $puss কয়েন নিয়ে অনেক বেশী পরিশ্রম করে যাচ্ছেন।আমরাও সবাই চেষ্টা করব এই কয়েনের প্রমোশন করার জন্য। সবাই মিলে এই $puss কয়েনকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবো। ধন্যবাদ ভাইয়া সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।